Kanchan-Sreemoyee: 'আমরা তুমুল চুমু খেয়েছি', আয়লার ঝড়ে কী কাণ্ড ঘটিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী?

Kanchan-Sreemoyee: টলিউডের সবচেয়ে চর্চিত কাপলদের মধ্যে অন্যতম হলেন কাঞ্চন-শ্রীময়ী। প্রেম থেকে বিয়ে সবটাই করেছেন সাহসিকতার সঙ্গে। তাঁদের নিয়ে চর্চা কম হয় না। কিন্তু সব চর্চা-সমালোচনা, নিন্দা এইসব পেরিয়ে কাঞ্চন-শ্রীময়ীর বিবাহিত জীবন এক বছরে পা দিল।

Advertisement
'আমরা তুমুল চুমু খেয়েছি', আয়লার ঝড়ে কী কাণ্ড ঘটিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী?কাঞ্চন-শ্রীময়ীর চুমু
হাইলাইটস
  • টলিউডের সবচেয়ে চর্চিত কাপলদের মধ্যে অন্যতম হলেন কাঞ্চন-শ্রীময়ী।

টলিউডের সবচেয়ে চর্চিত কাপলদের মধ্যে অন্যতম হলেন কাঞ্চন-শ্রীময়ী। প্রেম থেকে বিয়ে সবটাই করেছেন সাহসিকতার সঙ্গে। তাঁদের নিয়ে চর্চা কম হয় না। কিন্তু সব চর্চা-সমালোচনা, নিন্দা এইসব পেরিয়ে কাঞ্চন-শ্রীময়ীর বিবাহিত জীবন এক বছরে পা দিল। ১৪ ফেব্রুয়ারি তাঁদের আইনত বিয়ের ১ বছরের বর্ষপূর্তি ছিল আর ২ মার্চ সামাজিক বিয়ের এক বছর পূর্ণ হল। এরই মধ্যে এক ফুটফুটে কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের বয়স ১ হলেও সম্পর্কের বয়স অনেক বছরের। আর সেই সম্পর্কে থাকাকালীন দুঃসাহসিক কাণ্ড ঘটিয়ে ছিলেন তাঁরা। কিছুদিন আগেই তা ফাঁস হয়েছে। 

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে শ্রীময়ী সেই দুঃসাহসিক কাজের কথা বর্ণনা করেন। যেখানে সঞ্চালিকা শ্রীময়ী ও কাঞ্চনকে জিজ্ঞাসা করেন, দুজনে একসঙ্গে পাগলামিতে ভরপুর কাণ্ড কী করেছ? সেই প্রশ্নের উত্তরে শ্রীময়ী একটুও না ভেবে বলেন, 'আমরা চুমু খেয়েছি।' এরপর শ্রীময়ী বলেন, 'বীভৎস ঝড়-বৃষ্টি, সেই ঝড়ের নাম ছিল আয়লা, আমাদের জীবনে আয়লা ঘটেছিল।' প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ মে আয়লা ঝড় হয়েছিল। শ্রীময়ী এরপর বলেন, 'তারিখটা আমার মনে নেই, তবে আমরা তুমুল চুমু খেয়েছি, পরিস্থিতি খাইয়ে দিয়েছিল। ওই ঝড়-জলে এত বাজ পড়ছে দেখে, টিনের শেড উড়ে এসে পড়ছে। তখন জীবনের ভয়-ডর সব ছেড়ে আমরা উন্মত্তের মতো চুমু খাচ্ছি।'

 

মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন-শ্রীময়ীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ধরা পড়ে। বহু বছর ধরেই কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর সম্পর্ক চললেও তা প্রকাশ্যে নিয়ে আসেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে থানা-পুলিশ, আদালত হলেও অবশেষে গত বছরের গোড়ার দিকে অফিসিয়ালি ডিভোর্স হয় কাঞ্চন ও পিঙ্কির। এরপরই ১৪ ফেব্রুয়ারি আইনতভাবে শ্রীময়ীকে বিয়ে করেন উত্তরপাড়ার তৃণমূলের বিধায়ক। ২ মার্চ সামাজিক মতে বিয়ে সারেন তাঁরা। বিয়ের এক বছর পূর্ণ করলেন এই দম্পতি। শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় স্বামী কাঞ্চনকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট দেন। 

Advertisement

শ্রীময়ীর এই পোস্ট থেকেই জানা গিয়েছে যে নবম শ্রেণীতে পড়ার সময়ই কাঞ্চনের সঙ্গে পরিচয় হয়েছিল শ্রীময়ীর। এরপর সেই পরিচয় বন্ধুত্বে আর কখন যে তাঁদের চারহাত এক হল বুঝতেই পারেননি শ্রীময়ী। স্বামী কাঞ্চনকে এই পোস্টের মাধ্যমে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। শ্রীময়ী জানিয়েছেন তাঁদের এই বিবাহবার্ষিকীতে সবচেয়ে বড় উপহার তাঁদের সন্তান কৃষভি। কিছুদিন আগেই শিবরাত্রির আগে শ্রীময়ী জানিয়েছিলেন যে কাঞ্চনই তাঁর শিব, বহুবছর তপস্যার পর তিনি কাঞ্চনকে পেয়েছেন। শ্রীময়ীও এও বলেন তিনি গত ১৪ বছর ধরে কাঞ্চন বাবার পুজো করছেন।   

POST A COMMENT
Advertisement