Rakhi Gulzar: শ্যুটিংয়ের ফাঁকে ভিক্টোরিয়াতে ফুচকা মুখে রাখি গুলজার, কটা খেলেন?

Rakhi Gulzar: ৪ বছরের বিরতি কাটিয়ে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি আমার বস-এ ফিরছেন রাখি গুলজার। ইতিমধ্যেই শহরে এসে গিয়েছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। আর শ্যুটিংও শুরু হয়ে গেছে এই ছবির।

Advertisement
শ্যুটিংয়ের ফাঁকে ভিক্টোরিয়াতে ফুচকা মুখে রাখি গুলজার, কটা খেলেন?রাখি গুলজার
হাইলাইটস
  • ৪ বছরের বিরতি কাটিয়ে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি আমার বস-এ ফিরছেন রাখি গুলজার

৪ বছরের বিরতি কাটিয়ে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি আমার বস-এ ফিরছেন রাখি গুলজার। ইতিমধ্যেই শহরে এসে গিয়েছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। আর শ্যুটিংও শুরু হয়ে গেছে এই ছবির। এই শহরে যখন রয়েছেন আর কলকাতার ফুচকা খাবেন না তা তো হতেই পারে না। শ্যুটিং থেকে ফাঁক পেতেই ফুচকা খেলেন রাখি গুলজার। সঙ্গে অবশ্যই ছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 

বুধবার আমার বস ছবির শ্যুটিং চলছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। রাখির সঙ্গে শ্যুটিংয়ে হাজির ছিলেন সৌরসেনী, শ্রুতি, ঐশ্বর্য সহ অনেকে। আর শ্যুটিংয়ের ফাঁকেই ছবির পরিচালক শিবপ্রসাদ সকলকে ফুচকা খাওয়ালেন। আর বহুবছর পর শহরের ফুচকা খেয়ে দারুণ খুশি রাখিও। ফুচকা খাওয়ার পাশাপাশি চলল আড্ডা, পরিচালকের সঙ্গে মজাও। জানা গিয়েছে, এই বয়সেও রাখী প্রচুর ফুচকা খেয়েছেন। আলু মাখা আর জল দিয়ে তো বটেই এছাড়াও শুকনো ফুচকাও খেয়েছেন।   

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by THE FILMY SPY (@thefilmyspy)

প্রসঙ্গত, রাখি গুলজারের শেষ ছবি ২০১৯ সালে গৌতম হালদারের নির্বাণ। তারপর ৪ বছর অভিনয় থেকে দূরেই ছিলেন। এরপর তিনি ফের অভিনয়ে ফিরছেন শিবপ্রসাদ-নন্দিতার হাত ধরে। আমার বস ছবির পুরো শ্যুটিংই হবে কলকাতাতে। অতএব ফুচকা ছাড়া এই শহরের আর কোন কোন খাবার চেখে দেখবেন রাখি সেই অপেক্ষাতেই রয়েছেন সবাই। প্রসঙ্গত, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’ ছবিটি দারুণভাবে প্রশংসিত। এই সিনেমায় মিমি ও আবীর ছিলেন। আর এই জুটির পরবর্তী ছবি আমার বস নিয়েও দর্শকদের উত্তেজনা তুঙ্গে রয়েছে।   

বাংলার মেয়ে রাখি গুলজার কয়েক যুগ ধরে মুম্বইয়ের বাসিন্দা। কালজয়ী একাধিক হিন্দি ছবির নায়িকা। তারই ফাঁকে তিনি বাংলা ছবি করেছেন। তালিকায় অপর্ণা সেনের ‘পরমা’, ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরৎ’। তারও আগে ‘অনুসন্ধান’, ‘চামেলি মেমসাহেব’। তাঁর অভিনয় জীবন শুরু দিলীপ নাগের বাংলা ছবি ‘বধূবরণ’ দিয়ে।

Advertisement

POST A COMMENT
Advertisement