Dunibar-Oindrila: মা হলেন প্রসেনজিৎ-এর সহকারী ঐন্দ্রিলা, সুখবর দিলেন স্বামী দুর্নিবার

Dunibar-Oindrila: কিছুদিন আগেই ঘরোয়া সাধের অনুষ্ঠান হয়ে গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেন ওরফে মোহরের। আর রবিবারই সুখবর দিলেন তিনি। মা হলেন ঐন্দ্রিলা সেন। দুর্নিবার ও ঐন্দ্রিলার জীবনে এল তাঁদের প্রথম সন্তান।

Advertisement
মা হলেন প্রসেনজিৎ-এর সহকারী ঐন্দ্রিলা, সুখবর দিলেন স্বামী দুর্নিবারদুর্নিবার-ঐন্দ্রিলা
হাইলাইটস
  • কিছুদিন আগেই ঘরোয়া সাধের অনুষ্ঠান হয়ে গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেন ওরফে মোহরের।

কিছুদিন আগেই ঘরোয়া সাধের অনুষ্ঠান হয়ে গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেন ওরফে মোহরের। আর রবিবারই সুখবর দিলেন তিনি। মা হলেন ঐন্দ্রিলা সেন। দুর্নিবার ও ঐন্দ্রিলার জীবনে এল তাঁদের প্রথম সন্তান। ঐন্দ্রিলা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। আর এই খবরটি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শিল্পী দুর্নিবার সাহা। 

এদিন দুর্নিবার খুব সুন্দর একটি কার্ড শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে দম্পতির তরফ থেকে লেখা রয়েছে, আমরা জানতাম না কান্নার শব্দ আমাদের এই ভাবে মুখে হাসি ফোটাবে। এই পোস্টের ক্যাপশনে ঐন্দ্রিলার উদ্দেশ্যে দুর্নিবার লেখেন, তোর জন্য অগণিত তারার আলো...। গত বছর মহালয়ার দিনই দুর্নিবার ও ঐন্দ্রিলা ঘোষণা করেছিলেন যে তাঁদের জীবনে নতুন অতিথি আসতে চলেছেন। অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সে ভাবে প্রকাশ্যে দেখা যায়নি গায়কের স্ত্রীকে। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Durnibar Saha (@durnibar)

সম্প্রতি ঐন্দ্রিলার সাধের অনুষ্ঠানও হয়। সেখানে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। হবু মাকে আশীর্বাদও করেন বুম্বা দা। ঐন্দ্রিলার সঙ্গে খেতে দেখা যায় অভিনেতাকে। দুর্নিবারের পরনে ছিল ঢাকাই পাঞ্জাবি। অন্য দিকে ঐন্দ্রিলা সেজেছিলেন সাদা গরদের শাড়ি এবং সোনার গয়নায়। রবিবার এই খবর সামনে আসতেই দুর্নিবার ও ঐন্দ্রিলাকে শুভেচ্ছা জানতে শুরু করেন তাঁর অনুরাগীরা। ইন্ডাস্ট্রির অনেকেই তাঁদের শুভেচ্ছা জানান। 

২০২৩ সালের ৯ মার্চ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেনকে বিয়ে করেন গায়ক। ঐন্দ্রিলা যদিও ইন্ডাস্ট্রিতে মোহর নামেই পরিচিত। তাঁদের বিয়ে নিয়ে কম বিতর্কের সৃষ্টি হয়নি। দুর্নিবারের এটা ছিল দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি মীনাক্ষিকে বিয়ে করেছিলেন। তবে বিয়ের একবছর হতে না হতেই দুর্নিবার-মীনাক্ষির সম্পর্ক ভেঙে যায়। সেই সময় থেকেই নাম উঠে আসে প্রসেনজিতের সহকারী ঐন্দ্রিলার। বিয়ের দিন থেকেই তাঁদের তীব্র ট্রোলের মুখে পড়তে হয়। যদিও এইসব বিষয়কে খুব একটা পাত্তা দেননি এই দম্পতি। বরং চুটিয়ে তাঁরা সংসার উপভোগ করছেন এখন তো আবার এক সন্তানের মা-বাবও হলেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement