Smriti Mandhana-Palaash Muchhal: 'অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পলাশ মুচ্ছল, সেই কারণেই বিয়ে স্থগিত স্মৃতির?' স্ক্রিনশট ভাইরাল

অনির্দিষ্টকালের জন্য বিয়ে স্থগিত হয়েছে ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও পরিচালক-সুরকার পলাশ মুচ্ছলের। ২৩শে নভেম্বরই তাদের সাত পাকে বাঁধা পরার কথা ছিল। আচমকা স্মৃতির বাবার অসুস্থ হয়ে পরার পর বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। এরপরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন পলাশও। এর থেকেই জল্পনা দানা বাঁধতে শুরু করে। ঠিক কী কারণে বিবাহ স্থগিত হল তা নিয়ে আলোচনার মধ্যেই একটি ভাইরাল চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়।

Advertisement
'অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পলাশ মুচ্ছল, সেই কারণেই বিয়ে স্থগিত স্মৃতির?' স্ক্রিনশট ভাইরালপলাশ মুচ্ছল-স্মৃতি মান্ধানা

অনির্দিষ্টকালের জন্য বিয়ে স্থগিত হয়েছে ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও পরিচালক-সুরকার পলাশ মুচ্ছলের। ২৩শে নভেম্বরই তাদের সাত পাকে বাঁধা পরার কথা ছিল। আচমকা স্মৃতির বাবার অসুস্থ হয়ে পরার পর বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। এরপরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন পলাশও। এর থেকেই জল্পনা দানা বাঁধতে শুরু করে। ঠিক কী কারণে বিবাহ স্থগিত হল তা নিয়ে আলোচনার মধ্যেই একটি ভাইরাল চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়।

চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্যে আসা মাত্রই দাবি করা হচ্ছে, স্মৃতির সঙ্গে প্রতারণা করেছেন পলাশ। রেডিটে ভাইরাল হয়ে যায়। মেরি ডি'কোস্টা ইনস্টাগ্রামে স্ক্রিনশটগুলি প্রকাশ করেন। তাতে দেখা যায় ওই মহিলাকে তিনি সাঁতার কাটার জন্য ডেকে পাঠিয়েছিলেন। এরপর ওই মহিলা পলাশকে একটি সম্পর্কে আবদ্ধ থাকার প্রসঙ্গে প্রশ্ন করলে পলাশ উত্তর দেন,  সম্পর্কে আছেন মানে এই নয় যে সাঁতার কাটা যাবে না। এছাড়াও, স্মৃতিকে নিয়ে ক্ষোভ উগরে দেন। 

ওই মহিলাকে পলাশ আরও লেখেন, "স্মৃতির সঙ্গে সম্পর্কে থেকে দমবন্ধ লাগছিল তাঁর। ৩-৫ মাসে একবার দেখা হয়। আগে স্মৃতির সঙ্গে ট্যুরে যেতেন, গত কয়েক বছরে প্রচুর কাজের চাপ যাচ্ছে, এখন সময় হয় না।" যদিও এই চ্যাটের সত্যতা যাচাই করেনি bangla.aajtak.com. ভাইরাল হওয়া স্ক্রিনশট দেখে হতবাক হয়ে যান নেটিজেনরা।

রেডিটে ভাইরাল হওয়া স্ক্রিনশট

প্রসঙ্গত, স্মৃতি (২৯) এবং পলাশ (৩০) এর বিয়ে হওয়ার কথা ছিল। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে স্মৃতিকে আংটি দিয়ে প্রোপোজ করেন পলাশ। যে দৃশ্য নেটিজেনদের মন জয় করে। বিয়ের আগে সঙ্গীত অনুষ্ঠানও হয়ে যায়। এসব কিছুর পর কিন্তু হঠাৎ করেই পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়, স্বাস্থ্যগত জরুরি অবস্থার কারণে বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানাকে হৃদরোগের লক্ষণ দেখা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে, পলাশ মুচ্ছলকেও শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মুম্বইয়ের অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

Advertisement

এরই মধ্যে, ভক্তরা লক্ষ্য করেছেন যে স্মৃতি মান্ধানা তাঁর ইনস্টাগ্রাম পোস্ট থেকে বিবাহ-সম্পর্কিত পোস্ট সরিয়ে ফেলেছেন। যার মধ্যে তাঁর বাগদানের ছবি এবং প্রোপোজের ভিডিওও রয়েছে।

POST A COMMENT
Advertisement