
শুভশ্রী গঙ্গোপাধ্যায়টলিপাড়ার 'লেডি সুপারস্টার'-এর তকমা পেয়ে গিয়েছেন। তাঁর ফ্যান-ফলোয়ার্সের সংখ্যা একেবারেই কম কিছু নয়। বাণিজ্যিক ছবি থেকে অন্য ধারার সিনেমার তাঁর অভিনয় প্রশংসিত। তিনি হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুই সন্তানকে নিয়ে তাঁর গুছিয়ে সংসার। সঙ্গে সামলান নিজের পেশাও। এখন যে শুভশ্রীকে দেখে এত শান্ত লাগে ছোটবেলায় মোটেও এরকম ছিলেন না নায়িকা। টলিপাড়ার এই নায়িকা ছোটবেলায় ছিলেন ভীষণ ডানপিটে। ভয় তো দূর কি বাত, একেবারে পাড়ার মোড়ে গলা ফাটিয়ে লড়াই করে আসতেন তিনি। বর্ধমানে তাঁর বেড়ে ওঠা। তারপর একরাশ স্বপ্ন বুকে টলিপাড়ায় পা। একের পর এক অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন তিনি। কিন্তু, জানেন কি একটা সময় তাঁকে রীতিমতো ভয় পেত সকলে?
শুভশ্রী তাঁর একাধিক সাক্ষাৎকারে তাঁর ছোটবেলার বহু ঘটনার কথাই শুনিয়েছেন। সেরকমই শাশ্বত চট্টোপাধ্যায়ের অপুর সংসার-এ এসে শুভশ্রী জানিয়েছিলেন তিনি নাকি খুব মারকুটে ছিলেন। এমনকী তাঁর বাবার কাছে পার্টি অফিস থেকে অভিযোগ এসেছিল বলেও জানান অভিনেত্রী। শুভশ্রীর কথায়, ‘বাবাকে পার্টি অফিস থেকে বলেছিলেন, দেবু (শুভশ্রীর বাবার নাম) তোমার ছোট মেয়ে খুব মস্তানি করছে কিন্তু। আসলে পাড়ার মোড়ের একটা ছেলের সঙ্গে আমি সেদিন মারামারি করেছিলাম। যেখান থেকেই আর কী অভিযোগ। যদিও বিষয়টা খুব মজার ছিল।’ পাড়ার মোড়ে মারামারি, তাও আবার মজার? তবে অভিনেত্রীর কথায়, এসব তিনি আকছার করেছেন সেই সময়।

বাণিজ্যিক ছবিতে একসময় চুটিয়ে অভিনয় করেছেন শুভশ্রী। এরপরই তিনি অন্য ধারার ছবিতে অভিনয় করতে শুরু করেন। একের পর এক ছবিতে কাজ করে শুভশ্রী বুঝিয়ে দিয়েছেন তিনি জাত নায়িকা। সিনেমার পাশাপাশি নায়িকা ওয়েব সিরিজও করে ফেলেছেন। দুই সন্তানের মা, কিন্তু তা কোনওদিনই বাধা হয়ে দাঁড়ায়নি শুভশ্রীর কেরিয়ারের ক্ষেত্রে। শুধু তাই নয়, নিজেকে ফিটও রেখেছেন নায়িকা। সব পোশাকেই দারুণভাবে মানিয়ে যায় তাঁকে।

২০২৫ সাল শুভশ্রীর জন্য লক্ষ্মীর বছর বলা যায়। একের পর এক ছবিমুক্তি, সঙ্গে ওয়েব সিরিজ। গৃহপ্রবেশ হোক বা ধূমকেতু, দুটো ছবি দর্শকদের কাছে দারুণভাবে সাড়া ফেলেছে। তাঁর অভিনয় প্রশংসিত হচ্ছে। আসছে নতুন ওয়েব সিরিজ অনুসন্ধান, যার প্রচার নিয়ে ব্যস্ত নায়িকা। আপাতত দুমকায় চলছে তাঁর আগামী ছবি ‘ওয়েটিং রুম’-এর শ্যুটিং। জন্মদিনে তাই কলকাতায় নেই শুভশ্রী। কাজের মাধ্যমেই নিজের বিশেষ দিনটি পালন করবেন টলিউডের লেডি সুপারস্টার।