Srijit Mukherji: মিথিলা 'অতীত'? প্রাক্তন প্রেমিকাকে জড়িয়ে সেলফি সৃজিতের, লিখলেন 'কেমন আছো'?

Srijit Mukherji: একসঙ্গে ঘোরা থেকে শুরু করে অভিনেত্রীর জন্মদিনের পার্টিতেও পরিচালককে দেখা গিয়েছে। তারপর সেই সম্পর্ক কোনও এক অজ্ঞাত কারণে ভেঙেও যায়। সৃজিতের জীবনে আসে বাংলাদেশী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

Advertisement
মিথিলা 'অতীত'? প্রাক্তন প্রেমিকাকে জড়িয়ে সেলফি সৃজিতের, লিখলেন 'কেমন আছো'?সৃজিত ও মিথিলা
হাইলাইটস
  • একসঙ্গে ঘোরা থেকে শুরু করে অভিনেত্রীর জন্মদিনের পার্টিতেও পরিচালককে দেখা গিয়েছে।

একসময় টলিউডের ব্যস্ততম পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর প্রেমের খবরে সরগরম ছিল ইন্ডাস্ট্রি। একসঙ্গে ঘোরা থেকে শুরু করে অভিনেত্রীর জন্মদিনের পার্টিতেও পরিচালককে দেখা গিয়েছে। তারপর সেই সম্পর্ক কোনও এক অজ্ঞাত কারণে ভেঙেও যায়। সৃজিতের জীবনে আসে বাংলাদেশী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। যদিও বিয়ের পর প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে পরিচালকের সম্পর্ক বেশ ভাল। যদিও ঋতাভরীর সঙ্গে সম্পর্কের কথা সৃজিত কোনওদিনই প্রকাশ্যে কিছুই বলেননি। তাঁদের একসঙ্গে আর দেখাও যায়নি। তবে বহুবছর পর ফের কাছাকাছি এলেন ঋতাভরী ও সৃজিত।

পরিচালক সৃজিত একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা গিয়েছে সৃজিত ঋতাভরীকে জড়িয়ে ধরে হাসিমুখে ছবি তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে সৃজিত লিখলেন সুন্দর কিছু লাইন। কবীর সুমনের কেমন আছো গানের পংক্তি উদ্ধৃত করে লিখলেন, 'জমাখরচ হিসেবনিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?' সৃজিতের এই পোস্টের মাধ্যমেই স্পষ্ট যে তাঁর সঙ্গে ঋতাভরীর বহু বছর পর দেখা হয়েছে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এদিন সৃজিত ও ঋতাভরী দুজনেই পরেছিলেন কালো রঙের ব্লেজার। পরিচালকের আগামী ছবি সত্যি বলে সত্যি কিছু নেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এই কালো ব্লেজার ছিল ড্রেস কোড। তাহলে কি এই ছবির ট্রেলার লঞ্চের দিনই দুজনে সেলফি তুলেছেন? সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি। তবে প্রাক্তন প্রেমিকাকে এত বছর পর কাছাকাছি পেয়ে মনখুশ হয়ে গিয়েছে সৃজিতের। 

চতুষ্কোণ ছবিতে সৃজিতের পরিচালনায় ছোট্ট একটি চরিত্রে অভিনয়ও করেছিলেন ঋতাভরী। শোনা যায়, সেই সময় থেকেই তাঁদের ঘনিষ্ঠতা শুরু। এরপর কাকাবাবু সিরিজের দ্বিতীয় ছবি ‘ইয়েতি অভিযান’ শুটিংয়ের ফাঁকে নাকি জমে ওঠে তাঁদের সম্পর্ক। মুম্বই থেকে কলকাতা ফেরার সময় সৃজিত তাঁকে এয়ারপোর্টে আনতে গিয়েছিলেন এ খবর সত্যি বলে মেনেও নিয়েছিলেন ঋতাভরী। সেই সময় এক সাক্ষাৎকারে ঋতাভরী বলেছিলেন, ভালবাসার তুলনায় সৃজিতের সঙ্গে ঝগড়া করেছি অনেক বেশি। এরপর উমা ছবির মুক্তির সময়েই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। দুজনেই নিজেদের জীবনে অনেকটা পথ পেরিয়ে 

Advertisement

POST A COMMENT
Advertisement