Tollywood Gossip: 'লজেন্স' ভেবে বন্দুকের গুলি গিলে ফেলল এই গায়িকার ছেলে, ভর্তি হাসপাতালে

Singer Jojo: বিপদ বলে কয়ে আসে না, হঠাৎ এসে উপস্থিত হয়। আর সেরকমই আচমকাই ছেলেকে নিয়ে মহা বিপদে পড়লেন গায়িকা জোজো। ছেলে অদীপ্ত খেলার ছলে গিলে ফেলে খেলনা বন্দুকের গুলি। আর ছেলেকে নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছোটেন জোজো।

Advertisement
'লজেন্স' ভেবে বন্দুকের গুলি গিলে ফেলল এই গায়িকার ছেলে, ভর্তি হাসপাতালেএই গায়িকার ছেলে ভর্তি হাসপাতালে
হাইলাইটস
  • বৃহস্পতিবার শ্যুটিং সেরে এসেই জোজো তাঁর ছেলেকে নিয়ে হাসপাতালে যান।

বিপদ বলে কয়ে আসে না, হঠাৎ এসে উপস্থিত হয়। আর সেরকমই আচমকাই ছেলেকে নিয়ে মহা বিপদে পড়লেন গায়িকা জোজো। ছেলে অদীপ্ত খেলার ছলে গিলে ফেলে খেলনা বন্দুকের গুলি। আর ছেলেকে নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছোটেন জোজো। অদীপ্ত এখন কেমন আছে, সেই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানালেন গায়িকা।

বৃহস্পতিবার শ্যুটিং সেরে এসেই জোজো তাঁর ছেলেকে নিয়ে হাসপাতালে যান। সেখানে চিকিৎসকদের তৎপরতায় ছেলের পেট থেকে গুলি বের করা হয়েছে। জোজো ছেলে অদীপ্তর একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি উঠেছেন ঘুম থেকে এখন একটু ভাল বোধ করছে। কাল ডিনারের সঙ্গে খেলনা বন্দুকের বুলেট খেয়েছিলেন লুকিয়ে....হাসপাতালে বমির সঙ্গে তা বের করে দিয়ে এখন একটু স্বস্তি পেয়েছে। জোজো যে ছবিটি পোস্ট করেছে সেখানে অদীপ্তকে নীল রঙের টি-শার্ট পরে, বিছানার ওপর আধা উঠে বসতে দেখা গিয়েছে। 

আগামী মাসেই চার পেরিয়ে পাঁচ-এ পা দেবে আদি। ছেলেকে সবসময়ই আগলে রাখেন জোজো। তবে এমন বিপদ যে ঘটতে পারে, ভাবতেও পারেননি শিল্পী। এক সংবাদমাধ্যমকে জোজো জানিয়েছেন, খেলনা বন্দুকের বুলেট জেমস ভেবে খেয়ে ফেলেছে। চিবিয়ে খেয়ে নেয়। এরপর ডিনারও রয়ে জোজো-পুত্র কিন্তু হজম করতে অসুবিধে হচ্ছিল। জোজো যখন বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরে তখন ছেলে ঘুমোলেও পরে খুব কান্নাকাটি শুরু করে। জোজোর আঙুলটা নিয়ে অদীপ্ত তার মুখের ভেতর দিচ্ছিল। কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছিল। অনেক চেষ্টা করেও কিছু না হওয়ায় রাত ১২টার সময় জোজো ছেলেকে নিয়ে হাসপাতালে ছোটেন। 

ছবি সৌজন্যে: ফেসবুক

হাসপাতালে চিকিৎসার সময়ই অদীপ্ত বমি করতে শুরু করে। তখনই জোজো দেখেন বুলেটের টুকরো। এরপরই হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানিয়ে জোজো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। সেখান থেকে জানা যায় যে আদি এখন সুস্থ আছে। বৃহস্পতিবার গোটা রাত খুব উৎকন্ঠায় কেটেছে জোজোর। তবে অদীপ্ত এখন সুস্থ হওয়ায় গায়িকা স্বস্তিতে। আগামী মাসেই চার পেরিয়ে পাঁচ-এ পা দেবে আদি। জোজো অদীপ্তকে দত্তক নিয়ে মানুষ করছে। ৫০-এর গণ্ডি পেরিয়ে ফের মা হওয়ার সিদ্ধান্ত নেন জোজো। তাঁর মেয়ে বাজোর বয়স এখন ২৮। অদীপ্ত তথা আদির বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়া পেজে।   

Advertisement

POST A COMMENT
Advertisement