Tollywood: টলিউডে অচলাবস্থা কাটল, শ্রীজিতের সঙ্গে দুই মন্ত্রীর বৈঠকের পরেই

Tollywood: শুক্রবার পর্যন্ত টলিপাড়ায় যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তা আপাতত প্রত্যাহার করা হল। টলিউডে ফেডারেশন ও পরিচালকদের ঠান্ডা সংঘাত পুরোপুরি না মিটলেও ডিরেক্টর্স গিল্ড তাঁদের কর্মবিরতি আপাতত উঠিয়ে নিলেন। শুক্রবারই নির্ধারিত সূচি মেনে বেশ কিছু সিরিয়ালের শ্যুটিংও হয়েছে।

Advertisement
টলিউডে অচলাবস্থা কাটল, শ্রীজিতের সঙ্গে দুই মন্ত্রীর বৈঠকের পরেইটলিপাড়ার অচলাবস্থা কাটল
হাইলাইটস
  • শুক্রবার পর্যন্ত টলিপাড়ায় যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তা আপাতত প্রত্যাহার করা হল।

শুক্রবার পর্যন্ত টলিপাড়ায় যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তা আপাতত প্রত্যাহার করা হল। টলিউডে ফেডারেশন ও পরিচালকদের ঠান্ডা সংঘাত পুরোপুরি না মিটলেও ডিরেক্টর্স গিল্ড তাঁদের কর্মবিরতি আপাতত উঠিয়ে নিলেন। শুক্রবারই নির্ধারিত সূচি মেনে বেশ কিছু সিরিয়ালের শ্যুটিংও হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবারই ডিরেক্টর্স গিল্ডের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে কর্মবিরতিতে যাওয়ার কথা ঘোষণা করা হয়। ডিরেক্টর্স গিল্ডের পক্ষ থেকে বেশ কিছু শর্তও দেওয়া হয়। কর্মবিরতির বার্তার পরে শ্যুটিং ঘিরে এ দিন কতটা জটিলতা তৈরি হবে, তা নিয়ে আশঙ্কা ছিল টলিপাড়ায়। 

এই অবস্থায় পরিচালকদের একাংশ মুখ্যমন্ত্রীর দপ্তরে গোটা বিষয়টা ইমেল করতে চলেছেন বলে জানা গিয়েছে। শুক্রবার সন্ধ্যেতে শ্রীজিৎ রায় ও জয়দীপ মুখোপাধ্যায় সহ প্রজেক্টের নির্মাতাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ই্দ্রনীল সেন। প্রশাসনিক দিক থেকে টলিউডের জটিলতা কাটার কোনও দিশা মেলে কি না, সে দিকে নজর ছিল সব পক্ষের। সূত্রের খবর, এ দিন আলোচনার শেষে পরিচালকদের সংগঠন ও ফেডারেশনকে বলা হয়েছে, ২০ ফেব্রুয়ারির পরে তাদের বক্তব্য লিখিত ভাবে জানাতে। তারপরে ফের আলোচনা হবে। মন্ত্রীদের তরফে জট কাটানোর আশ্বাস দেওয়ার পরে আপাতত পরিচালকরা কর্মবিরতি পথ থেকে সরে আসছেন। শনিবার সকাল থেকেই ফের চেনা ছন্দেই দেখা গেল টলিপাডাকে। শুরু হয়েছে সব সিরিয়ালের শ্যুটিং। 

তবে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিট্যান্ট ডিরেক্টররা শ্যুটিংয়ের বিষয়টি দেখভাল করছিলেন। জানা গিয়েছে, সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়রা হাজির ছিলেন শ্যুটিংয়ে। ইন্ডাস্ট্রির ক্ষতি হোক সেটা চান না কেউই। তাছাড়া নির্ধারিত সময়ে শ্যুটিং শেষ করতে না পারলে আর্থিক ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিনেমা-সিরিজের মুক্তির ডেট এবং তারকাদের ডেটের চাপও থাকে। শুক্রবার সকাল থেকেই একাধিক স্টুডিওর অবস্থা ঘুরে দেখেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনি এক সংবাদমাধ্যমকে জানান, কোনও আলোচনা না করেই ইচ্ছাকৃতভাবে শ্যুটিং বন্ধ রেখেছিলেন পরিচালকদের একাংশ। সেটে পরিচালক ছাড়াও সকলেরই সম্মান পাওয়ার অধিকার রয়েছে। ফেডারেশন লেবার অ্যাক্ট সকলেরই জানা। কিছু পরিচালক ও প্রযোজনা সংস্থা বাদে সব জায়গাতে শ্যুটিং হচ্ছে বলে জানান তিনি।

Advertisement

এদিন ফেসবুকের পাতায় একটি পোস্ট করে টেকনিশিয়ানদের থেকে ক্ষমা চান শ্রীজিৎ রায়। তিনি এদিন সেই পোস্টে লেখেন, 'আমি সমাজ মাধ্যমে একটি মন্তব্য করেছিলাম যাতে আমার টেকনিশিয়ান বন্ধুরা আঘাত পেয়েছিলেন বলে জানিয়েছেন। আমি আন্তরিকতার সঙ্গে জানাচ্ছি কাউকে বা কোনও ব্যক্তি বিশেষকে দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। যদি কেউ আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত। আমি মনে করি আমরা একটাই পরিবার।' প্রসঙ্গত, কিছুদিন আগেই তাঁকে তাঁর কাজ থেকে আটকানো হয়েছিল।


 

POST A COMMENT
Advertisement