Urfi Javed Mother-Sister Video: Urfi-কে তো দেখেছেন, মা-বোন ওঁকেও ছাপিয়ে যায়! Video

Urfi Javed Mother-Sister Viral Video: উরফি জাভেদের সুপার স্টাইলিশ কিন্তু অস্বাভাবিক ফ্যাশন সেন্স সম্পর্কে সকলেই অবগত। অভিনেত্রী তাঁর সাহসী লুকে প্রতিদিন ধরা দেন। প্রতিদিনই খবরে থাকেন তিনি। প্যাপরা  উরফির পিছু পিছু ঘোরে। তাঁর অদ্ভুত ফ্যাশন সেন্স নিয়ে চর্চা এখনও বিদ্যমান।

Advertisement
Urfi-কে তো দেখেছেন, মা-বোন ওঁকেও ছাপিয়ে যায়! Videoউরফি জাভেদ
হাইলাইটস
  • উরফি জাভেদের সুপার স্টাইলিশ কিন্তু অস্বাভাবিক ফ্যাশন সেন্স সম্পর্কে সকলেই অবগত
  • অভিনেত্রী তাঁর সাহসী লুকে প্রতিদিন ধরা দেন
  • প্রতিদিনই খবরে থাকেন তিনি

Urfi Javed Mother-Sister Viral Video: উরফি জাভেদের (Urfi Javed) সুপার স্টাইলিশ কিন্তু অস্বাভাবিক ফ্যাশন সেন্স সম্পর্কে সকলেই অবগত। অভিনেত্রী তাঁর সাহসী লুকে প্রতিদিন ধরা দেন। প্রতিদিনই খবরে থাকেন তিনি। প্যাপরা  উরফির পিছু পিছু ঘোরে। তাঁর অদ্ভুত ফ্যাশন সেন্স নিয়ে চর্চা এখনও বিদ্যমান। কিন্তু এটা কি জানেন উরফির মতো তাঁর বোন এবং মাও খুবই স্টাইলিশ, গ্ল্যামারাস।

উরফির বোনও ততোধিক সুন্দরী

ভাইরাল ভিডিওতে উরফি জাভেদকে তাঁর বোন এবং মায়ের সঙ্গে পাপারাজ্জিদের পোজ দিতে দেখা গেছে। এই প্রথম ক্যামেরার সামনে এলেন উরফির মা ও বোন। উরফির মতো নজর কেড়েছেন তাঁর মা এবং বোনও। তাঁরাও বেশ অত্যাশ্চর্য এবং গ্ল্যামারাস। ভিডিওতে উরফির বোনকে সি গ্রিন রঙের একটি কাটআউট পোশাকে দেখা যাচ্ছে। খোলা চুল এবং হালকা মেকআপে উরফির বোনকেও তাঁর মতোই স্টাইলিশ দেখাচ্ছে।

উরফির মা ও বোনের সঙ্গে অভিনেত্রীর ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যে ভাইরাল। যদি এখনও সেই ভিডিও না দেখে থাকেন তবে এখনই দেখুন-

উরফির মায়ের স্টাইলিশ অবতারে ভক্তদের প্রতিক্রিয়া 

কিন্তু ভক্তদের চোখ সরছে না উরফির মায়ের ওপর থেকে। উরফির মাও সমান সুন্দরী। অভিনেত্রীর মাকেও গ্ল্যামারাস লুকে দেখা যাচ্ছে। ভিডিওতে উরফির মাকে ঢিলেঢালা পালাজ্জো স্টাইলের ডেনিমের সঙ্গে একটি হালকা বেগুনি রঙের শার্ট-এ দেখা যাচ্ছে। কানে হুপস আর গ্লোয়িং মেকআপে মাও প্রশংসা কুড়িয়ে নিলেন অভিনেত্রীর সমান।

সম্প্রতি উরফি আরও একটি ভিডিও শেয়ার করেন-

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urrfii (@urf7i)

POST A COMMENT
Advertisement