Swastika Mukherjee: স্যুটকেসে শুধুই জিন্‌স টি-শার্ট, কোন পোশাকে মহাকাল দর্শন করলেন স্বস্তিকা?

Swastika Mukherjee: টলিউডে বহু বছর কাজ করার পর অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁর কাজের পরিধি এবার বাড়িয়ে দিয়েছেন। হিন্দি সিনেমায় ও ওয়েব সিরিজে কাজ করে ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছেন স্বস্তিকা। এবার মারাঠি সিনেমাতেও কাজ করবেন অভিনেত্রী। আর সেই ছবির শ্যুটিংয়ের জন্যই এখন ইন্দোরে রয়েছেন নায়িকা।

Advertisement
স্যুটকেসে শুধুই জিন্‌স টি-শার্ট, কোন পোশাকে মহাকাল দর্শন করলেন স্বস্তিকা? স্বস্তিকা মুখোপাধ্যায় ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • টলিউডে বহু বছর কাজ করার পর অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁর কাজের পরিধি এবার বাড়িয়ে দিয়েছেন।

টলিউডে বহু বছর কাজ করার পর অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁর কাজের পরিধি এবার বাড়িয়ে দিয়েছেন। হিন্দি সিনেমায় ও ওয়েব সিরিজে কাজ করে ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছেন স্বস্তিকা। এবার মারাঠি সিনেমাতেও কাজ করবেন অভিনেত্রী। আর সেই ছবির শ্যুটিংয়ের জন্যই এখন ইন্দোরে রয়েছেন নায়িকা। আর এখানে যখন রয়েছেন তখন উজ্জ্বয়িনির মহাকাল মন্দিরে যাবেন না এটা তো হতে পারে না। মহাকালে জ্যোতির্লিঙ্গ দর্শনের পাশাপাশি স্বস্তিকা মায়ের জন্য পুজোও দিলেন। আর মন্দিরে কী পোশাক পরে তিনি গেলেন সেটা নিয়েও খোলাখুলি কথা বললেন স্বস্তিকা। 

মহাকাল মন্দিরে যাওয়ার জন্য স্বস্তিকা পরেছিলেন আকাশী নীল রঙের শাড়ি ও ব্লাউজ। কপালে নীল রঙের টিপ, চোখে সেই চেনা কাজল আর নাকছাবি, হালকা লিপস্টিক আর একহাত লাল চুড়ি। স্বস্তিকা তাঁর সেলফি পোস্ট করে নিজের সোশ্যাল মিডিয়া পেজে লিখেছেন যে তাঁর শনিবার নাইট শিফ্ট ছিল, বিকেল ৪টের সময় কলটাইম তারপর সকাল সাড়ে সাতটায় ছুটি হয়েছে। তিনি ইন্দোরে এসেছেন মারাঠি ছবির শ্যুটিংয়ের জন্য। আর শ্যুটিং থেকে ফিরেই স্বস্তিকা ঠিক করেন উজ্জ্বয়িনি যাবেন মহাকাল মন্দিরে, সেখানে জ্যোতির্লিঙ্গ দর্শনের পাশাপাশি মায়ের জন্য পুজো দেবেন। স্বস্তিকা লেখেন, এই মন্দিরের কথা আগে শুনেছিলাম কিন্তু মনে ছিল না। গাড়ির চালক দাদাকে জিজ্ঞেস করাতে বলল। স্বস্তিকা জানান যে মহাকাল ও ওমকারেশ্বর তিনি একসঙ্গেই দর্শন করবেন। 

এরপরই স্বস্তিকা জানিয়েছেন যে শ্যুটিং থেকে ফিরে তাঁর ঘুম হয়নি। কিন্তু এই সুযোগ তিনি ছাড়বেন না। অভিনেত্রী বলেন, অল্পদিনের জন্য এসেছি তাই ওই টি-শার্ট, স্কার্ট, প্যান্ট ওইসব প্যাক করেছি। তবে অভিনেত্রীর মুশকিল আসান করে এক শাড়ি বিপণি, যারা স্বস্তিকাকে এই নীল রঙের শাড়িটি পাঠায়। শেষ মুহূর্তে সেই শাড়িটি অভিনেত্রীর সুটকেসে ছিল। তাই অভিনেত্রী লিখেছেন, ভাগ্যিস সুটকেসে পুরেছিলাম, কে জানত মন্দিরে পরে যেতে লাগবে। না হলে ভাবুন, ওই টি-শার্ট জিন্‌স পরে গেলে, মা উপর থেকে এসে দু’ঘা দিত। 

Advertisement

স্বস্তিকা এরপর জানিয়েছেন যে সতীপীঠের ৩টি দর্শন তিনি করে ফেলেছেন, আর ৯টা বাকি। এক্ষেত্রে তিনি তাঁর বোন অজপা মুখোপাধ্যায়ের থেকে এগিয়ে। সেই উচ্ছ্বাস ধরা পড়েছে স্বস্তিকার লেখাতেই। স্বস্তিকার কথায় তাঁর বোন মায়ের মতো দেখাতে প্রথম আর তিনি জ্যোতির্লিঙ্গ দর্শনে। পোস্টের শেষে স্বস্তিকা নেটিজেনদের উদ্দেশ্যে এটা জানাতে ভুললেন না যে তাঁর মাথায় অনেক পাকাচুল হয়েছে কিন্তু কেউ যেন এই বিষয়ে কমেন্ট করে সময় নষ্ট না করে। কারণ অভিনেত্রী এখন রং মাখবেন না।   
 

POST A COMMENT
Advertisement