Raj Chakraborty: রাজের আরও একটি হিন্দি সিরিয়াল? 'অনুপমা' খ্যাত রূপালীর সঙ্গে শ্যুটিংয়ে ব্যস্ত

Raj Chakraborty: বলিউডে পা বেশ কিছুদিন আগেই রেখেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ২০১৯ সালে তাঁর পরিচালনায় মুক্তি পায় পরিণীতা। সেটারই হিন্দি রিমেক করছেন রাজ। তবে সিরিজ আকারে। যেটা দেখানো হবে জিও হটস্টারে। সিরিজ তো হল এবার শোনা যাচ্ছে হিন্দি সিরিয়ালও নাকি পরিচালনা করবেন বাংলার এই পরিচালক।

Advertisement
রাজের আরও একটি হিন্দি সিরিয়াল? 'অনুপমা' খ্যাত রূপালীর সঙ্গে শ্যুটিংয়ে ব্যস্তরাজ ও রূপালী একসঙ্গে শ্য়ুটিং করছেন
হাইলাইটস
  • বলিউডে পা বেশ কিছুদিন আগেই রেখেছেন পরিচালক রাজ চক্রবর্তী।

বলিউডে পা বেশ কিছুদিন আগেই রেখেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ২০১৯ সালে তাঁর পরিচালনায় মুক্তি পায় পরিণীতা। সেটারই হিন্দি রিমেক করছেন রাজ। তবে সিরিজ আকারে। যেটা দেখানো হবে জিও হটস্টারে। সিরিজ তো হল এবার শোনা যাচ্ছে হিন্দি সিরিয়ালও নাকি পরিচালনা করবেন বাংলার এই পরিচালক। রবিবার রাজকে গুরগাঁওয়ের ফিল্মসিটি স্টুডিওতে শ্যুটিং করতে দেখা গিয়েছে। 

জানা গিয়েছে, হিন্দি ধারাবাহিক শ্যুটিংয়ের জন্য রাজ কয়েকদিন আগেই মুম্বই উড়ে গিয়েছেন। শোনা যাচ্ছে, তিনি নাকি ‘অনুপমা’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়কে নিয়ে শ্যুটিং করছিলেন। জনপ্রিয় বাংলা সিরিয়াল পটলকুমার গানওয়ালার হিন্দি রিমেক তৈরি করবেন পরিচালক। হিন্দি সিরিয়ালের নাম তু দিল ম্যায় ধড়কন। শোনা যাচ্ছে সেই ধারাবাহিকের প্রচার ঝলক পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন রাজ। ‘অনুপমা’ ধারাবাহিকের ভিতরেই নতুন ধারাবাহিকের প্রচার ঝলক দেখা যাবে। সে কারণেই ‘অনুপমা’ রূপালিকে নিয়ে শ্যুটিং করতে দেখা গিয়েছে রাজকে।

প্রসঙ্গত, পরিণীতার হিন্দি রিমেকের কাজ প্রায় শেষ। কলকাতা ও উত্তরবঙ্গে এই সিরিজের শ্যুটিং হয়েছে। তবে হিন্দি সিরিজে শুভশ্রীকে দেখা যাবে না। বরং রাজের হিন্দি পরিণীতায় মেহুল হচ্ছেন আশ্রম খ্যাত অদিতি পোহানকর। গত বছর রথের দিনই জানা গিয়েছিল যে রাজ চক্রবর্তী পরিণীতা তৈরি করছেন হিন্দিতে, তবে সিনেমা নয় ওয়েব সিরিজে দেখা যাবে। আর এরই মাঝে রাজ হিন্দি ধারাবাহিকেও নিজের হাত পাকাতে চাইছেন। 

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই বলিপাড়ায় প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ ঘটেছে টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টপাধ্যায়ের। তাঁর সংস্থা এনআইডিজায় তৈরি করছে ‘কথা’র হিন্দি রিমেক। এবার কি রাজও সেই ধারা অনুসরণ করে বলিউডে পাকাপাকিভাবে কাজ শুরু করলেন? সময়ই তার উত্তর দেবে। বাংলায় রাজের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সন্তান’। ছবিটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। নেটিজেনদের ধারণা, শুধু প্রচার ঝলক নয় হয়তো এবার নতুন ধারাবাহিক পরিচালনা করতেও দেখা যাবে রাজকেই। 

Advertisement

POST A COMMENT
Advertisement