Nusrat Jahan Son Birthday: জন্মদিনে ছেলের ঠোঁটে চুমু মা নুসরতের, কত বছরে পা দিল যশ-পুত্র?

Nusrat Jahan Son Birthday: আজ থেকে ঠিক চার বছর আগে ২৬ অগাস্ট যশ-নুসরতের জীবনে এসেছিল তাঁদের রাজকুমার ঈশান। দেখতে দেখতে ঈশান অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই বছর ৪ বছরে পা দিল যশ-নুসরতের ছেলে।

Advertisement
জন্মদিনে ছেলের ঠোঁটে চুমু মা নুসরতের, কত বছরে পা দিল যশ-পুত্র? যশ-নুসরতের ছেলের জন্মদিন
হাইলাইটস
  • আজ থেকে ঠিক চার বছর আগে ২৬ অগাস্ট যশ-নুসরতের জীবনে এসেছিল তাঁদের রাজকুমার ঈশান।

আজ থেকে ঠিক চার বছর আগে ২৬ অগাস্ট যশ-নুসরতের জীবনে এসেছিল তাঁদের রাজকুমার ঈশান। দেখতে দেখতে ঈশান অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই বছর ৪ বছরে পা দিল যশ-নুসরতের ছেলে। আর ছেলের সঙ্গে নায়িরা তাঁর আদুরে পোস্ট শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অপরদিকে, যশও তাঁর ছোট ছেলের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছে।

নুসরত জন্মদিনে যে ছবি শেয়ার করেছেন সেখানে ছেলের সঙ্গে তাঁকে পুলের জলে দেখা গিয়েছে। ছেলে ঈশানের ঠোঁটে ঠোঁট রেখে তাকে স্নেরের চুমু দিচ্ছেন মা নুসরত। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে নুসরত লেখেন, হ্যাপি ফোর্থ মাই লাইফলাইন। ঈশানকে ঘিরেই এখন সবকিছু নুসরতের। অন্যদিকে যশ তাঁর ছেলের সঙ্গে ঘোড়ায় চড়ার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে ঘনিষ্ঠ মহলের খবর, নুসরত নাকি এই বছর ছেলের জন্মদিন একাই কাটিয়েছেন। যশ নাকি ছিলেন না। সম্প্রতি তাঁদের সম্পর্কে দুরত্ব এসেছে। যদিও সেই দুরত্ব মিটে গিয়েছে বলে শোনা গেলেও, আবারও নাকি সম্পর্কে চিড় ধরেছে তাঁদের।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

যদিও জন্মাষ্টমীর দিন যশ-নুসরতের বাড়িতে পুজো হলেও তাঁদের একসঙ্গে ছবি তুলতে দেখা যায়নি। বরং তাঁরা আলাদা আলাদা ছবি তুলে সোশ্যালে পোস্ট করেন। প্রসঙ্গত, নুসরত জাহান ও যশের সম্পর্ক নিয়ে নানা মহলে নানা জল্পনা শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। যদিও সোশাল মিডিয়ায় যশের একটি পোস্ট লাইক করেছেন নুসরত এবং আনফলো করার পরও ফের একে অপরকে ফলো করেছেন। গত বছরও ছেলের জন্মদিন একসঙ্গে পালন করেছিলেন যশ-নুসরত। কিন্তু এই বছর ছেলে ঈশানের জন্মদিন একাই পালন করতে হয়েছে নাকি নুসরতকে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নুসরত জানিয়েছেন যে যশের ছেলে রেয়াংশের সঙ্গে ঈশানের সম্পর্ক খুব ভাল। তারা দুই ভাইয়ের মতোই থাকে। রেয়াংশেরও প্রশংসা করেন নুসরত। ২০২১- এর ২৬ অগাস্ট শহরের এক হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী। যা নিয়ে অনুরাগীদের মনে বিস্তর কৌতূহল ছিল। তৈরি হয়েছিল একাধিক বিতর্ক। শুধু তাই নয়, প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আসার পরই অনেক জলঘোলা হয়। তবে সে সব এখন অতীত। এখন ঈশানকে নিয়েই জীবন কাটাচ্ছেন নুসরত।     
 

Advertisement

POST A COMMENT
Advertisement