Girija Oak: 'এক ঘণ্টা...রেট কত?', VIRAL হতেই অশ্লীল কমেন্টে ছয়লাপ, অতিষ্ঠ গিরিজা

তিনি বলেন, 'মানুষ আমাকে নানা অশ্লীল বার্তা পাঠাচ্ছে। কেউ লিখেছে আমি তোমার জন্য সবকিছু করতে পারি, আমাকে একটা সুযোগ দাও।' আবার কেউ সরাসরিভাবে জিজ্ঞাসা করেছে এক ঘণ্টা বসে থাকার রেট কত?'

Advertisement
'এক ঘণ্টা...রেট কত?', VIRAL হতেই অশ্লীল কমেন্টে ছয়লাপ, অতিষ্ঠ গিরিজা
হাইলাইটস
  • মারাঠি ও হিন্দি বিনোদন দুনিয়ার পরিচিত মুখ গিরিজা ওক হঠাৎ করেই জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসেন একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে।
  • দুই দশকের অভিনয়জীবন থাকা সত্ত্বেও, রাতারাতি তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়।

মারাঠি ও হিন্দি বিনোদন দুনিয়ার পরিচিত মুখ গিরিজা ওক হঠাৎ করেই জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসেন একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে। দুই দশকের অভিনয়জীবন থাকা সত্ত্বেও, রাতারাতি তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়। কেউ তাঁকে ‘ভারতের সিডনি সুইনি’, আবার কেউ ‘নতুন জাতীয় ক্রাশ’ বলে আখ্যা দিতে শুরু করে। কিন্তু এই আকস্মিক খ্যাতির পাশাপাশি নানা অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী।

'দ্য লালানটপ'কে দেওয়া এক সাক্ষাৎকারে গিরিজা জানান, খ্যাতির উল্টোপিঠটা মোটেই সুখকর নয়। তিনি বলেন, 'মানুষ আমাকে নানা অশ্লীল বার্তা পাঠাচ্ছে। কেউ লিখেছে আমি তোমার জন্য সবকিছু করতে পারি, আমাকে একটা সুযোগ দাও।' আবার কেউ সরাসরিভাবে জিজ্ঞাসা করেছে এক ঘণ্টা বসে থাকার রেট কত?' গিরিজার আক্ষেপ, যেসব মানুষ অনলাইনে এমন অশালীন মন্তব্য করে, বাস্তবে দেখা হলে তারা কখনও চোখে চোখ রাখার সাহস দেখাত না।

'সরাসরি দেখা হলে সবাই খুব সম্মান নিয়ে কথা বলে। কিন্তু পর্দার আড়ালে মানুষ যা খুশি লিখে ফেলে। এই ভার্চুয়াল দুনিয়া সত্যিই অদ্ভুত,' মন্তব্য অভিনেত্রীর।

গিরিজা বলেন, অপ্রত্যাশিত জনপ্রিয়তা সত্ত্বেও কাজের পরিমাণ বাড়েনি বলে জানান তিনি। 'কেউ আমাকে জিজ্ঞেস করেছিল, পরিবর্তন হয়েছে? আমি বলেছি, না, খুব বেশি কাজের প্রস্তাব পাচ্ছি না এখনও।' 
গিরিজা কিশোরীবয়সে মারাঠি সিনেমায় অভিনয় শুরু করেন।

হিন্দি সিনেমায়ও তাঁর উপস্থিতি রয়েছে। তারে জমিন পর, শোর ইন দ্য সিটিতে ছোট কিন্তু উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন। মারাঠি ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলার পর তিনি টিভিতেও কাজ করেন। সম্প্রতি তাঁকে মনোজ বাজপেয়ীর সঙ্গে নেটফ্লিক্সের ইন্সপেক্টর জেন্ডে ছবিতে দেখা গেছে। শীঘ্রই তিনি গুলশান দেবাইয়াহের বিপরীতে পারফেক্ট ফ্যামিলি শোতে অভিনয় করবেন।
 

 

POST A COMMENT
Advertisement