টলিপাড়ার পাওয়ার কাপল রাজ-শুভশ্রী। বিয়ের বহু বছর পার করেও তাঁদের ভালোবাসা অটুট। নতুন বছর শুরু হওয়ার আগেই রাজ-শুভশ্রী তাঁদের দুই সন্তানকে নিয়ে পাড়ি দিয়েছেন ব্যাঙ্ককে। আর এখানেই সি-বিচে আলোকিত আকাশের নীচে ঠোঁটে-ঠোঁট রেখে স্বাগত জানালেন নতুন বছর ২০২৫-কে। প্রতি বছর রাজ-শুভশ্রী এইভাবেই নতুন বছরকে স্বাগত জানিয়ে এসেছেন। আর এই বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন রাজ ও শুভশ্রী দুজনেই।
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে রাজের ছবি ‘সন্তান’। ছবির সাফল্য সঙ্গে নিয়েই বর্ষবরণ করতে তাঁরা পৌঁছে গিয়েছিলেন ফুকেতে। আলোর সমারোহে ও চুম্বন সহযোগে নতুন বছরকে স্বাগত জানালেন তারকা জুটি। বর্ষবরণ রাতে রাজ-শুভশ্রী দুজনেই পরেছিলেন এদিন সাদা রঙের পোশাক। ছবিতে দেখা যাচ্ছে, আকাশ জুড়ে আতশবাজির খেলা। পিছনে সারি সারি মানুষ মত্ত বর্ষবরণে। আর সেই শত শত লোকের মাঝে রাজের ঠোঁটে ঠোঁট ডোবালেন শুভশ্রী। এই ছবিতে তারকা দম্পতি ও তাঁর পরিবারকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীরা।
গত বছরও একই ভাবে চুম্বন করে ২০২৪-কে স্বাগত জানিয়েছিলেন রাজ ও শুভশ্রী। আর যা নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছিল এই তারকা দম্পতিতে। কিন্তু কখনই তাঁরা তাঁদের ভালোবাসাকে লুকোছাপা করতে ভালোবাসেন না। এর আগেও রাজ-শুভশ্রী তাঁদের চুমুর ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পেজে। রাজ-শুভশ্রীর সঙ্গে ব্যাঙ্ককে গিয়েছেন তাঁদের কাছের বন্ধু-বান্ধবেরাও। সবাই একসঙ্গে নতুন বছরতে স্বাগত জানান।
রাজ-শুভশ্রীর ফুকেত ট্রিপে কিন্তু রয়েছে ইউভান আর ইয়ালিনিও। সমুদ্রের ধারে বেশ চুটিয়ে উপভোগ করছে দুই খুদে। রাজের পরিচালনায় সন্তান এখন হলে চলছে রমরমিয়ে। আর ছবি প্রেক্ষাগৃহে একটু থিতু হতেইষ ঘুরতে বেরিয়ে পড়েছেন তাঁরা সপরিবারে। ২০১৮ সালের এপ্রিল মাসে এক হয়েছিল রাজ-শুভশ্রীর চার হাত। এমন নয় এই প্রথম চুমু খাওয়ার ফোটো তাঁরা আনলেন সামনে। বেশ কয়েকবার ঠোঁটে ঠোঁট রেখে দুজনের ভেজা চুমু খাওয়ার ছবি এসেছে সোশ্যাল মিডিয়াতে। আর তা নিযে কটাক্ষ হওয়াতে রাজের জবাব ছিল, ‘আমি আমার বউকে চুমু খেয়েছি, পাশের বাড়ির বউদিকে তো নয়। কে কী বলল তার জন্য তো আমি আমার বউকে চুমু খাওয়া বন্ধ করতে পারি না। বরং আরও দুটো বেশি চুমু খেতে পারি।’