Jeet: প্রথম ইনস্টাগ্রাম পোস্ট, একই জায়গায় পরিবারকে নিয়ে ছবি তুললেন জিৎ

Jeet: কেরিয়ার আর পরিবার। এর বাইরে সুপারস্টার জিৎ-এর আর কোনও দুনিয়া নেই। ঝুলিতে দুটো বাংলা ছবির শ্যুটিং। একটি পথিকৃৎ বসুর বিপ্লবী অনন্ত সিং-এর বায়োপিক ও দ্বিতীয়টি হল বাংলাদেশের পরিচালক রায়ান রাফির লায়ন।

Advertisement
প্রথম ইনস্টাগ্রাম পোস্ট, একই জায়গায় পরিবারকে নিয়ে ছবি তুললেন জিৎলন্ডনে গিয়ে স্মৃতিতে ভাসলেন জিৎ
হাইলাইটস
  • স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে লন্ডন ব্রিজের ওপর দাঁড়িয়ে ছবি তুলেছেন জিৎ।

কেরিয়ার আর পরিবার। এর বাইরে সুপারস্টার জিৎ-এর আর কোনও দুনিয়া নেই। ঝুলিতে দুটো বাংলা ছবির শ্যুটিং। একটি পথিকৃৎ বসুর বিপ্লবী অনন্ত সিং-এর বায়োপিক ও দ্বিতীয়টি হল বাংলাদেশের পরিচালক রায়ান রাফির লায়ন। দুটো ছবির শ্যুটিং শুরু হওয়ার আগেই স্ত্রী মোহনা ও দুই সন্তানকে নিয়ে লন্ডন ঘুরতে গেলেন জিৎ। আর সেখানেই পুরনো স্মৃতিতে ডুব দিলেন নায়ক। 

স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে লন্ডন ব্রিজের ওপর দাঁড়িয়ে ছবি তুলেছেন জিৎ। আর বর্তমান ছবির পাশাপাশি ওই একই জায়গায় তোলা বহু পুরনো এক ছবিও পোস্ট করেন সুপারস্টার। যেটি তাঁর প্রথম ইনস্টাগ্রাম পোস্ট। সেই ছবিতে জিৎকে দেখা গিয়েছে ব্রিজের ওপর দাঁড়িয়ে সেলফি নিচ্ছেন। সেই সময় জিতের বিয়ে হয়নি। একাই গিয়েছিলেন লন্ডন ঘুরতে। আর এখন স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে লন্ডন ব্রিজে ছবি তুলছেন। ওই দুটো ছবি পোস্ট করে জিৎ লেখেন, দুটো স্মৃতি, জায়গা একটা। জীবন একই সুতোয় গেঁথে দেয় দুটো স্মৃতিকে। আজকের ছবিটা মনে করিয়ে দিচ্ছে আমার প্রথম ইনস্টাগ্রামের ছবিকে। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

জিতের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে জানা গিয়েছে যে ২০১২ সালে প্রথম ইনস্টাগ্রাম প্রোফাইল খোলেন সুপারস্টার। এরপর তা ভেরিফায়েড প্রোফাইল হয় ২০১৭ সালে। তাই এই জিতের এই ছবি ২০১২ সালে ইনস্টাগ্রাম প্রোফাইল খোলার পরই পোস্ট করা হয়েছে বলে মনে করা হচ্ছে। টলিউডে চুটিয়ে কাজ করার পর জিৎ বলিউডের নিজের ছাপ ছেড়েছেন। অভিনেতার প্রথম হিন্দি কাজ নীরজ পাণ্ডের জনপ্রিয় সিরিজ খাকি: দ্য বিহার চ্যাপ্টার-এর সিক্যুয়েলে হিট জিৎ। ‘খাকি ২: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ দাপুটে আইপিএস অফিসারের ভূমিকায় জিৎ-এর অভিনয় প্রশংসিত। 

এখন মুম্বইতেও যাতায়াত বেড়েছে জিৎ-এর। এরই মাঝে জিৎ-এর প্রযোজনা সংস্থা ‘গ্রাসরুট’ দিন সাতেক আগে একটি ভক্তিমূলক ইউটিউব চ্যানেল চালু করেছে, নাম ‘গ্রাসরুট জ্যোতি’। যেখানে ধর্মীয় বাণী, ভিডিও দেখা যাবে। এমনিতে অভিনেতার আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বিশাল। ঘনিষ্ঠ সূত্রে খবর, পথিকৃতের ছবির শ্যুটিং শুরু হতে পারে পুজোর পরে। বিপ্লবী অনন্ত সিং হয়ে উঠতে তাঁকে কিছু প্রশিক্ষণ নিতে হবে। যার মধ্যে অন্যতম লাঠিখেলা। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই তিনি নাকি প্রশিক্ষণ নিতে শুরু করে দিয়েছেন। কলকাতার পাশাপাশি শ্যুটিং হবে ঝাড়গ্রামেও।         

Advertisement


 

POST A COMMENT
Advertisement