Rukmini Maita: নায়িকার সব খবর রাখেন ইনি, রুক্মিণীর 'সিক্রেট সান্তা' কে জানেন?

Rukmini Maita: বাংলা ইন্ডাস্টির ডিম্পল নায়িকা বলে পরিচিত রুক্মিণী মৈত্র। সম্প্রতি তাঁর ছবি হাঁটি হাঁটি পা মুক্তি পেয়েছে, যা বেশ সফল হয়েছে। রাত পোহালেই বড়দিন। আর এই উৎসব ছোট-বড় সকলের খুব প্রিয়। ব্যতিক্রম নন রুক্মিণীও।

Advertisement
নায়িকার সব খবর রাখেন ইনি, রুক্মিণীর 'সিক্রেট সান্তা' কে জানেন?কে রুক্মিণীর 'সিক্রেট সান্তা'?
হাইলাইটস
  • বাংলা ইন্ডাস্টির ডিম্পল নায়িকা বলে পরিচিত রুক্মিণী মৈত্র।

বাংলা ইন্ডাস্টির ডিম্পল নায়িকা বলে পরিচিত রুক্মিণী মৈত্র। সম্প্রতি তাঁর ছবি হাঁটি হাঁটি পা মুক্তি পেয়েছে, যা বেশ সফল হয়েছে। রাত পোহালেই বড়দিন। আর এই উৎসব ছোট-বড় সকলের খুব প্রিয়। ব্যতিক্রম নন রুক্মিণীও। তাঁর কাছে অন্য সকলের মতোই এই বড়দিনটাও ভীষণভাবে স্পেশাল। রুক্মিণীর রয়েছে এক সিক্রেট সান্তা। সম্প্রতি কে তাঁর সেই সিক্রেট সান্তা সেটাই খোলসা করলেন নায়িকা। 

সম্প্রতি হাঁটি হাঁটি পা-এর সাফল্য উদযাপন করা হয় শহরের এক নামী রেস্তোরাঁয়। যেখানে উপস্থিত ছিলেন দেব নিজেও। সেই পার্টিতেই রুক্মিণী বলেন, অবশ্যই আমার জীবনেও সিক্রেট সান্তা রয়েছে। সেটা হলো আমার মা। আমি আর মা ভীষণ ভাবে বিশ্বাস করি খ্রিস্টমাসে। মাঝেমধ্যে আমার মনে হয় বাঙালিদের ক্রিসমাসের সঙ্গে একটা আলাদা কানেকশন রয়েছে। তাই মা আমার জীবনে সবসময়ই সান্তাক্লজ। তবে তিনিও কারও জীবনের সিক্রেট সান্তা। যার কাছে প্রতি বছর এই বিশেষ দিনে তিনি উপহার পাঠান। অভিনেত্রী বলেন, ‘ভাইঝি আমাইরার সিক্রেট সান্তা আমি। প্রতি বছরই চেষ্টা করি এই দিনটা একটু অন্য ভাবে উপভোগ করার।’

ছবি সৌজন্যে: ফেসবুক

রুক্মিণী বরাবরই ঘরোয়া প্রকৃতির মেয়ে। ছোট থেকে মুম্বইয়ের সঙ্গে তাঁর এক অদ্ভুত যোগ। ইদানীং কলকাতার থেকে আরব সাগরের পারেই বেশি যাতায়াত অভিনেত্রী রুক্মিণী মৈত্রের। অনুরাগীদের অভিযোগ, শহরে কম দেখা যায় নায়িকাকে। বাবা মারা যাওয়ার পর মায়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয় রুক্মিণীর। শুধু তাই নয়, রুক্মিণীর এক দাদাও আছেন। দাদার মেয়ে আমাইরার সঙ্গে পিসি রুক্মিণীর সম্পর্ক দারুণ। মাঝে মধ্যেই পিসি ও ভাইঝির নানান কীর্তি চোখে পড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে। 

‘বিনোদিনী’র পরে এ বার মুক্তি পেয়েছে রুক্মিণী অভিনীত ‘হাঁটি হাঁটি পা পা’। এই ছবিতে রুক্মিণীর বাবা হিসাবে দেখা গিয়েছে চিরঞ্জিতকে। বাবা-মেয়ের সুন্দর সমীকরণ দর্শকদের খুব ভালো লেগেছে। এই ছবির পর রুক্মিণীকে দেখা যাবে রামকমল মুখোপাধ্যায়ের দ্রৌপদী ছবিতে। যার প্রস্তুতি রুক্মিণী শুরু করে দেবেন আর কিছুদিনের মধ্যেই। 

Advertisement

POST A COMMENT
Advertisement