অর্ধাঙ্গিনী ২ আসছে?আভাস মিলেছিল আগেই। এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই শ্যুটিং শুরু হতে চলেছে 'অর্ধাঙ্গিনী ২' ছবির। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় রবিবারই তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি পোস্ট করেন। যেটা দেখে নেটিজেনরাই অনুমান করতে শুরু করে দেন যে অর্ধাঙ্গিনীর সিক্যুয়েল খুব শীঘ্রই আসতে চলেছে। যদিও পরিচালক তাঁর পোস্টে সেরকম কিছু জানাননি। তবে এই মুহূর্তে শহরে রয়েছেন জয়া আহসানও। তাই দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হচ্ছে না যে অর্ধাঙ্গিনী ২ আসতে চলেছে।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে একটি শাড়ির ওপর দুটি ঘড়ি, শাঁখা-পলা, নোয়া, সোনার বালা, বিয়ের আংটি, গলার হার খুলে রাখা। এই ছবির ক্যাপশনে পরিচালক লেখেন, 'দুটো ঘড়ির তো একই সময় দেখানোর কথা ছিল...তবু...কেমন যেন আলাদা আলাদা সব!'
ক্যাপশনে থাকা শেষ লাইনটি অর্ধাঙ্গিনী ছবির আলাদা আলাদা গানের লাইন। আর এই ছবি ও ক্যাপশন দেখেই নেটিজেনদের অনুমান অর্ধাঙ্গিনী ২ আসছে। কেউ কেউ আবার লেখেন, শুভ্রা ফিরছে। আবার কেউ লেখেন, অর্ধাঙ্গিনী ২ আসছে নাকি?
বছর দুয়েক আগে মুক্তি পেয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী। চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, জয়া আহসান, অম্বরীশের অভিনয় প্রশংসিত হয় সেই সময়। বক্স অফিসেও দারুণ সাড়া পাওয়া যায় এই ছবির। সিনেমা সমালোচকেরাও এই ছবির ভূয়সী প্রশংসা করেছিলেন। সিনেমায় গল্প যেখানে শেষ হয়, সেখান থেকে নতুন এক গল্প তৈরির সম্ভাবনা ছিল। তখন থেকেই দর্শকদের মনে ঘুরছে অর্ধাঙ্গিনী ২ আসবে এবার। আর রবিবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের পোস্ট সেই জল্পনাকে নিশ্চিত করল। অপরদিকে, জয়া আহসানও এখন কলকাতায় রয়েছে। তাই মনে করা হচ্ছে ছবির শ্যুটিং শীঘ্রই শুরু হবে।
টলি ইন্ডাস্ট্রির সূত্রের খবর, জুন মাস থেকেই পরিচালক অর্ধাঙ্গিনীর সিক্যুয়েলের শ্যুটিং শুরু করবে। জানা গেল, সব ঠিক থাকলে জুন মাসের মধ্যভাগে ১৫-১৬ তারিখ নাগাদ ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং শুরু হচ্ছে। জয়া আহসান তো থাকছেনই, পাশাপাশি দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন এবং শুভ্রজিৎ দত্তকেও।