Sreemoyee Chattoraj: 'দেখতে অড লাগে', কৃষভিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, পাল্টা জবাব মা শ্রীময়ীর

Sreemoyee Chattoraj: সোশ্যাল মিডিয়ায় টলিপাড়ার তারকাদের কটাক্ষ করা বা ট্রোল করা এখন যেন আরও সহজ হয়ে গিয়েছে। কোনও তারকার ছবি বা ভিডিও পছন্দ না হলেই, সেখানে একের পর এক খারাপ মন্তব্য করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। সেই তালিকার প্রথম দিকেই রয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ।

Advertisement
'দেখতে অড লাগে', কৃষভিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, পাল্টা জবাব মা শ্রীময়ীর কাঞ্চন-শ্রীময়ীর মেয়েকে খারাপ মন্তব্য
হাইলাইটস
  • সোশ্যাল মিডিয়ায় টলিপাড়ার তারকাদের কটাক্ষ করা বা ট্রোল করা এখন যেন আরও সহজ হয়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় টলিপাড়ার তারকাদের কটাক্ষ করা বা ট্রোল করা এখন যেন আরও সহজ হয়ে গিয়েছে। কোনও তারকার ছবি বা ভিডিও পছন্দ না হলেই, সেখানে একের পর এক খারাপ মন্তব্য করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। সেই তালিকার প্রথম দিকেই রয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। এতদিন শ্রীময়ী ও কাঞ্চনের সম্পর্ক, বিবাহিত জীবন নিয়ে একাধিকবার ট্রোলড হয়েছেন তাঁরা। মাঝে মাঝে সেই ট্রোল-কটাক্ষের জবাব দিলেও অধিকাংশ সময়েই সেগুলো এড়িয়ে যান তাঁরা। তবে এবার আর চুপ করে থাকতে পারলেন না শ্রীময়ী। মেয়ে কৃষভিকে নিয়ে কটাক্ষ করতেই ফুঁসে উঠলেন মা শ্রীময়ী। ট্রোলারকে দিলেন মোক্ষম জবাবও। 

সম্প্রতি শ্রীময়ী একটি রিল ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে শ্রীময়ী মেকআপ করছেন আর মায়ের কোলে বসে আছে একরত্তি কৃষভি। কাঞ্চন-পত্নীর মুখে ব্রাশ চালাচ্ছেন মেকআপ আর্টিস্ট আর সেটা একেবারেই পছন্দ নয় ছোট্ট কৃষভির। তাই সদা হাসিমুখ আর দেখা যাচ্ছে না। এই ভিডিও পোস্ট করতেই কৃষভিকে আদরে যেমন ভরিয়েছেন নেটিজেনরা তেমনি একরত্তির দিকে খারাপ মন্তব্য ধেয়ে এসেছে। আর যে কজন মন্তব্য করেছেন, তাঁরা সকলেই মহিলা। 

এক মহিলা লেখেন, আমার জীবনে দেখা প্রথম বাচ্চা, যাকে দেখলে আদর করতে ইচ্ছে করে না...বিরক্ত লাগে। এই মহিলার এমন মন্তব্য একেবারেই ভালভাবে নেননি নেটিজেনরা। শ্রীময়ীর সন্তানকে এই ধরনের মন্তব্য করায় ওই মহিলাকে কমেন্টেই ধুয়ে দিয়েছেন অন্যেরা। আর এক মহিলা লেখেন, বাচ্চা আদুরে জিনিস। কিন্তু কেন জানিনা এই বাচ্চাকে দেখতে অড লাগে। ওর বাবার কপি। ওর বাবার কর্মের কথা মনে পড়ে। আরেকটা বাচ্চার সাথে হওয়া অন্যায়ের কথা মনে পড়ে। এই পোস্টের নীচে মোক্ষম জবাব দিয়েছেন শ্রীময়ী। তিনি লেখেন, কারণ আপনার মানসিকতাটাই অড। আপনি নিজেকে আয়নার সামনে দেখেছেন একবার, আয়নাও আঁতকে উঠবে এতটাই অড। অনেকেই শ্রীময়কে সমর্থন করেছেন। 

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

২০২১ সাল থেকেই কাঞ্চন মল্লিক ও তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অশান্তির খবর সামনে আসে। সেই সময় থেকেই শ্রীময়ীর নাম নানা অভিযোগে জড়িয়ে পড়ে, যদিও দু’জনেই প্রকাশ্যে সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। নানা আইনি টানাপড়েন শেষে ২০২৫ সালের জানুয়ারিতে কাঞ্চন-পিঙ্কির ডিভোর্স চূড়ান্ত হয়। তাঁদের ছেলে ওশ, বয়স এখন ১১—তার খোরপোশ বাবদ ৫৬ লক্ষ টাকা দেন কাঞ্চন। তবে বাবা-ছেলের যোগাযোগ এখন প্রায় নেই বললেই চলে।

ডিভোর্সের ঠিক পর পরই কাঞ্চন শ্রীময়ীর আইনি বিয়ে ও তারপর সামাজিক বিয়ে সম্পন্ন হয়। গত বছরের দোলের সময়ই শ্রীময়ী জানতে পারেন তিনি প্রেগন্যান্ট। এরপর নভেম্বরে কৃষভির জন্ম হয়। মেয়েকে একেবারে বাবা কাঞ্চনের মতোই দেখতে। তাই কৃষভির ছবি দিলে অনেকেই জানান যে ঠিক যেন কাঞ্চন বসে রয়েছে।  

POST A COMMENT
Advertisement