মা-বাবা দুজনেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত। আর সেই রাস্তায় ছেলেও যে হাঁটবে সেটা নতুন করে বলার কিছুই নেই। কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের একমাত্র ছেলে উজান ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন যে তিনি কত বড় মাপের অভিনেতা। অভিনয়ে আসার জন্য উজান ছেড়েছেন জীবনের সবচেয়ে বড় সুযোগ। অক্সফোর্ডে গবেষণা করার সুযোগ ছেড়ে কলকাতায় বসে রয়েছেন কৌশিক-পুত্র। শুধুমাত্র সিনেমার টানে।
অক্সফোর্ডের সেই দিনগুলোর কথা স্মরণ করে উজান সম্প্রতি একটি পোস্ট করেছেন। যেখানে তাঁকে তাঁর বাড়ির বারান্দায় হলুদ চেয়ারের ওপর আরাম করে শুয়ে থাকতে দেখা গিয়েছে, নজর কিন্তু রয়েছে দিগন্ত বিস্তৃত আকাশের দিকে। এই ছবি দুটো পোস্ট করে উজান ক্যাপশনে লিখেছেন, সেদিন আকাশে লেখা ছিল যে অক্সফোর্ডের এমফিলের সুযোগ ছেড়ে আমি কলকাতায় ফিরে আসব। অভিনয় করতে, গল্প বুনতে। একদিন হয়তো ডক্টরেট করতে, ছেলেবেলার ইচ্ছে পূরণ করতে আবার থাকব সেই ঠাণ্ডা সূর্যহীন দেশে। কিন্তু আপাতত আমার সিনেমার পোকা গাইছে, যত ভাবি, ভুলে গেছি, তবু চুপিচুপি খোঁজে সে আমায়। এই ক্যাপশনে উজান তাঁর বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি অযোগ্য-র গানের লাইন ব্যবহার করেছেন।
উজানের এই পোস্টটি ফেসবুকে রিশেয়ার করে নিয়েছেন বাবা কৌশিক। লিখেছেন, 'এই সিনে-পোকা একদিন আমাকে, তোমার মাকেও চুপিচুপি ডেকেছিল। তাই শিক্ষকতা জীবন ছেড়ে ক্যামেরার সামনে আর পিছনে ঘুরতে থেকেছি। বাপ-মা তো, তাই এই পেশার চেনা অনিশ্চয়তা সন্তানের জীবনে ভাবতে শঙ্কা হয়! পাশাপাশি গর্ব হয় যারা সাহস করে মানুষকে আনন্দ দেবে বলে সহজ বিলাসের জীবন ছেড়ে আসতে পারে, তাদের বুকের পাটা দেখে। শিল্পী তো আগুনে পুড়ে তবেই সোনা হয়। সেই সোনা ছেলে হও'। প্রসঙ্গত, উজানের এই পোস্টে সৌমিতৃষা কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, যা হয় তা ভালর জন্য।
উজান তাঁর প্রথম টলিউড ডেবিউ করেন পাভেল পরিচালিত রসগোল্লা ছবির মাধ্যমে। এই ছবিতে রসগোল্লার জনক নবীন চন্দ্র দাসের ভূমিকায় দেখা গিয়েছিল উজানকে। প্রথম ছবিতেই তাঁর অভিনয় প্রশংসা পায়। এরপরে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় 'লক্ষ্মী ছেলে'-তে অভিনয় করেছেন উজান। আর তরুণ এই অভিনেতা, এই ছবিতেই নিজের জাত চিনিয়েছেন। টলিউড পেয়েছে তরুণ এক দক্ষ অভিনেতাকে।