Subhashree Ganguly: শুভশ্রীর পিঠে চেপে সি-বিচ ঘুরছেন ইউভান, মা-ছেলের মিষ্টি VIDEO VIRAL

Subhashree Ganguly: ব্যস্ততা যতই থাক না কেন সন্তানদের সময় দিতে ভোলেন না অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের অন্যতম সেরা নায়িকা আর তাঁর কাজের পরিসরও রোজই বেড়েই চলেছে। কিন্তু তা বলে ইউভান ও ইয়ালিনির সঙ্গে সময় কাটানোর কোনও সুযোগই হাতছাড়া করেন না শুভশ্রী।

Advertisement
শুভশ্রীর পিঠে চেপে সি-বিচ ঘুরছেন ইউভান, মা-ছেলের মিষ্টি VIDEO VIRALশুভশ্রীর পিঠে চড়ে ঘুরছে ইউভান
হাইলাইটস
  • ব্যস্ততা যতই থাক না কেন সন্তানদের সময় দিতে ভোলেন না অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

ব্যস্ততা যতই থাক না কেন সন্তানদের সময় দিতে ভোলেন না অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের অন্যতম সেরা নায়িকা আর তাঁর কাজের পরিসরও রোজই বেড়েই চলেছে। কিন্তু তা বলে ইউভান ও ইয়ালিনির সঙ্গে সময় কাটানোর কোনও সুযোগই হাতছাড়া করেন না শুভশ্রী। আর ইউভানের সঙ্গে মা শুভশ্রীর বন্ডিং একেবারে সেরা। মা-ছেলের সেই রকম এক মিষ্টি মুহূর্ত শেয়ার হল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও এখন ভাইরাল। 

দুই সন্তানকে নিয়ে মাঝে মধ্যেই বিদেশ ঘুরতে যান রাজ-শুভশ্রী। জানুয়ারিতে বিদেশে ঘুরতে গিয়েছিলেন এই তারকা দম্পতি। সঙ্গে ছিলেন ইউভান ও ইয়ালিনি। আর সেখানেই মায়ের পিঠে চড়ে ঘুরতে দেখা গেল ছোট্ট ইউভানকে। সি-বিচের ধারেই ঘুরে বেড়াচ্ছেন শুভশ্রী ও ইউভান। শুভশ্রীর পরনে প্রিন্টেড স্কার্ট আর সাদা টপ। একরত্তি ইউভানের নানা আগ্রহ। এটা-ওটা নানা জিনিস জানতে চাইছে সে। মায়েরও কোনও ক্লান্তি নেই। একের পর এক সব প্রশ্নের উত্তর দিচ্ছেন শুভশ্রী।

ভিডিওতে দেখা যাচ্ছে ইউভান তার মাকে প্রথমেই জিজ্ঞাসা করে, এই সমুদ্রে হাঙর আছে? শুভশ্রী বললেন, সমুদ্রের মাঝে রয়েছে। তার পর ইউভানকে তিনি জিজ্ঞেস করেন তার জাহাজের কথা মনে আছে কি না? ইউভান মায়ের উত্তর দেওয়ার আগেই নিজেই পরের প্রশ্ন করে বসল। জানতে চাইল তার বন্ধু আরভ কোথায়? শুভশ্রী বললেন, সে হোটেলে। ইউভানের থেকে শুভশ্রী জানতে চাইলেন, সে বাড়ি যাবে, না সমুদ্রের ধারেই থাকবে? এক মুহূর্ত সময় নিল না ইউভান। সমুদ্রে থাকতে চায় সাফ জানিয়ে দিল সে।

মা-ছেলের এই মিষ্টি মুহূর্তের ভিডিও নেটিজনেদের মন জয় করেছে নিমেষে। প্রসঙ্গত, শুভশ্রী চেষ্টা করেন তাঁর কাজের মাঝেও দুই সন্তানকে সময় দেওয়ার। ইউভানের ছোট ছোট মুহূর্তগুলি প্রায়ই শেয়ার করে থাকেন তিনি। তবে এই মুহূর্তে রাজ ও ইউভান দুজনেই শহরে নেই। বাবা ও ছেলে গিয়েছে উত্তরবঙ্গে। ইউভানকে জঙ্গল দেখাবেন বলে নিয়ে গিয়েছেন রাজ। শুভশ্রীর হাতে বেশ কিছু কাজ ও ইয়ালিনি ছোট হওয়ার কারণে তাঁরা সঙ্গে যেতে পারেননি। আর ছেলে কাছে না থাকায় বেশি করে তার অভাব বোধ করছেন শুভশ্রী। 

Advertisement

রাজ-ঘরণীর হাতে এখন একের পর এক কাজ। লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে বিনোদিনীর চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়াও এসভিএফ ব্যানারে আবির ও অনির্বাণের সঙ্গে একফ্রেমে শুভশ্রীকে দেখা যাবে চোর পুলিশ ডাকাত বাবু-তে। এছাড়াও নতুন সিরিজ অনুসন্ধান-এও রয়েছেন শুভশ্রী। 

POST A COMMENT
Advertisement