গত একমাস ধরে আরজি কর-কাণ্ডের প্রভাব পড়েছে বাংলা সিরিয়ালেও। দর্শকেরা সিরিয়াল না দেখে সকলেই খবরের চ্যানেলগুলোতে মন দিয়েছিলেন। এই ঘটনার আপডেট কী হল তা জানতে সবসময়ই আগ্রহী ছিলেন দর্শকেরা। আর তার মারাত্মক প্রভাব পড়েছে বাংলা সিরিয়ালের টিআরপিতে। অনেক সিরিয়ালের নম্বর কমেছে এই সপ্তাহে। দেখে নিন কোন সিরিয়াল এগিয়ে গেল আর কোনটাই বা পিছিয়ে পড়ল।
চলতি সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে 'কথা' সিরিয়াল। গত সপ্তাহে এই সিরিয়ালটি ছিল দ্বিতীয় নম্বরে। ৭.৩ নম্বর পেয়ে তালিকায় ১ নম্বরে উঠে এসেছে 'কথা' সিরিয়ালটি। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলা ও স্টার জলসার তিনটি ধারাবাহিক। 'ফুলকি','গীতা এলএলবি' ও 'উড়ান'-এর একসঙ্গে প্রাপ্ত নম্বর ৭.১। আর তিনেও দুটো মেগা-- 'নিম ফুলের মধু' ও 'রোশনাই'। অর্থাৎ টপ তিনে ৬টি মেগা।
দর্শকদের কাছে জনপ্রিয় হলেও চলতি সপ্তাহে 'নিম ফুলের মধু'-র নম্বর অনেকটাই কম। মাত্র ৬.৪। পর্নার স্মৃতি হারানোর পর থেকে যেভাবে গল্প টেনে নিয়ে যাওয়া হচ্ছে তাতে দর্শকেরা অখুশি। তবে নম্বর বেড়েছে 'রোশনাই' সিরিয়ালের। এই প্রথম এই সিরিয়ালটি সেরা তিনে জায়গা করে নিয়েছে। এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৪। চতুর্থ স্থানেও যৌথভাবে দেখা যাচ্ছে তিনটে সিরিয়ালকে। ৬.১ নম্বর নিয়ে চতুর্থ স্থান দখল করেছে 'কোন গোপনে মন ভেসেছে', 'শুভ বিবাহ' ও 'জগদ্ধাত্রী'। পঞ্চমে রয়েছে জলসার 'বঁধুয়া'। ৫.৬ নম্বরে নিজেদের স্লট ধরে রাখল এই ধারাবাহিক।
ষষ্ঠ স্থানে ৫.৫ নম্বর পেয়ে রয়েছে জি বাংলার 'মিঠিঝোরা'। অবশেষে মান বাড়িয়ে দর্শকের পছন্দের তালিকায় উঠে এসেছে এই ধারাবাহিক। এবার তার ছবি ধরা পড়ল টিআরপি তালিকায়। সপ্তমে ৫.৪ নম্বরে রয়েছে 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'। একটু একটু করে দর্শকের পছন্দের তালিকায় উঠে আসছে ডায়মন্ড ও হৃদানের কেমেস্ট্রি। অষ্টমে যৌথভাবে রয়েছে 'অনুরাগের ছোঁয়া', ও 'হরগৌরী পাইস হোটেল'। তাদের প্রাপ্ত নম্বর ৫.০। নবমে ৪.৫ নম্বর পেয়ে রয়েছে 'কে প্রথম কাছে এসেছি'। দশমেও রয়েছে দুই চ্যানেলের তিন ধারাবাহিক। ৩.৬ নম্বরে এই স্থানে রয়েছে 'তেঁতুলপাতা','পুবের ময়না' ও 'মালাবদল'।
এদিকে আরজি করের ঘটনার পর বেশ কিছু ধারাবাহিকে নারী নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে সিরিয়ালেও তুলে ধরা হয়েছে। যার মধ্যে রয়েছে কে প্রথম কাছে এসেছি। যা এই সপ্তাহে ৯ নম্বরে রয়েছে। তবে খারাপ টিআরপির কারণে সিরিয়ালটি শীঘ্রই বন্ধ হতে চলেছে।
টিআরপি-র সেরা দশের তালিকা
প্রথম: কথা (৭.৩)
দ্বিতীয়: ফুলকি/ গীতা/উড়ান (৭.১)
তৃতীয়: নিম ফুলের মধু/ রোশনাই (৬.৪)
চতুর্থ: কোন গোপনে মন ভেসেছে/ শুভ বিবাহ/ জগদ্ধাত্রী (৬.১)
পঞ্চম: বঁধূয়া (৫.৬)
ষষ্ঠ: মিঠিঝোরা (৫.৫)
সপ্তম: ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.৪)
অষ্টম: অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (৫.০)
নবম: কে প্রথম কাছে এসেছি (৪.৫)
দশম: তেঁতুলপাতা/ পুবের ময়না/ মালাবদল (৩.৬)