Swastika Dutta: প্লেটে ফিসফ্রাই-চিকেন পকোড়া, ডায়েট ভুলে ভাজাভুজিতে মন দিলেন স্বস্তিকা

Swastika Dutta: টলিপাড়ার চেনা মুখের সারিদের মধ্যে স্বস্তিকা দত্ত অন্যতম। চুলবুলি স্বভাবের স্বস্তিকাকে ইন্ডাস্ট্রিতে সকলেই বেশ পছন্দ করেন। অভিনেত্রী হিসাবেও খারাপ নন। ধীরে ধীরে স্বস্তিকা ইন্ডাস্ট্রিতে তাঁর আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। বিনোদন দুনিয়ায় রয়েছেন তাই কঠিন ডায়েটের মধ্যেই তাঁকে থাকতে হয়।

Advertisement
প্লেটে ফিসফ্রাই-চিকেন পকোড়া, ডায়েট ভুলে ভাজাভুজিতে মন দিলেন স্বস্তিকাস্বস্তিকা দত্ত
হাইলাইটস
  • টলিপাড়ার চেনা মুখের সারিদের মধ্যে স্বস্তিকা দত্ত অন্যতম।

টলিপাড়ার চেনা মুখের সারিদের মধ্যে স্বস্তিকা দত্ত অন্যতম। চুলবুলি স্বভাবের স্বস্তিকাকে ইন্ডাস্ট্রিতে সকলেই বেশ পছন্দ করেন। অভিনেত্রী হিসাবেও খারাপ নন। ধীরে ধীরে স্বস্তিকা ইন্ডাস্ট্রিতে তাঁর আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। বিনোদন দুনিয়ায় রয়েছেন তাই কঠিন ডায়েটের মধ্যেই তাঁকে থাকতে হয়। পছন্দের সব খাবারই ত্যাগ করতে হয়। কিন্তু বাঙালি নায়িকাদের খাবারের প্রতি দুর্বলতা রয়েছে। বিশেষ করে কলকাতার স্ট্রীট ফুড। আর স্বস্তিকাকে দেখা গেল এই শহরের বিখ্যাত এক দোকান থেকে দেদার ভাজাভুজি খেতে। 

এমনিতে খেতে ভালই বাসেন স্বস্তিকা। মাঝে মাঝেই নিজের খাওয়ার ছবি-ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সম্প্রতি সেরকমই এক ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে তাঁকে ফিসফ্রাই-চিকেন পকোড়া খেতে দেখা যাচ্ছে। তবে এই ভিডিওতে স্বস্তিকা উত্তর কলকাতার ভাজাভুজির সঙ্গে দক্ষিণ কলকাতার ভাজাভুজির তুলনা করেছেন। স্বস্তিকাকে ভিডিওতে বলতে শোনা গিয়েছে, 'আমার একটা বন্ধু আছে, যে বলে নর্থ কলকাতায় এটা পাওয়া যায়, ওটা পাওয়া যায়, ফিস কবিরাজি পাওয়া যায়। নর্থ কলকাতায় অনেক কিছু পাওয়া যেতে পারে সাউথ কলকাতায় আপনজন।' 

আর সেই দোকান থেকেই পেল্লাই সাইজের ফিসফ্রাই খেতে দেখা গেল স্বস্তিকাকে। শুধু তাই নয়, অভিনেত্রী নাকি এর আগে একটা কাটলেটও খেয়ে নিয়েছেন। ভিডিওতে স্বস্তিতাকে বলতে শোনা যায় যে তিনি মাছ খেতে খুব একটা ভালোবাসেন না কিন্তু এখানকার ফিসফ্রাই দেখে লোভ সামলানো মুশকিল। ফিসফ্রাই শেষ করে স্বস্তিকা চারটে বড় বড় চিকেন পকোড়াও খেয়েছেন। এই ভাজাভুজি খেয়ে স্বস্তিকা যে দারুণ তৃপ্ত তা তাঁর মুখ থেকে আহা শব্দ শুনেই সকলে বুঝতে পারছেন। শীতের সন্ধ্যেতে এরকম স্ন্যাকস খেতে কার না ভাল লাগে বলুন তো। 

স্বস্তিকাকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল তোমার খোলা হাওয়া সিরিয়ালে। তারপরে নায়িকা অবশ্য বেশ কিছু সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সম্প্রতি তাঁর ছবি চালচিত্র মুক্তি পেয়েছে, যেখানে স্বস্তিকা অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী ও শান্তনু মাহেশ্বরীর সঙ্গে। এইসবের পাশাপাশি স্বস্তিকা সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ থাকেন। ব্যক্তিগত জীবনে আপাতত সিঙ্গল স্বস্তিকা। বছর দুই আগেই গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিন বছরের প্রেম ভেঙেছে। তবে সেই প্রেম ভাঙা নিয়ে স্বস্তিকা খুব একটা চিন্তিত ছিলেন না। বরং নিজের মতোই জীবনকে গুছিয়ে নিয়ে একের পর এক কাজ করে গেছেন।

Advertisement

POST A COMMENT
Advertisement