scorecardresearch
 

Vikrant Massey: 'অবসর নিইনি,' বলছেন '12th Fail' খ্যাত বিক্রান্ত, তাহলে ওই পোস্টের মানে কী?

Vikrant Massey: 12th Fail খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন তাঁর অবসরের। আর এরপরই বিক্রান্তকে নিয়ে ইন্ডাস্ট্রিতে হইচই শুরু হয়ে যায়। সোমবার এই পোস্ট করার পরই অভিনেতা সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্য সবরমতী রিপোর্ট-এর স্পেশ্যাল স্ক্রিনিং দেখেন। কিন্তু হঠাৎ করে কেন সাময়িক অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন বিক্রান্ত, তা নিয়ে অনেকের মধ্যেই কৌতুহলের সৃষ্টি হয়েছে।

Advertisement
বিক্রান্ত ও তাঁর পোস্ট বিক্রান্ত ও তাঁর পোস্ট
হাইলাইটস
  • 12th Fail খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন তাঁর অবসরের।

12th Fail খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন তাঁর অবসরের। আর এরপরই বিক্রান্তকে নিয়ে ইন্ডাস্ট্রিতে হইচই শুরু হয়ে যায়। সোমবার এই পোস্ট করার পরই অভিনেতা সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্য সবরমতী রিপোর্ট-এর স্পেশ্যাল স্ক্রিনিং দেখেন। কিন্তু হঠাৎ করে কেন সাময়িক অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন বিক্রান্ত, তা নিয়ে অনেকের মধ্যেই কৌতুহলের সৃষ্টি হয়েছে। অভিনেতার করা পোস্ট নিয়ে অনেকেই নিজেদের মত করে ভাবনাচিন্তা করতে শুরু করে দিয়েছিলেন। তারই মাঝে দ্য সবরমতী রিপোর্ট অভিনেতা ফাঁস করলেন তাঁর পোস্টের আসল কারণ। 

বিক্রান্ত জানিয়েছেন যে তাঁকে সবাই ভুল বুঝেছেন। তিনি ইন্ডাস্ট্রি থেকে অবসর নিচ্ছেন না। অভিনেতা যে পোস্ট করেছেন, তার ভুল অর্থ বের করা হচ্ছে। বিক্রান্ত জানিয়েছেন যে তিনি শুধুই ব্রেক নিতে চান। তাঁর হাতে রয়েছে সিনেমার কাজ, যেগুলো অভিনেতা সম্পূর্ণ করবেন। এরপর তিনি ছোট্ট বিরতি নেবেন এবং তারপরই কোনও সিনেমা নিয়ে তিনি কথাবার্তা বলবেন। বিক্রান্ত এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন, 'আমি অবসর নিচ্ছিল না। আমি শুধু লম্বা বিরতি চাই। আমি আমার বাড়িকে মিস করছি, স্বাস্থ্যও খুব একটা ভাল নেই। লোকজন আমার পোস্টের ভুল অর্থ বের করছেন।' 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

তবে বিক্রান্ত ইন্ডাস্ট্রিতে ফিরে আসার কথা জানালেও সেটা কবে ফিরবেন তা নিয়ে নিশ্চিত কিছু বলেননি। আপাতত অভিনেতা তাঁর শেষ দুই সিনেমার মুক্তির জন্য অপেক্ষা করছেন। নানা মুনির নানা মতে বিষয়টি যখন ক্রমশ জটিল এবং ঘোরালো তখনই মঙ্গলবার মুখ খুললেন অভিনেতা। টানা অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। এতটাই ক্লান্ত যে একটু বিশ্রামের প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীরও ভেঙে পড়ছে। ঘুরেফিরে অসুস্থ হয়ে পড়ছি। আর এটাই বিরতি নেওয়ার প্রধান কারণ।  

আরও পড়ুন

Advertisement

সোমবারই বিক্রান্ত তাঁর পোস্টে লিখেছিলেন, গত কয়েক বছর দুর্ধর্ষ কেটেছে। আপনাদের প্রত্যেকের অসম্ভব সমর্থনের জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ। কিন্তু জীবনে এগিয়ে চলার পথে, আমি বুঝতে পারছি যে এ বার এ বার সব গুছিয়ে পরিবারকে সময় দেওয়া উচিত। এক জন স্বামী, বাবা ও ছেলে হিসেবে। এবং অবশ্যই এক জন অভিনেতা হিসেবে। অভিনেতা এর পরে লেখেন, ‘ফলে আগামী ২০২৫ সালে, আমাদের শেষ বারের মতো দেখা হবে। যত দিন না সঠিক সময় আসছে আবার। শেষ ২টো ছবি এবং এত বছরের স্মৃতি। সকলকে আবারও ধন্যবাদ। সমস্ত কিছুর জন্য়।’ খোলা চিঠির শেষে লেখেন, ‘চিরকালের ঋণী’। সূত্রের খবর, বিক্রান্ত আপাতত দু’টি ছবির শুটিং করছেন - ‘ইয়ার জিগরি’ ও ‘আঁখোঁ কি গুস্তাখিয়াঁ’। 

Advertisement