Nataliya KozhenovaRussia-Ukraine War: রাশিয়া (Russia) ও ইউক্রেনের (Ukriane) যুদ্ধে ত্রাহি ত্রাহি পরিস্থিতি। দুই দেশের মধ্যে লাগাতার বোমাবাজি, বিস্ফোরণ, লড়াই চলছে। আতঙ্কে গোটা বিশ্ব। ইউক্রেনের একাধিক বিল্ডিঙয়ে বিস্ফোরণ, হামলায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষেরও। হাজার হাজার ইউক্রেনবাসী নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। অন্যান্য দেশে থাকা ইউক্রেনের বাসিন্দাদের নিজেদের পরিবার-বন্ধুদের নিয়ে চিন্তার মেঘ। বলিউডে (Bollywood) ইউক্রেনীয় অভিনেত্রী নাটালিয়া কোজেনোভাও (Nataliya Kozhenova) তাঁর পরিবারকে দুশ্চিন্তায় রয়েছেন।
পরিবারকে নিয়ে চিন্তায় Nataliya
টাইমস অফ ইন্ডিয়াকে ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে নিয়ে এই অভিনেত্রী উদ্বেগ প্রকাশ করেছেন নাটালিয়া। তিনি বলেন- 'আমার পুরো পরিবার, মা, সৎ বাবা, দুই ভাই, দুই ভাগ্নে ইউক্রেনের রিভনে শহরে থাকে। দেশের অবস্থা গুরুতর। অত্যন্ত আক্রমণাত্মকভাবে এবং নানাভাবে রাশিয়া আমাদের আক্রমণ করেছে। আমি আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম। রাশিয়ান সৈন্যরা শহরের দিকে এগিয়ে আসছে। তাদের বাড়ি খালি করে বাঙ্কারে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমার পরিবার মৃত্যুর ভয়ে ঘরে বন্দি হয়ে রয়েছে। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে এবং আমি ভয় পাচ্ছি তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারব কিনা।
পরিবারের কিছু হলে আমি অনাথ হয়ে যাব: নাটালিয়া
নাটালিয়া আরও বলেছেন, তিনি চান তাঁর পরিবার ভারতে চলে আসুক। তবে এর জন্য কোনও বিকল্প নেই। 'আমার পরিবারের কিছু হলে আমি অনাথ হয়ে যাব। তাঁরা ছাড়া আমার আর কেউ নেই। আশা করি ভারত ইউক্রেনকে সমর্থন করবে।'
বলিউডে এই ছবিতে কাজ করেছেন নাটালিয়া
ইউক্রেনীয় অভিনেত্রী নাটালিয়া বলিউডে কেরিয়ার গড়তে কয়েক বছর আগে ভারতে এসেছিলেন। 'অতিথি তুম কাব যাওগে', 'অঞ্জুনা বিচ', 'সুপার মডেল', 'তেরে জিসম সে জান তক', 'বোলে ইন্ডিয়া জয় ভীম', 'লাভ বনাম গ্যাংস্টার', ওয়েব সিরিজ গান্দি বাত-এ হাজির হয়েছেন। তিনি গান্দি বাত-এর সিজন ৪-এ একটি এপিসোডে ছিলেন। ক্রিস্টির ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
ভারতে থাকার কারণে অভিনেত্রী নিরাপদে থাকলেও তাঁর পরিবার আতঙ্কের মুখে রয়েছে।