Agenda Aajtak 2024: ১০ টাকার এই জিনিসেই ভাল থাকবে ফুসফুস-হার্ট, বরুণকে টিপস চিকিৎসকদের

Agenda Aajtak 2024: দিল্লিতে আয়োজিত অ্যাজেন্ডা আজতক ২০২৪-এর দ্বিতীয় দিনে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। আর সেখানেই তাঁর ছবি বেবি জান নিয়ে কথা বলার পাশাপাশি অভিনেতা তাঁর মা করুণা ধাওয়ানের স্বাস্থ্য নিয়ে চিকিৎসক ডাঃ নরেশ চৌহান ও ডাঃ শিবকুমারকে প্রশ্ন করেন।

Advertisement
১০ টাকার এই জিনিসেই ভাল থাকবে ফুসফুস-হার্ট, বরুণকে টিপস চিকিৎসকদেরঅ্যাজেন্ডা আজতক ২০২৪
হাইলাইটস
  • দিল্লিতে আয়োজিত অ্যাজেন্ডা আজতক ২০২৪-এর দ্বিতীয় দিনে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।

দিল্লিতে আয়োজিত অ্যাজেন্ডা আজতক ২০২৪-এর দ্বিতীয় দিনে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। আর সেখানেই তাঁর ছবি বেবি জান নিয়ে কথা বলার পাশাপাশি অভিনেতা তাঁর মা করুণা ধাওয়ানের স্বাস্থ্য নিয়ে চিকিৎসক ডাঃ নরেশ চৌহান ও ডাঃ শিবকুমারকে প্রশ্ন করেন। আর দুই চিকিৎসকই ১০ টাকার জিনিস দিয়ে কীভাবে বয়স্কদের স্বাস্থ্যের খেয়াল রাখা যায়, সেটাই জানালেন। 

এই ইভেন্টে বরুণ ধাওয়ান ধর্মেন্দ্রে হয়ে এসে ডান্স করেন এবং আরজে লাকি তাঁকে বেলুন ফোলানোর চ্যালেঞ্জ দেন। বরুণ অবলীলায় বেলুন ফুলিয়ে সকলকে তাক লাগিয়ে দেন। দর্শকদের মধ্যে ওই দুই চিকিৎসকও উপস্থিত ছিলেন। সেখানেই আরজে লাকি নরেশ চৌহানকে বরুণের ফুসফুস কীভাবে ভাল থাকবে সেই সংক্রান্ত প্রশ্ন করেন। আর সুযোগ বুঝে বরুণ নিজে গিয়ে তাঁর অভিভাবকদের স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন করে বসেন চিকিৎসকদের। 

বরুণ দুই চিকিৎসককেই জিজ্ঞাসা করেন যে ফুসফুস ও হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রয়েছে তা কী করে চেক করা যায়? বরুণ এও বলেন যে এটা তিনি তাঁর অভিভাবকদের জন্য জিজ্ঞাসা করছেন। অভিনেতা জিজ্ঞাসা করেন যে তাঁরা যদি ৫০ বছরের ঊর্ধ্বে হন, তাহলে কীভাবে নিজের খেয়াল রাখবেন। এই পরিপ্রেক্ষিতে, ডাঃ নরেশ চৌহান জানান যে বেলুন ফোলানো খুব ভাল অভ্যাস। ডাঃ শিব কুমার সরীনও বলেন, আমি বলব যে আপনি ১০ টাকার বেলুন কিনে সেটা আপনার বাড়ির দিদা-ঠাকুমাকে বলুন রোজ তা ফুলিয়ে বাড়ির শিশুদের দিতে। তিনি আরও বলেন, রোজ সকালে ও সন্ধ্যায় যদি দিদা-ঠাকুমাদের দিয়ে এই কাজ করানো হয় তাহলে তাঁদের ফুসফুস ও হৃদযন্ত্র ভাল থাকবে। এটা রোজ করলে ২০০ মিটার চলতে পারবে বেশি। ডাঃ শিবকুমার এও বলেন, বয়স্কদের হাঁটুতে ব্যথা হয়ে থাকে। আর এই অভ্যাস তাঁদের জন্য খুবই ভাল। তিনি এও জানান যে রোজ নতুন বেলুন, ছোট নয়, ১০ টাকার বেলুনগুলো ফুলিয়ে শিশুদের দিন। এটা হৃদযন্ত্র ও ফুসফুসের স্বাস্থ্যের জন্য ভাল। 

Advertisement

আসলে বরুণের মা ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত। তাই মায়ের স্বাস্থ্যের কথা ভেবেই এই প্রশ্ন করেন বরুণ চিকিৎসকদের। শীতের সময় তাঁর মায়ের এই কষ্ট বেড়ে যায় এবং অভিনেতা তাঁর মাকে নিয়ে চিন্তায় থাকেন। এই প্রসঙ্গে ডাঃ নরেশ বলেন যে বরুণের মা দিল্লিতে থাকেন না এটাই ভাল খবর, এখানে পরিস্থিতি আরও খারাপ। তিনি বরুণের মাকে সপ্তাহে পাঁচবার প্রাণায়াম করার পরামর্শ দেন। এতে স্বাস্থ্য ভাল থাকবে। প্রসঙ্গত, বরুণ ধাওয়ানকে বেবি জান ছবিতে দেখা যাবে। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিতে বরুণের সঙ্গে সুরেশ কীর্তিকে দেখা যাবে। ২৫ ডিসেম্বর এই ছবিটি মুক্তি পাবে। 

   

POST A COMMENT
Advertisement