
নিজেকে নিয়ে লুকোছাপা করতে একদম ভালোবাসেন না স্বস্তিকা মুখোপাধ্যায়। বরং সবকিছুই সকলের সামনে তুলে ধরতেই ভালোবাসেন তিনি। সেটা তাঁর বক্তব্যই হোক অথবা তাঁর বয়স। কোনওটাই লুকিয়ে রাখতে চান না। আর তাই মাঝে মধ্যেই মেকআপ ছাড়া ছবি পোস্ট করেন স্বস্তিকা। এমনিতে তাঁর সৌন্দর্যে মুগ্ধ অনেকেই। কিন্তু এমন অনেক মানুষই আছেন, যাঁরা অভিনেত্রীর বয়স নিয়ে খোঁচা মারতে পিছু পা হন না। তবে অভিনেত্রীও ট্রোল-কটাক্ষের যোগ্য জবাব দেন। এবারেও তার ব্যতিক্রম হল না। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা কিছু ছবি দিতেই তাঁর বয়স নিয়ে রে রে করে ছুটে এলেন নেটিজেনদের একাংশ। পেলেন মোক্ষম জবাবও।
স্বস্তিকা এদিন চেন্নাই বিমানবন্দর থেকে তিনটে ছবি পোস্ট করেন। আসলে অভিনেত্রী কিছুদিনের জন্য পুদুচেরিতে ঘুরতে গিয়েছিলেন। আর কলকাতা ফেরার সময়ই চেন্নাই বিমানবন্দরে এই সেলফিগুলো তোলেন তিনি। প্রিন্টেট পোশাক পরে রয়েছেন তিনি, খোঁপাতে ফুল, হাতে নীল ও সোনালি চুড়ি, কপালে লাল তিলক আর চোখে কালো ফ্রেমের চশমা আর নাকছাবি। মেকআপের লেশমাত্র নেই। এই তিনটে সেলফি পোস্ট করে স্বস্তিকা লেখেন, আমি কোন দিকে বলুন দেখি। আর এই ছবি পোস্ট করতেই অভিনেত্রীর বয়স নিয়ে কটাক্ষ ধেয়ে আসে।
কেউ কেউ লেখেন, আপনার বয়সতো বেশি না শুনেছি। এত তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছেন কেন? দয়া করে কিছু করুন। এর জবাবে স্বস্তিকা বলেন, আমার ইচ্ছে। বুড়ি হতে চাই। আবার কেউ লেখেন, তুমি বুড়ি হওয়ার দিকে। সেখানে স্বস্তিকা তাঁর জবাবে লেখেন, আপনি কোন দিকে? আবার জন্ম নেবেন নাকি? বলদের মতো কথাবার্তা না বললেই হয় না। তবে অনেকে আবার স্বস্তিকার বয়স নিয়ে ভাল মন্তব্য করেছেন। অভিনেত্রী তাঁর বার্ধক্য ছাপ নিয়েও যে এত সুন্দরী, তারই প্রশংসায় মুগ্ধ নেটিজেনরা।
স্বস্তিকা চেষ্টা করেন নেটিজেনদের সব প্রশ্নের উত্তর দিতে আবার প্রশংসা বা ট্রোল করলেও সেই জবাবও পান অনেকে। আর তাই তো স্বস্তিকাকে সবাই এত পছন্দ করেন। নিজের বয়স কোনওদিনই কারোর কাছে লুকিয়ে রাখতে চাননি। নিজের জন্মদিনের দিনও নো মেকআপ লুক ও সাদা চুলের বর্ণনা দিয়ে তাঁর বয়স জানিয়েছিলেন সকলকে। স্বস্তিকার বয়স সবে মাত্র ৪৪। তবে এই বয়সেই তিনি অনেক কিছু জয় করে নিয়েছেন। দারুণ অভিনেত্রীর পাশাপাশি স্বস্তিকা মা হিসাবেও সফল। মেয়ে অন্বেষাকে নিয়ে তাঁর শান্তির সংসার।