
বক্সঅফিসে ধূমকেতুর সাফল্যের পরই দেব-শুভশ্রী জুটিতে ফাটল। দশ বছর পর এই জুটি ফিরে আসার ফলে বাংলা ইন্ডাস্ট্রির দর্শকদের মধ্যে অভূতপূর্ব সাড়া ফেলে দিয়েছিল। কিন্তু ছবি সফল হওয়ার পরই দেশু জুটির রসায়ন ভেঙে গেল। ছবি মুক্তির পরই বদলে গেল তাঁদের সমীকরণ। সম্প্রতি দেবের করা একটি মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন শুভশ্রী। যথাযথ উত্তরও দিয়েছেন নায়িকা। যা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। নেটিজেনদের একাংশ বলছেন এটা পুরোটাই দেবের প্রচারমূলক কৌশল ছিল আবার অনেকে বলছেন শুভশ্রী একটু বেশি প্রতিক্রিয়া দিয়ে ফেলেছেন। আর এই সবের মধ্যে নিজের সাফাই দিতে গিয়ে কী বললেন দেব।
সম্প্রতি এক মিউজিক চ্যানেলের খোলামেলা আড্ডায় দেবকে যখন জিজ্ঞাসা করা হয়, ২০২৫ সালে যদি ‘ধূমকেতু’ তৈরি হত, তাহলে কি শুভশ্রীকে কাস্ট করা হত? প্রশ্নের উত্তরে দেব বলেন, “ডিপেন্ড করছে ও এখন কোন স্টেজে থাকত। ওর বিয়ে হয়ে গিয়েছে কিনা অথবা দুটো বাচ্চার মা হয়ে গিয়েছে কিনা এই সবকিছুই দেখতাম তখন।” সেই সাক্ষাৎকারেই দেবের সংযোজন, “আমি ছবিতে থাকলে আমাকে ওকেও নিতে হত, কিন্তু আমার চরিত্র কী ডিমান্ড করছে সেটাও আমাকে দেখতে হতো। শুভশ্রীর মধ্যে যদি সেই সারল্য না থাকত, তাহলে অন্য অভিনেত্রীকে বেছে নিতে হতো। শুভশ্রীর জায়গায় তখন অন্য কেউ কাজ করত।” এখানেই শেষ নয়!নিজের প্রযোজিত প্রথম সিনেমায় শুভশ্রীকে কাস্ট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই কি ‘ধূমকেতু’তে ‘রূপা’র চরিত্রে দেখা গিয়েছে তাঁকে? এমন প্রশ্নের মুখে দেব জানান, “শুভশ্রী যদি চরিত্রের জন্য যথাযথ না হতেন তাহলে ছবিতে হয়তো তাকে নেওয়া হতো ঠিকই তবে মুখ্য চরিত্রে নয়, হয়তো অন্য কোনও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হত তাকে।”
সেই প্রেক্ষিতেই এক পডকাস্টে এসে শুভশ্রী বলেছিলেন, একজন সংবেদনশীল মানুষ কীভাবে এই ধরনের কথা বলে, আমার জানা নেই। আমার কোনওদিনই পার্শ্বচরিত্র করতে অসুবিধে নেই। আমি ‘সন্তান’ করেছি। আমার কাছে সিনেমার চরিত্রই গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এরকম একটা অসম্মানজনক মন্তব্য, যেখানে তুমি একটা ছবির প্রচার করছো, একজন হিরোইনের সঙ্গে। আমি সত্যিই জানি না…।
সম্প্রতি দেব এই বিষয় নিয়ে আবারও মুখ খুলেছেন। তিনি বলেন, আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আজকে যদি দশ বছর পর আমি যদি ধূমকেতু করি তাহলে কি শুভশ্রী থাকত? যেহেতু আমি কথা দিয়েছিলাম যে আমার প্রথম প্রযোজনা করা সিনেমায় শুভশ্রী থাকবে। দুটো আলাদা প্রশ্ন। আমার কাস্টিং কে হবে আর আমার প্রতিশ্রুতিটা আলাদা। আমি বলেছি দশ বছর আগে যে শুভশ্রীকে আমরা খুঁজছিলাম, যে চরিত্রটা খুঁজছিলাম, সেটা দশ বছর আগে শুভশ্রীকে মানিয়ে গিয়েছিল। আজকে যদি আবার কাস্টিং হয়, আমার যদি মনে হয় অন্য কেউ সেটা করতে পারে, সেই অভিনেত্রী যদি যোগ্য হয়, আমরা তাঁকে বলব। দেব এও বলেন, আমি এটা কোনওদিনই বলিনি যে শুভশ্রীর দুটো বাচ্চার জন্য সরলতা চলে গেছে, ভিক্টিম কার্ড খেলা হচ্ছে, আমি এগুলো নিয়ে কিচ্ছু বলব না। শুভশ্রী আগেও বলেছে ধূমকেতু ছবির সময় বাথরুমে কেঁদেছে, আমি এইসব নিয়ে কিছুই বলব না, এটাই তো সম্মান। একটা ছেলেকে নিয়ে বললে সে অতটা খারাপ হবে না, কিন্তু একটা মেয়েকে নিয়ে বললে সে কিছুটা হলেও খারাপ হবে।
দেব এও বলেন, আমি সব সময়ই চাই শুভশ্রীর সম্মানহানি যাতে না হয়। কারণ ওর হারানোর অনেক কিছু আছে। আমি সব সময় নিজের মার্জিনটা ধরে রেখেছি আর ততটাই কথা বলেছি, যাতে ওঁর সম্মানটা বাড়ে। শুভশ্রী আমার কাছে সর্বদা সুপারস্টারই থাকবে। ওই যে বলেছে না মা হয়ে গিয়েছি, সরলতা চলে গেছে। মা হয়ে গেছে বলে ইনোসেন্সের কথা বলিনি, ও নিজেই বলে আমি দুই সন্তানের মা। এটা তো গর্বের ব্যাপার। আমি দেখছি ও কী সুন্দর হ্যান্ডেল করছে সবকিছু। এবার সেটাকে নিয়ে যদি কাটাছেঁড়া করা হয়, এখানে আর কিছু তো বলার থাকে না।