ধর্মেন্দ্র-শর্মিলা ঠাকুরপ্রয়াত ধর্মেন্দ্র। সোমবার আচমকাই বলিউডের হি-ম্যানের মৃত্যুর খবর আসে। যদিও কিছুদিন আগেই তাঁর ভুয়ো মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অভিনেতা। এদিন মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলের প্রিয় ধরমজি। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৯ বছর। ধর্মেন্দ্রের প্রয়াণে শোকাহত চুপকে চুপকে ছবির নায়িকা শর্মিলা ঠাকুর। তিনি জানিয়েছেন, ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর একাধিক স্মৃতি রয়েছে। শুধু তাই নয়, ধর্মেন্দ্র ছিলেন এমন এক ব্যক্তিত্ব, যাঁর গুণগান সবার মুখে মুখে ছিল।
ধর্মেন্দ্রর সঙ্গে শর্মিলা ঠাকুরের দীর্ঘদিনের সম্পর্ক, একে-অপরের প্রতি সম্মান, যা আজও চিরমলিন। শর্মিলা ঠাকুর ইন্ডিয়া টুডে-এর সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, আমরা জানতাম যে ধরমজির সঙ্গে থাকলে আমরা সুরক্ষিত। শর্মিলা ঠাকুর জানিয়েছেন, খুব কম কথা বললেও তিনি ছিলেন সকলের প্রিয় মানুষ। ভিড়ের মধ্যে থেকে কীভাবে ধর্মেন্দ্র শর্মিলা ঠাকুরকে বাঁচিয়ে বের করেছিলেন, সেই ঘটনা বলতে গিয়ে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, সেই সময় আমার কাছে আজকের মতো সুরক্ষা বলয় ছিল না। কিন্তু ধর্মেন্দ্রজি যে কোনও জায়গা থেকে বের করে আনতেন আমাকে। আমি খুবই শোকাহত তাঁর এভাবে চলে যাওয়ায়।
অনুপমা ছবির শ্যুটিংয়ের সময় শর্মিলার সঙ্গে প্রথম পরিচয় হয় ধর্মেন্দ্রর। আর প্রথম দিনের ধর্মেন্দ্রর ভাবমূর্তি এখনও মনে আছে শর্মিলার। তিনি বলেন, সাধারণ মানুষের মতো ধরমজিও সকলের খুব যত্ন নিতেন। তিনি কখনই তারকা সুলভ ব্যবহার করেননি। ওই হাসি, দারুণ কথা বলতেন...মন থেকে বলতেন ধর্মেন্দ্র। শর্মিলা ঠাকুর বলেন যে ধরমজি নিজের ব্যক্তিগত জীবনেও ঠিক এমনটাই উদার ছিলেন। তিনি বলেন, ধরমজি তাঁর পরিবার ও বন্ধুদের খুবই খেয়াল রাখতেন। তিনি খুবই উদার প্রকৃতির ছিলেন। ধরমজির মতো এরকম মানুষ পাওয়া মুশকিল, যিনি বহু লোকের সাহায্য করেছেন। এখন তো মানুষ শুধু নিজের স্বার্থ নিয়েই ভাবেন।
শর্মিলা ঠাকুর জানিয়েছেন যে ধর্মেন্দ্রর সঙ্গে দেখা না হলেও, তাঁরা ফোনে যোগাযোগ রাখতেন। তাঁর অসুস্থতার খবর অনেক মানুষকেই বিচলিত করে দিয়েছিল। তবুও আশা ছিল যে ৮৯ বছরের অভিনেতা সুস্থ হয়ে উঠবেন। বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ধরমজির অবস্থা গুরুতর ছিল, কিন্তু আশা রেখেছিলাম যে তিনি সুস্থ হয়ে উঠবেন। আমি চেয়েছিলাম ধরমজি তাঁর ৯০তম জন্মদিন পালন করুন। গত মাসে ধরমজি ৯১ বছরের হতেন আর আমি ৮১ বছরে পা দিতাম। ধরমজি অন্য অভিনেতাদের মতো ছিলেন না। আমরা একসঙ্গে ভাল ভাল ছবি করেছি। প্রসঙ্গত, ধর্মেন্দ্রের সঙ্গে চুপকে চুপকে, অনুপমা, দেবর, মেরে হামদম মেরে দোস্ত, সানি সহ একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।