Subhashree Ganguly: মায়ের নাম বলতে গিয়ে দাঁত ভাঙল ইয়ালিনির, মেয়েকে আর কী শেখালেন শুভশ্রী?

Subhashree Ganguly: বহুকাল আগেই অতীত ভুলে স্বামী ও দুই সন্তানকে নিয়ে সুখেই সংসার করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের ব্যস্ততম নায়িকা তিনি। তবে প্রচণ্ড ব্যস্ততার মাঝেও নায়িকা তাঁর দুই সন্তানকে সময় দিতে ভোলেন না। ইউভান ও ইয়ালিনিকে নিয়ে সময় কাটাতে খুবই ভালোবাসেন রাজ-ঘরণী।

Advertisement
মায়ের নাম বলতে গিয়ে দাঁত ভাঙল ইয়ালিনির, মেয়েকে আর কী শেখালেন শুভশ্রী?শুভশ্রী গঙ্গোপাধ্যায় সঙ্গে মেয়ে ইয়ালিনি
হাইলাইটস
  • বহুকাল আগেই অতীত ভুলে স্বামী ও দুই সন্তানকে নিয়ে সুখেই সংসার করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

বহুকাল আগেই অতীত ভুলে স্বামী ও দুই সন্তানকে নিয়ে সুখেই সংসার করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের ব্যস্ততম নায়িকা তিনি। তবে প্রচণ্ড ব্যস্ততার মাঝেও নায়িকা তাঁর দুই সন্তানকে সময় দিতে ভোলেন না। ইউভান ও ইয়ালিনিকে নিয়ে সময় কাটাতে খুবই ভালোবাসেন রাজ-ঘরণী। ইউভানের দুষ্টুমি হোক অথবা ইয়ালিনির আদুরে কথা, সবটাই ভীষণভবে উপভোগ করেন নায়িকা। আর সেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে একেবারেই ভোলেন না। 

সবে ধূমকেতুর সাফল্য হাতে এসেছে, নতুন কাজও রয়েছে নায়িকার ঝুলিতে। আর তার মাঝেই ইউভানকে স্কুল থেকে আনতে চলে গেলেন শুভশ্রী। গাড়িতে বাড়ি আসতে আসতেই চলল মা-ছেলের কথোপকথন। যেখানে শুভশ্রী ইউভানকে জিজ্ঞেস করছেন স্কুল থেকে ফিরে সে ক্লান্ত কিনা। গাড়ির সিটেই শুয়ে ছিল ইউভান কিন্তু মায়ের প্রশ্ন কানে যেতেই তড়াক করে উঠে জানিয়ে দিল সে ক্লান্ত একটুও নয়। এরপরই মুখের নানান ভঙ্গীমা করতে করতে মাকে জানালো ইয়ালিনি কীভাবে কথা বলে। এরপর শুভশ্রী ইউভানকে জিজ্ঞাসা করেন সে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? প্রথমে ইউভান সকল মনে বোন ইয়ালিনির নাম বললেও পরে জানায় সে তার মা শুভশ্রীকেই সবচেয়ে বেশি ভালোবাসে। 

অপরদিকে, ইয়ালিনির সঙ্গেও সময় কাটাতে ভোলেন না শুভশ্রী। আদো আদো কথা বলতে শিখেছে রাজ-শুভশ্রীর কন্যা। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় সেই ঝলক দেখা যায়। কখনও দাদা বলে ডাকছে ইউভানকে আবার কখনও বা মায়ের সঙ্গে খেলছে। এবার মা শুভশ্রী তাঁর নাম বলানোর চেষ্টা করল মেয়ে ইয়ালিনিকে দিয়ে। শুভশ্রী যে ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, ছোট্ট ইয়ালিনি সোফায় শুয়ে শুয়ে মায়ের সঙ্গে নিজের নাম বলা প্র্যাকটিস করছে। শুভশ্রী যখন বলছেন হোয়াট ইজ ইওর নেম, তখন ইয়ালিনি বলছে, ইয়ানিনি চবিতি। মেয়ের মুখে এই কথা শুনে হাসতে থাকেন শুভশ্রী। তবে নিজের নাম আদো আদো ভাষায় বললেও দাদা এবং বাবার নাম কিন্তু বেশ স্পষ্ট করেই বলে সে। যদিও পদবীটা বলতে পারে না সে। বাড়ির ঠিকানাও বলতে এখনও সে অভ্যস্ত নয়। শুভশ্রার নামও ঠিক করে বলতে পারে না ইয়ালিনি। তবে মেয়ের এই মুহূর্তগুলো কোনওভাবেই মিস করতে চান না শুভশ্রী। 

Advertisement

শুভশ্রী এর আগেও বলেছিলেন যে তিনি যখন দুই সন্তানকে নিয়ে সময় কাটান তখন তিনি তাঁর ফোন নয় সাইলেন্টে রাখেন আর নয়তো বা অন্য ঘরে রেখে আসেন। ইয়ালিনি ও ইউভানকেই পুরো সময়টা দেন শুভশ্রী। স্টার কিডদের মধ্যে ইয়ালিনি ও ইউভান সবচেয়ে জনপ্রিয়। কিছুদিন আগেই ইয়ালিনিকে যিশুর কোলে দেখা গিয়েছিল। দুই সন্তানকে নিয়ে মাঝে মধ্যেই শ্যুটিংয়ে চলে যান শুভশ্রী। আসলে শত ব্যস্ততার মাঝেও রাজ-শুভশ্রী চেষ্টা করেন দুই সন্তানকে সময় দেওয়ার।       

POST A COMMENT
Advertisement