অঙ্কুশ-ঐন্দ্রিলার মাখো মাখো রোম্যান্সটলিপাড়ার পাওয়ার কাপল অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। একযুগ ধরে সম্পর্কে থাকার পরও কবে তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন, তা দুজনের কেউই জানেন না। লিভ-ইন সম্পর্কে রয়েছেন এখন এই জুটি। যদিও বেশিরভাগ সময়েই তাঁদের প্রকাশ্যে খুনসুটি নজরে আসে। দুজনে সামনা সামনি হলে নয় ঝগড়া আর নয়তো বা একে-অপরের পিছনে লাগা। কিন্তু তাঁদের সম্পর্কের মাখো মাখো বিষয়টি সম্প্রতি নজরে এসেছে। একে-অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। এমন প্রেম যা আগে কখনও দেখা যায়নি।
অঙ্কুশ-ঐন্দ্রিলার এই প্রেম দেখা গিয়েছে অনস্ক্রিনে। তাঁদের আগামী ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর ‘শোনো গো দখিনা হাওয়া’য় একেবারে বন্য প্রেমে মত্ত হলেন এই জুটি। এই গানের ভিডিও সামনে আসতেই নেটপাড়ায় উষ্ণতা ছড়িয়েছে। অঙ্কুশ-ঐন্দ্রিলার এরকম অনস্ক্রিন রোম্যান্স এই প্রথমবার দেখা গেল। বিদেশের চোখধাঁধানো সি-বিচে এই জুটির প্রেম একেবারে জমে ক্ষীর। সিনেমার নতুন গানেই উত্তেজনার পারদ চড়ালেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
ক্যামেরা সামনে সম্ভবত এই প্রথমবার লিপলক করলেন টলিপাড়ার এই তারকাজুটি। এই গানে অঙ্কুশ-ঐন্দ্রিলার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাওয়ার দৃশ্যগুলি রীতিমতো আলোড়ন ফেলেছে নেটপাড়ায়। আদ্যোপান্ত কমেডি ছবিতে এমন রোম্যান্স দেখে পাগল অঙ্কুশ-ঐন্দ্রিলার ভক্ত-অনুগামীরা। এমনিতে তাঁদের অধিকাংশ সময়েই খুনসুটি করতেই দেখা যায়। তাই অনস্ক্রিনে তাঁদের এমন রোম্যান্স শীতের রাতেও ঘাম ছুটবে। অঙ্কুশ-ঐন্দ্রিলা সেই কোন আদিমকাল থেকে প্রেম করে চলেছেন, কিন্তু বিয়ের কথা শুনলেই তাঁদের আর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় না। যদিও বহু বছর ধরে সম্পর্কে থাকার পরও অঙ্কুশ-ঐন্দ্রিলার রোম্যান্স যে এখনও টাটকা, তা এই ছবির গানই প্রমাণ করে দেয়।
সোমলতা এবং দুর্নিবারের গলায় গাওয়া এই গানটি বহু বছরের পুরনো হলেও এই সিনেমায় যেন গানটি অন্য মাত্রা পেয়েছে। অঙ্কুশের নতুন রূপ দেখে মুগ্ধ দর্শকরা। ছবিটি যতই কমেডিতে মোড়া ছবি হোক না কেন, সিনেমাটিতে যে ভরপুর রোমান্সও রয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।এই সিনেমার হাত ধরেই বছরের প্রথম রিলিজ অঙ্কুশ-ঐন্দ্রিলার। তবে সিনেমার এই গানটির ভিডিও বিশেষ করে দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।