scorecardresearch
 

Shilpa Shetty: 'আমার বাচ্চাদের প্রাইভেসির কথাটা ভাববেন অন্তত', মুখ খুললেন শিল্পা

পর্নোগ্রাফি কাণ্ডে (Pornography Case) স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) গ্রেফতার হওয়ার পর থেকে লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছেন অভিনেত্রী শিল্পী শেঠি (Shilpa Shetty)। বন্ধ করেছেন সোশাল পোস্টও। কিন্তু তাতে জল্পনা এবং অর্ধসত্য খবরে কোনও বিরাম পড়েনি। তার সঙ্গে বিভিন্ন মিডিয়ার খবরে পরিবারের সকলেই কম-বেশি প্রভাবিত হয়েছেন।

Advertisement
শিল্পা শেঠি শিল্পা শেঠি
হাইলাইটস
  • গত কয়েক দিন খুব চ্যালেঞ্জিং ছিল আমার পরিবারের জন্য
  • নানা রকম গুজব এবং মিথ্যে অভিযোগে ভরে গিয়েছিল খবরের দুনিয়া
  • একজন মা হিসাবে আমার অনুরোধ, এ ধরনের খবর ছড়ানো এবং পরিবেশন বন্ধ করুন

পর্নোগ্রাফি কাণ্ডে (Pornography Case) স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) গ্রেফতার হওয়ার পর থেকে লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছেন অভিনেত্রী শিল্পী শেঠি (Shilpa Shetty)। বন্ধ করেছেন সোশাল পোস্টও। কিন্তু তাতে জল্পনা এবং অর্ধসত্য খবরে কোনও বিরাম পড়েনি। তার সঙ্গে বিভিন্ন মিডিয়ার খবরে পরিবারের সকলেই কম-বেশি প্রভাবিত হয়েছেন। রাইট টু প্রাইভেসি নিয়ে তিনি আদালতের দ্বারস্থও হয়েছিলেন, কিন্তু সে আবেদন খারিজ হয়ে যায়। অবশেষে সোশাল মিডিয়ার মাধ্যমেই নিজের বক্তব্য খোলসা করলেন শিল্পা।

একটি দীর্ঘ পোস্টে শিল্পা লেখেন, 'Yes! The past few days have been challenging, on every front. There have been a lot of rumours and accusations. A lot of unwarranted aspersions on me cast by the media and (not so) well wishers as well. A lot of trolling/questions posed… not only to me but also to my family. MY STAND… I HAVE NOT COMMENTED YET and will continue to refrain from doing so on this case as it is subjudice, so please stop attributing false quotes on my behalf. Reiterating my philosophy of, as a celebrity “Never complain, never explain”. All I will say is, as it’s an on-going investigation, I have full faith in the Mumbai Police & the Indian judiciary.'

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty)

Advertisement

তিনি আরও লেখেন, 'As a family, we are taking recourse to all our available legal remedies. But, till then I humbly request you - especially as a MOTHER - to respect our privacy for my children’s sake and request you to refrain from commenting on half-baked information without verifying the veracity of the same. I am a proud law-abiding Indian citizen and a hardworking professional for the last 29 years. People have put their faith in ME & I’ve never let anyone down. So, most importantly, I request you to respect my family’s and ‘my right’ to privacy in these times. We don’t deserve a media trial. Please let the law take its course. Satyamev Jayate!'

লেখার বক্তব্য তর্জমা করলে দাঁড়ায়, 'গত কয়েক দিন খুব চ্যালেঞ্জিং ছিল আমার পরিবারের জন্য। নানা রকম গুজব এবং মিথ্যে অভিযোগে ভরে গিয়েছিল খবরের দুনিয়া। ক্রমাগত ট্রোলিং এবং মিডিয়ার একাংশের নিশায় ছিলাম আমি এবং আমার পরিবার। আমি এ সব নিয়ে কোনও অন্তব্য করিনি, ভবিষ্যতেও করব না। কারণ বিষয়টি বিচারাধীন। কিন্তু দয়া করে আমার নামে মিথ্যে খবর এবং মন্তব্য ছড়ানো বন্ধ করুন। মুম্বই পুলিশ এবং দেশের আইনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে আমাদের। আইনকে নিজের পথে চলতে দিন। তত দিন পর্যন্ত একজন মা হিসাবে আমার অনুরোধ, এ ধরনের খবর ছড়ানো এবং পরিবেশন বন্ধ করুন। আমার এবং আমার পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি। মিডিয়া ট্রায়াল চাই না। সত্যমেব জয়তে।'

 

Advertisement