scorecardresearch
 

Jeet Daughter Navanya: ইন্ডাস্ট্রিতে ডেবিউ জিৎ-কন্যার, ১২ বছরেই কেরিয়ার গড়ার পথে নবন্যা

Jeet Daughter Navanya: বাবা বাংলার সুপারস্টার। অভিনেতার জন্মদিনে বাড়ির সামনে জড়ো হয় হাজার হাজার ভক্ত। তাঁর মেয়ে খুব একটা লাইম লাইটে না থাকলেও মেয়েকে চেনেন না এমন কেউ নেই। কথা হচ্ছে জিৎকে নিয়ে। যদিও এখন জিৎ-এর মেয়েই খবরের শিরোনাম দখল করার পথে।

Advertisement
ইন্ডাস্ট্রিতে ডেবিউ করছে জিৎ-কন্যা ইন্ডাস্ট্রিতে ডেবিউ করছে জিৎ-কন্যা
হাইলাইটস
  • মেয়ে নবন্যা ইতিমধ্যেই নিজের কেরিয়ার নিয়ে বড় পদক্ষেপ নিয়ে ফেলেছেন।

বাবা বাংলার সুপারস্টার। অভিনেতার জন্মদিনে বাড়ির সামনে জড়ো হয় হাজার হাজার ভক্ত। তাঁর মেয়ে খুব একটা লাইম লাইটে না থাকলেও মেয়েকে চেনেন না এমন কেউ নেই। কথা হচ্ছে জিৎকে নিয়ে। যদিও এখন জিৎ-এর মেয়েই খবরের শিরোনাম দখল করার পথে। মেয়ে নবন্যা ইতিমধ্যেই নিজের কেরিয়ার নিয়ে বড় পদক্ষেপ নিয়ে ফেলেছেন। যা নিয়ে রীতিমতো গর্বিত বাবা জিৎ। তাহলে কি নবন্যা টলিউডে ডেবিউ করতে চলেছেন?

না, জিৎ-কন্যা অভিনয়ে নয়, বরং গানের জগতে পা রাখতে চলেছেন। মাত্র ১২ বছর বয়সেই বাঁধছে গান। লিখছে, সুর দিচ্ছে, সঙ্গে গলাও। দোসর তুতো বোন কৃষা। মেয়ের এই প্রতিভা সকলের সামনে নিয়ে আসতে পেরে বেশ গর্ব বোধ করছেন বাবা জিৎ। সোশ্যাল মিডিয়ায় জিৎ নিজেই দিলেন সেই সুখবর। লিখলেন, এই ক্রিসমাস সন্ধ্যার জন্য তৈরি থাকুন। একটি সুন্দর গান তৈরি করেছে মাত্র ১২ বছরের দুই মেয়ে নবন্যা ও কৃষা। খুব তাড়াতাড়ি চমক আসতে চলেছে। খবর সামনে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরে উঠছে সোশ্যাল মিডিয়ার পাতা। এক নয়, এমন একাধিক গান লিখে ফেলেছে তাঁরা এই বয়সেই।

নবন্যা ছোট থেকেই গান করতে ভালোবাসে। আর সেই ভালোবাসাকেই পেশা করবে বলে ভেবে নিয়েছে এই বয়সেই। ১২ ডিসেম্বর ১২ বছরে পা দিয়েছে জিৎ-কন্যা। তখনও অভিনেতা মেয়েকে নিয়ে পোস্ট দিয়েছিলেন এবং জানিয়েছিলেন এই ১২-১১-১২ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কারণ ২০১২ সালের ১২ ডিসেম্বর জন্ম নেয় নবন্যা। সাধারণত পরিবার নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করেন না তিনি। ব্যক্তি জীবনকে লাইম লাইটের আড়ালেই রাখেন জিৎ। তবে মেয়ের এই পদক্ষেপ সকলের সঙ্গে ভাগ না করে থাকতে পারলেন না তিনি।

আরও পড়ুন

Advertisement

জিৎ জানিয়েছেন যে মেয়ের এই প্রতিভাকে সবার সামনে আনতে পেরে অভিনেতা ভীষণভাবে খুশি। এক নয়, এমন একাধিক গান লিখে ফেলেছে তাঁরা এই বয়সেই। বড়দিনের আগে আগেই জিৎ-কন্যা নবন্যা ও কৃষার গান প্রকাশ্যে এসে গিয়েছে। অপরদিকে নবন্যা ও কৃষার কথায়, আমাদের দুজনেরই মিউজিক, নাচের প্রতি ভালবাসা রয়েছে। ক্রিসমাস আসছে, সেটায় আমরা খুব অনুপ্রাণিত হয়েছিলাম, এবং এই উৎসবকে নিয়ে গান লেখা শুরু করেছিলাম। পপ গায়ক টেলর সুইফ্ট ও অলিভিয়া রড্রিগোর দ্বারা আমরা অনুপ্রাণিত। আমার পরিবারের সাপোর্টে এবার আমরা আমাদের প্রথম ট্র্যাক আনতে চলেছি। সব মিলিয়ে জিৎ-এর পরিবারও নবন্যার এই ছোট্ট পদক্ষেপ নিয়ে ভীষণভাবে আনন্দিত। প্রসঙ্গত, গত বছরই জিৎ দ্বিতীয়বার বাবা হয়েছেন পুত্রসন্তানের। সম্প্রতি ছেলের এক বছরের জন্মদিনে দেখা গিয়েছিল টলিউড তারকাদেরও।  

  

TAGS:
Advertisement