
বেশ কয়েকদিন ধরেই পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায় শিরোনামে রয়েছেন। কারণ তিনি নতুন করে প্রেমে পড়েছেন তাঁর প্রেমজীবন নিয়ে টলিপাড়ায় চর্চা তুঙ্গে। আর এরই মাঝে আবারও পরিচালকের একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এই প্রথম পরিচালক-অভিনেতা সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন খোলা শরীরে।
তথাগত তাঁর সোশ্যাল মিডিয়া পেজে যে ছবি শেয়ার করেছেন সেটা দেখে বোঝাই যাচ্ছে শ্যুটিং ফ্লোর নয়, বরং বাড়িতেই রয়েছেন। তাঁর আদুর গায়ে একফালি রোদ। সেই রোদ ছায়া ফেলেছে পিছনের দেওয়ালে। কোলে নেওয়া রয়েছে বালিশ। তাতে ভর দিয়েই অন্যদিকে তাকিয়ে আনমনা তথাগত। আর সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেছেন তথাগতর নতুন প্রেমিকা আলোকবর্ষা বসু। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া পেজে তথাগতর ছবি শেয়ার করেন। সেই ছবি শেয়ার করেছেন পরিচালক।
তথাগত এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে উত্তর কলকাতার ছেলে হওয়ার সুবাদে বাড়িতে থাকলে তিনি অনেক সময়ই খালি গায়ে থাকেন। তেমনই এক মুহূর্ত ক্যামেরায় ধরেছে তাঁর প্রেমিকা আলোকবর্ষা। ছবি তোলা থেকে তার ক্যাপশন সবটাই তথাগতর প্রেমিকার দেওয়া। পরে পরিচালক দেখেন তাঁর ছবি মোটেও খারাপ হয়নি। তাই তিনিও সেই ছবি শেয়ার করে নেন। প্রসঙ্গত, কেরিয়ারের প্রথমদিকে যে রোগাটে লম্বা গড়নের তথাগতকে সবাই চিনত এই কয়েক বছরে তার আমূল পরিবর্তন ঘটেছে। শরীরচর্চা করলেও শ্যুটিংয়ের চাপে গত ৬ মাস শরীরচর্চা করতে পারেননি। ছবি যদিও অন্য কথাই বলছে।
তথাগতর সঙ্গে বিবৃতির অধ্যায় এখন অতীত। রাস ছবির অন্যতম সহকারী পরিচালক আলোকবর্ষা বসুর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তথাগত। যদিও তাঁদের সম্পর্কের বয়স মাত্র ২ মাস। সূত্রের দাবি, তথাগত-আলোকবর্ষা এক পেশায়। তাই কাজের মধ্যেই প্রেম খুঁজে পান তাঁরা। আলাদা করে কোনও কিছুর পরিকল্পনা নেই তাঁদের। তথাগতর সঙ্গে আলোকবর্ষার বয়সের ব্যবধান অনেকটাই। বলা চলে অসম প্রেম। ইন্ডাস্ট্রির সকলেই ভেবেছিল যে দেবলীনার পর বিবৃতির সঙ্গেই থিতু হতে চান তথাগত। কিন্তু সেটা হল না। তথাগত নতুন করে প্রেমে পড়লেন তাঁরই সরকারী পরিচালকের সঙ্গে। তবে এখনই বিয়ের কোনও পরিকল্পনা নেই। আগে একে-অপরকে ভাল করে চেনা-জানা হোক তারপর।