Actor Dev: 'Dev Is Back', ১০ বছর পর পুরনো দেবের প্রত্যাবর্তন , VIDEO

Actor Dev: একসময় বাণিজ্যিক ছবির হাত ধরেই উত্থান হয়েছিল অভিনেতা দেবের। সেই সময় একের পর এক কর্মাশিয়াল ছবিতে নাচ-গান করে ভক্তদের মুগ্ধ করেছিলেন দেব। তারপর আচমকাই একদিন পুরো ভোল বদল। কর্মাশিয়াল ছবি থেকে দেব মনোনিবেশ করলেন অন্য ঘরানার ছবিতে।

Advertisement
'Dev Is Back', ১০ বছর পর পুরনো দেবের প্রত্যাবর্তন , VIDEO১০ বছর পর চেনা ছন্দে ফিরছেন দেব
হাইলাইটস
  • একসময় বাণিজ্যিক ছবির হাত ধরেই উত্থান হয়েছিল অভিনেতা দেবের।

একসময় বাণিজ্যিক ছবির হাত ধরেই উত্থান হয়েছিল অভিনেতা দেবের। সেই সময় একের পর এক কর্মাশিয়াল ছবিতে নাচ-গান করে ভক্তদের মুগ্ধ করেছিলেন দেব। তারপর আচমকাই একদিন পুরো ভোল বদল। কর্মাশিয়াল ছবি থেকে দেব মনোনিবেশ করলেন অন্য ঘরানার ছবিতে। আর সেখান থেকেই দেব তাঁর একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রগুলো সামনে নিয়ে আসতে শুরু করল। নিজস্ব প্রযোজনা সংস্থায় দেবের অন্য ধারার ছবিগুলিও দর্শকদের মন জয় করেছে। তবে খাদান ছবির মাধ্যমে দেবকে ফের চেনা ছন্দে দেখা যাবে। তাও আবার ১০ বছর পর। 

এই বছরের পুজোতে মুক্তি পেয়েছে দেবের টেক্কা। আর বড়দিনে মুক্তি পাবে দেব ও ইধিকা পালের খাদান। আর এই ছবির মাধ্যমেই অভিনেতা ১০ বছর পর ফের তাঁর পুরনো ছন্দে ফিরে এলেন। অন্য ধারার ছবিতে কাজ করার পর থেকেই দেবের ধামাকেদার ডান্স দেখার সুযোগ হয়নি কারোর। তবে দেবের ভক্ত ও অনুরাগীদের সেই ইচ্ছে এবার পূরণ হতে চলেছে। দীর্ঘ ১০ বছর ডান্স ফ্লোর কাঁপাতে আসছেন অভিনেতা। খাদান যে পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমা, তা আগেই বলেছিলেন অভিনেতা। আর সেই ছবির রাজার রাজা গানে নাচতে দেখা যাবে দেবকে।

গানের সেই ঝলক রবিবার সামনে এনে দেব তাঁর উপলব্ধির কথা জানিয়েছেন। অভিনেতা লিখেছেন, চলুন পুরনো স্কুলে আবার ফিরে যাওয়া যাক...প্রায় ১০ বছর পর আমি নাচছি। আশা করছি, আপনারা আপনাদের পরিচিত দেবকে এ বার খুঁজে পাবেন। জমিয়ে নাচানাচি ও অ্যাকশনে ভরপুর দেবকে দেখতেই অভ্যস্ত ছিলেন তাঁর ভক্তেরা। কিন্তু গত ১০ বছরে অনেকটাই বদলে ফেলেছেন দেব নিজেকে। অন্য ধারার ছবিতে কাজ করতে গিয়ে হিরো দেবকে সবাই মিস করছিল। তাই ভক্তদের আবদার মেটাতেই ফের নিজের পুরনো রূপেই ফিরছেন দেব, খাদান-র হাত ধরেই। 

Advertisement

২০১৭ সালে দেব প্রযোজিত প্রথম ছবি ‘চ্যাম্প’ মুক্তি পায়। তার পর থেকে চরিত্রের প্রয়োজনে নিজেকে অবিরত ভেঙেছেন দেব। নাচ-গানের ছক থেকে বেরিয়ে লুক এবং অভিনয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তবে খাদান-এ আবার পুরনো রূপে ফিরছেন অভিনেতা। নাচের পাশাপাশি থাকছে ভরপুর অ্যাকশনও। খাদান ছবিতে দেবের প্রথম লুকস ইতিমধ্যেই সামনে এসেছে। আর এবার দেখা গেল দেবের ডান্সিং অবতার। দেবের শেয়ার করা ভিডিওতে মহাদেবের সামনে দেব নাচছেন একেবারে তাঁর নিজস্ব স্টাইলে। দেবকে এই রূপে দেখে সকলেই দারুণ খুশি। অনেকেই কমেন্টে লিখেছেন, দেব ইজ ব্যাক। অনেকে আবার লিখেছেন, পুরনো দেবকে আবার ফিরে পেলাম। অনুরাগীরা আপাতত খাদান-এর অপেক্ষায় দিন গুনছেন। অন্য দিকে শোনা যাচ্ছে, দেব রঘু ডাকাত ছবির প্রস্তুতি নিতে শুরু করেছেন।   

POST A COMMENT
Advertisement