Celeb Babies Born On 2025: এবছর পরিবারে এসেছে ছোট্ট অতিথি, বাবা- মা হলেন কোন তারকারা?

year Ender 2025: সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন সাক্ষাৎকারে বারবারই তাঁরা জানিয়েছেন নিজেদের জীবনের সেরা প্রাপ্তির মধ্যে এটি একটি। নতুন বছর শুরুর আগে ফিরে দেখা যাক, এবছর টলিপাড়ার কোন স্টারকিডদের আগমন হল।

Advertisement
এবছর পরিবারে এসেছে ছোট্ট অতিথি, বাবা- মা হলেন কোন তারকারা?২০২৫-এ তারকারা বাবা- মা হয়েছেন

২০২৫ শেষ হতে চলল। প্রতি বছরই ভাল -খারাপ মেশানো মিশ্র অনুভূতি দেয় সকলকে। চলতি বছর একটু বাড়তি স্পেশাল কিছু তারকার জন্য। তাদের পরিবারে আগমন হয়েছে ছোট্ট অতিথির। সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন সাক্ষাৎকারে বারবারই তাঁরা জানিয়েছেন নিজেদের জীবনের সেরা প্রাপ্তির মধ্যে এটি একটি। নতুন বছর শুরুর আগে ফিরে দেখা যাক, এবছর টলিপাড়ার কোন স্টারকিডদের আগমন হল।

পরমব্রত চট্টোপাধ্যায়- পিয়া চক্রবর্তী  

গত জুন মাসের শুরুতে মা-বাবা হয়েছেন পিয়া চক্রবর্তী- পরমব্রত চট্টোপাধ্যায়। পুত্র সন্তান এসেছে তারকা দম্পতির পরিবারে। পরম-পিয়ার ছেলের ভাল নাম নিষাদ এবং ডাকনাম নডি। সম্প্রতি একরত্তির অন্নপ্রাশন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারকারা। এমনকী উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।    

অনিন্দিতা রায়চৌধুরী- সুদীপ সরকার

এবছর মার্চ মাসে অনিন্দিতা রায়চৌধুর,  সুদীপ সরকারের কোল আলো করে এসেছে ছোট্ট অতিথি। কন্যা সন্তানের বাবা- মা হয়েছেন তারকা জুটির। মেয়ের নাম রেখেছেন তিষ্য। মাঝে মধ্যেই মেয়ের আদুরের ছবি ও গল্প সকলের সঙ্গে ভাগ করে নেন তাঁরা।  

অহনা দত্ত- দীপঙ্কর রায় 

২০২৬-র জুলাইতে মা- বাবা হয়েছেন অহনা দত্ত ও দীপঙ্কর রায়। ২১ বছর বয়সে মা হন টেলিভিশন অভিনেত্রী। এই তারকা জুটি তাঁদের মেয়ের নাম রেখেছেন মীরা।  

মানসী সেনগুপ্ত 

গত মার্চ মাসে মা হয়েছেন মানসী সেনগুপ্ত। দ্বিতীয়বার সন্তানের জন্ম দেন টেলি নায়িকা। কন্যা সন্তানের পর মানসীর কোলে এসেছে পুত্র। অভিনেত্রী তাঁর ছেলের নাম রেখেছেন অধ্যায়। 

পরিণীতি চোপড়া- রাঘব চাড্ডা 

চোপড়া ও চাড্ডা পরিবারে বইছে খুশির হাওয়া। গত অক্টোবর মাসে পরিবারে এসেছে ছোট্ট অতিথি। বাবা- মা হয়েছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। বিয়ের দু'বছর পরে পুত্র সন্তান এসেছে জুটির কোলে। এই স্টার কিডের নাম নীর। 

সিদ্ধার্থ মালহোত্রা- কিয়ারা আডবানি

গত জুলাই মাসে সিদ্ধার্থ মালহোত্রা- কিয়ারা আডবানির পরিবারে এসেছে ছোট্ট অতিথি। কন্যা সন্তানের বাবা- মা হয়েছেন জুটি। মেয়ের নাম রেখেছেন সারায়া। 
 

Advertisement

ভিকি কৌশল- ক্যাটরিনা কাইফ

২০২৬-র একদম শেষে, ডিসেম্বর মাসে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফের কোলে আসে সন্তান। বিয়ের প্রায় ৪ বছর পরে তারকা দম্পতির কোলে এল তাঁদের প্রথম সন্তান। পুত্র সন্তানের বাবা- মা হন 'ভিক্যাট'।

ভারতী সিং- হর্ষ লিম্বাচিয়া

ডিসেম্বর মাসেই সুখবর দেন আরও এক তারকা জুটি। দ্বিতীয়বার মা- বাবা হলেন ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া। ৪১ বছর বয়সে ফের পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কমেডি ক্যুইন। এই স্টারকিডের জন্মের আগে থেকেই, তাঁকে 'কাজু' বলে সম্বোধন করেন তাঁরা। 


 

POST A COMMENT
Advertisement