Manoj Mitra Health Update: সঙ্কটজনক মনোজ মিত্র, এখন কেমন আছেন অভিনেতা?

Manoj Mitra Demise: হাসপাতালে সংজ্ঞাহীন মনোজ মিত্র। মাঝে মাঝে জ্ঞান ফিরছে তাঁর।

Advertisement
সঙ্কটজনক মনোজ মিত্র, এখন কেমন আছেন অভিনেতা?মনোজ মিত্র
হাইলাইটস
  • হাসপাতালে সংজ্ঞাহীন মনোজ মিত্র।

হাসপাতালে সংজ্ঞাহীন মনোজ মিত্র। মাঝে মাঝে জ্ঞান ফিরছে তাঁর। তখন পরিবারের সদস্যদের চিনতে পারছেন ৮৫ বছরের অভিনেতা। চিকিৎসকেরা এখনও কোনও আশা দিতে পারছেন না।

সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকেরাও কোনও আশা দেখাতে পারছেন না। পারিবারিক সূত্রের খবর, হৃদরোগের সমস্যার পাশাপাশি ব্লাড প্রেসারও অনিয়ন্ত্রিত রয়েছে। রক্তে ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছে অনেকটাই। পটাশিয়াম-সোডিয়ামও ওঠানামা করছে। সব মিলিয়ে অবস্থা সঙ্কটজনক। হাসপাতাল থেকে পাওয়া অভিনেতার হেলথ বুলেটিন অনুযায়ী, মনোজ মিত্র হাসপাতালে এইচডিইউতে ভর্তি রয়েছেন। এখন ওঁনার অবস্থা সঙ্কটজনক। উনি বেশ কিছুদিন ধরেই হার্টের অসুখে ভুগছিলেন। তার সঙ্গে হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিস, মেলাইটাস, ক্রনিক কিডনি ডিজিজ সহ বেশ কিছু সমস্যা রয়েছে। 

হেলথ বুলেটিনে আরও বলা হয়েছে, বাইপাস সার্জারি, পেসমেকার ইতিমধ্যেই অনেক আগে হয়ে গিয়েছে। অল্প সময়ের মধ্যেই উনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে কার্ডিওজেনিক শকে আছেন। নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরে এই নিয়ে তিন বার অভিনেতা, নাট্যকার, নাট্যনির্দেশককে হাসপাতালে ভর্তি করানো হল। প্রথম বার ভর্তি করানো হয় জুলাই মাসে। সেই সময় তাঁর পেসমেকার বসানো হয়। এর পর গত শুক্রবার ফের বুকে ব্যথা, শ্বাসকষ্ট শুরু। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় বিধাননগরের হার্ট রিসার্চ সেন্টারে। মনোজ মিত্রের অসুস্থতার খবরে মনখারাপ সিনে দুনিয়া এবং নাট্যজগতের। প্রত্যেকের একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন তিনি।

 

POST A COMMENT
Advertisement