
প্রসেনজিৎ-পুত্র এ বছরই ডেবিউ করবেন টলিউডেবাবা-দাদু ও মায়ের পথ অনুসরণ করে টলিউডে অভিষেক হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিতের, যিনি সবার কাছে মিশুক নামেই পরিচিত। প্রসেনজিৎ-পুত্র কবে অভিনয়ে আসবেন, তা নিয়ে কৌতুহল কম ছিল না। যদিও খুব শীঘ্রই যে তাঁকে পর্দায় দেখা যাবে সেই গুঞ্জন যেমন ছিল তেমনি সেই গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন খোদ বাবা প্রসেনজিৎ। নতুন বছরেই তৃষাণজিতের বড়পর্দায় ডেবিউ হবে। কবে থেকে শ্যুটিং করবেন মিশুক?
দেবালয় ভট্টাচার্যের ভুগুন ছবিতে দেখা যাবে তৃষাণজিৎকে। বিপরীতে আর্যা রায়। প্রযোজক শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনির আদ্যন্ত প্রেমের ছবির নায়ক-নায়িকা তাঁরাই। কিন্তু কবে শুরু হবে তৃষাণজিতের ডেবিউ ছবির শ্যুটিং? এক সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে কথা বলেছেন প্রযোজনা সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক একজন। তিনি জানিয়েছেন যে ছবির প্রথম চিত্রনাট্য সরিয়ে রেখে নতুন করে কাহিনি এবং চিত্রনাট্য লেখার কাজ চলছে।

জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শ্যুটিং শুরু করা হবে। নতুন চিত্রনাট্য লেখা শেষ হয়নি বলেই এখনও বাকি অভিনেতা নির্বাচন হয়নি। যদিও প্রসেনজিৎ নিজের ছেলের অভিনয় জীবন নিয়ে নিজের কোনও মতামত জানাচ্ছেন না। পুরোটাই প্রযোজকদের ওপর ছেড়ে দিয়েছেন। তাঁর নাকি একটাই ইচ্ছা, তৃষাণজিৎ এসভিএফ প্রযোজনা সংস্থার ছবি দিয়ে বিনোদনদুনিয়ায় পা রাখুক।

এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন তৃষাণজিৎ। ৬ জানুয়ারি ২১ বছরে পা দিয়েছেন প্রসেনজিৎ-পুত্র। মাঝে মধ্যেই তাঁকে ফিল্মি পার্টিতেও দেখা যায়। সম্প্রতি অঙ্কুশ-ঐন্দ্রিলার নারী চরিত্র বেজায় জটিল প্রিমিয়ারে দেখা গিয়েছিল তৃষাণজিৎকে। মাঝে মধ্যেই আবার মুম্বইতে দাদু বিশ্বজিতের কাছে গিয়েও থাকছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিনি। এছাড়াও মুম্বইয়ের পৃথ্বী থিয়েটারের সঙ্গে যুক্ত তৃষাণজিৎ, সেখানেই তিনি মঞ্চাভিনয়ে করছেন।