টলিপাড়ায় ফিটনেস ফ্রিক বলেই পরিচিত জুন আন্টি তথা ঊষসী চক্রবর্তী। নিজের ফিটনেসের সঙ্গে কোনও কিছুই আপোস করেন না তিনি। ঊষসীকে শেষবার ছোটপর্দা দেখা গিয়েছিল 'রোশনাই' ধারাবাহিকে। অভিনেত্রীকে নিয়ে মাঝে মধ্যেই আলোচনা হয়। তবে বেশ কয়েকদিন ধরেই তাঁকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। পুজোর আগেই কলকাতা ছেড়েছেন তিনি। এখন ফেরেননি। কোথায় রয়েছেন পর্দার জুন আন্টি?
ঊষসী এখন যেখানে রয়েছেন সেখানে তাঁকে খালি পায়ে থাকতে হয়। কিন্তু অভিনেত্রী খালি পায়ে একদম থাকতে পারেন না, তাই তিনি মোজা পরে সেখানে ঘুরছেন। সম্প্রতি এক ভিডিও করে ঊষসী জানিয়েছেন যে তিনি এখন কোথায় রয়েছেন। একমাস তিনি এই নির্জন জায়গাতেই কাটাবেন। আসলে তিনি দক্ষিণ ভারতের পুরনো একটা ক্লাসিকাল যোগা সেন্টারে রয়েছেন। এটি মহীশূরের একটি যোগা সেন্টার। এখানে নিয়ম প্রচুর। আর সবটাই ঊষসী পালন করছেন নিষ্ঠাভরে।
মোবাইল ফোন থেকে দূরে। সপ্তাহান্ত ছাড়া ফোন হাতে পান না তিনি। টিভিও নেই, তাই রাজ্য-রাজনীতিতে কী ঘটছে, তা টেরও পাননি। একেবারে নিরামিষ খাবার খেতে হচ্ছে অভিনেত্রীকে। এখানে তাঁকে সবটাই নিয়মের মধ্যে থেকে করতে হচ্ছে। নিজের কাজ নিজেকেই করতে হয়। ৯টার মধ্যে ঘুম আর ভোর ৫টা ওঠা। এরপর যোগাভ্যাস শুরু হয়। পুরো পুজোটাই তিনি এখানেই কাটিয়েছেন। আর কালীপুজোতেও ফেরার ইচ্ছে নেই। ঊষসীর শেয়ার করা ভিডিওতে জানা গিয়েছে যে নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও কথা বলা যাবে না। একেবারে শান্তির আবহ রয়েছে এখানে। আসলে এখানে ঊষসী শরীরচর্চার জন্যই এসেছেন।
শীত-গ্রীষ্ম-বর্ষা— যোগাভ্যাসে ফাঁকি নেই তাঁর। টলিপাড়ার অনেকেই ঊষসীর কাছে যোগ ব্যায়াম শিখতে আসেন। এ বিষয়ে নিজেকে আরও চৌকস করতে ঊষসী পৌঁছে গিয়েছেন মহীশূরের এক যোগাভ্যাস কেন্দ্রে। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত যোগাভ্যাস-সহ নানা কাজ করতে করতেই কেটে যায় তাঁর। কেন্দ্রে বিদেশ থেকে আগত বহু শিক্ষার্থী রয়েছেন। এর আগেই ঊষসী জানিয়েছিলেন যে তিনি ভাইফোঁটা-জগদ্ধাত্রী পুজোর পর কলকাতায় ফিরবেন। ততদিন একটু নির্জনে নিরিবিলিতে যোগা শিখতে চান অভিনেত্রী। চলতি মাসের শেষে নিজের শহরে ফিরছেন তিনি।