টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর এখন দম ফেলার ফুরসৎ নেই। একের পর এক বাংলা ছবিতে কাজ করে চলেছেন নায়িকা। তারই মাঝে চুপিসারে প্রেমিক সুমিত অরোরার সঙ্গে আংটি বদল করে ফেলেছেন। এই বছরই বিয়ের পিঁড়িতে বসবেন ঋতাভরী-সুমিত। আর এরই মাঝে আরও এক সুখবর শেয়ার করলেন ঋতাভরী। তবে সেটা নিজের বিষয় নয়, টলিউড সুপারস্টার জিতকে নিয়ে।
ঋতাভরী সোমবার তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে সুমিত অরোরা তো রয়েছেই, তবে সকলের নজর কেড়েছেন জিৎ। ঋতাভরী জিৎ-এর সঙ্গে ছবি পোস্ট করে জানিয়েছেন যে জিৎ এখন তাঁর পড়শি। এর অর্থ হল, মুম্বইতেও জিৎ ফ্ল্যাট কিনেছেন আর সেটা ঋতাভরীর ফ্ল্যাটের পাশেই। ঋতাভরী লিখেছেন, মুম্বইয়ের দ্বিতীয় বাড়ি থেকে কিছু পোস্ট কার্ড। আমার খুব কাছের বন্ধু এবং পছন্দের মানুষ জিৎ দা আমার পড়শি এখন।
প্রসঙ্গত, খাকি ২: দ্য বেঙ্গল চ্যাপ্টার ছবির মাধ্যমে জিৎ বলিউডে পা রেখেছেন। শোনা যাচ্ছে, হিন্দি কয়েকটি প্রজেক্ট নিয়েও কথাবার্তা হচ্ছে অভিনেতার সঙ্গে। তাই প্রতিনিয়ত তাঁকে মুম্বই যাতায়াত করতে হবে। আর হয়তো সেই কারণেই জিৎ মুম্বইতে ফ্ল্যাট কিনেছেন, তাও আবার ঋতাভরীর ফ্ল্যাটের পাশেই। জিৎ-এর পাশাপাশি ঋতাভরী নিজের ফ্ল্যাটের ছবিও শেয়ার করেন। দেখান কীভাবে সাজিয়েছেন তিনি তাঁর সেই বাড়িকে। প্রসঙ্গত, কলকাতা ও মুম্বই ছাড়াও আরও একটি শহরেও রয়েছে অভিনেত্রীর ফ্ল্যাট। আর যে কারণে ঋতাভরী তাঁর পোস্টে লিখেছেন যে তিনটি শহরে থাকা মোটেও সোজা কাজ নয় তাঁর জন্য।
খুব অল্প সময়ের মধ্যে ঋতাভরী বাংলা সিনেমায় নিজের পা জমিয়ে ফেলেছেন। ব্রহ্মা জানেন গোপন কর্মটি, ফাটাফাটি, বহুরূপী ছবিতে ঋতাভরীর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। বড়পর্দার পাশাপাশি ওটিটিতেও তিনি কাজ করেছেন। এসভিএফের প্রজেক্টেও এবার তাঁকে দেখা যাবে। এরই মাঝে চলতি বছরেই সুমিত অরোরার সঙ্গে ডেস্টিনেশন বিয়ে সারবেন ঋতাভরী। তারও প্রস্তুতি চলছে তুঙ্গে।