Subhashree Ganguly: টিভির রিমোট নিয়ে ইয়ালিনির দুষ্টুমি, কী বলছেন শুভশ্রী? VIDEO

Subhashree Ganguly: ছেলে ইউভান তো ছিলই এখন একরত্তি ইয়ালিনিকে নিয়েও দারুণ সময় কাটছে শুভশ্রীর। ইউভানের একাধিক দুষ্টুমি ও কীর্তির ভিডিও আগেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মা শুভশ্রী। এবার ইয়ালিনিকে নিয়ে তাঁর সময় কীভাবে কাটছে তারই ঝলক শেয়ার করলেন তিনি। কিছুদিন আগেই মেয়ে ইয়ালিনির মুখ সামনে এনেছেন শুভশ্রী।

Advertisement
টিভির রিমোট নিয়ে ইয়ালিনির দুষ্টুমি, কী বলছেন শুভশ্রী? VIDEO শুভশ্রীর সঙ্গে মেয়ে ইয়ালিনি
হাইলাইটস
  • ছেলে ইউভান তো ছিলই এখন একরত্তি ইয়ালিনিকে নিয়েও দারুণ সময় কাটছে শুভশ্রীর।

ছেলে ইউভান তো ছিলই এখন একরত্তি ইয়ালিনিকে নিয়েও দারুণ সময় কাটছে শুভশ্রীর। ইউভানের একাধিক দুষ্টুমি ও কীর্তির ভিডিও আগেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মা শুভশ্রী। এবার ইয়ালিনিকে নিয়ে তাঁর সময় কীভাবে কাটছে তারই ঝলক শেয়ার করলেন তিনি। কিছুদিন আগেই মেয়ে ইয়ালিনির মুখ সামনে এনেছেন শুভশ্রী। এখন রাজ-শুভশ্রীর ঘরময় মেয়ে ইয়ালিনি ও ইউভানের মিষ্টি দুষ্টুমি। সম্প্রতি শুভশ্রী জানিয়েছেন তাঁর প্রতিদিনের সকাল ঠিক কীভাবে শুরু হয়।

শুভশ্রী যে ছোট ভিডিও শেয়ার করেছেন সেখানে ইয়ালিনিকে দেখা যাচ্ছে সাদা রঙের স্ট্রবেরি প্রিন্টের মিনি ড্রেস পরে রয়েছে, দুটো ঝুটি করা চুলে আর হাতে টিভির রিমোট কন্ট্রোল। ইয়ালিনির পিছনে একগাদা খেলনা। শুভশ্রী ব্যাক ক্যামেরা থেকে ইয়ালিনিকে বলছে, ইয়ালিনি ডান্স। আর মায়ের কথা শুনেই একরত্তির পা নাচতে শুরু করে দেয়। এরপর মা শুভশ্রী বলে মিউজিক ছাড়াই, এতে ইয়ালিনি নিজের ভাষায় মাকে বলে মিউজিক ছাড়াই সে নাচতে পারে। এরপরই টলমল পায়ে রিমোট নিয়েই মাটিতে পড়ে যায় সে। ইয়ালিনির মিষ্টি এই কীর্তিতে নেটপাড়া তাকে আদরে ভরিয়ে দেয়। 

গত বছর নভেম্বরে রাজ-শুভশ্রীর জীবনে এসেছে ইয়ালিনি। জন্মের পর থেকেই ইয়ালিনিকে সকলের সামনে নিয়ে আসতে নিমরাজি ছিলেন রাজ-শুভশ্রী দুজনেই। যদিও ইয়ালিনির ছোট ছোট ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শুভশ্রী। তবে সকলেই চাইছিলেন যে ইয়ালিনিকে দেখতে। সেই ইচ্ছে অবশেষে পূরণ হল ইউভানের জন্মদিনের দিন। এদিন প্রথমবার দাদা ইউভানের সঙ্গে দেখা মিলল বোন ইয়ালিনিরও। রাজ-শুভশ্রীর এখন ভরপুর সংসার। ইউভান আর ইয়ালিনিকে নিয়ে রাজ-শুভশ্রীর সময় কোথা থেকে যে কেটে যাচ্ছে বুঝতেই পারছেন না তাঁরা। 

দুর্গাপুজোতে ইয়ালিনি মা-বাবার সঙ্গে প্রথমবার পুজো উপভোগ করেছেন। নভেম্বরেই এক বছরে পা দেবে ইয়ালিনি। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনও শুভশ্রী মেয়েকে কোলে নিয়ে সাদা-কালো ছবি শেয়ার করেছিলেন। যার ক্যাপশন ছিল, ছোট আমি। যদিও অনেকেই বলছেন যে ইয়ালিনিকে দেখতে বাবা রাজ চক্রবর্তীর মতোই। প্রসঙ্গত, গত বছর জুন মাসে রাজ-শুভশ্রী জানিয়েছিলেন যে তাঁদের সংসারে দ্বিতীয় সন্তান আসতে চলেছে। বড় দাদা হচ্ছে ইউভান। ইয়ালিনি জন্মের পর পরই কাজে ফিরেছেন শুভশ্রী। রাজের পরিচালনায় বাবলি-তে আবিরের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল শুভশ্রীকে। 

Advertisement

POST A COMMENT
Advertisement