
লাজুর অনুভবের বাস্তব প্রেমিকা কে?ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সোমরাজ মাইতি। যাঁকে এখন কনে দেখা আলো সিরিয়ালে অনুভবের চরিত্রে দেখা যাচ্ছে। ছোটপর্দা ও বড়পর্দা দুই জায়গাতেই জনপ্রিয় সোমরাজ। 'কনে দেখা আলো'-তে সোমরাজের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে সাইনা চট্টোপাধ্যায়কে। দর্শকেরাও লাজু ও অনুভবের জুটিকে বেশ পছন্দ করছেন। সিরিয়ালে হয়তো লাজু ও অনুভবের ভালোবাসাও দেখানো হবে, কিন্তু বাস্তব জীবনে সোমরাজ কাকে মন দিয়েছেন জানেন? কবেই বা বিয়ে করছেন তিনি?
কনে দেখা আলো সিরিয়ালে লাজুর সঙ্গে তাঁর মিছিমিছি বর অনুভবের রসায়ন বেশ ভালই জমে গিয়েছে। যদিও বাস্তবে সোমরাজের চেয়ে অনেক ছোট লাজবন্তী তথা লাজু ওরফে সাইনা। নায়কের বাস্তব জীবনের নায়িকা কিন্তু অন্য। তিনি হলেন, আয়ুশী তালুকদার। তাঁর সঙ্গে সোমরাজের সম্পর্কে অনেকে বছরের। সিরিয়ালে সোমরাজের বিয়ে দেখানো হলেও, আয়ুশীর সঙ্গে সাতপাকে কবে ঘুরছেন সোমরাজ? এক সাক্ষাৎকারে সোমরাজ তাঁর বিয়ে নিয়ে মুখ খুলেছেন।

সোমরাজ সম্প্রতি জানিয়েছেন যে তিনি তাঁর ও আয়ুশীর বিয়ের বিষয়টার জন্য একটু সময় নিচ্ছেন। এখনই সোমরাজ ও আয়ুশী দুজনের কেউই বিয়ে করতে রাজি নন। তাঁদের কথায়, এখনও অনেক সময় রয়েছে। আয়ুশী নিজেও একজম অভিনেত্রী, এখন নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত আছেন তিনি। তাছাড়াও অভিনেত্রী জানান পর্দার অনুভবের সঙ্গেও সোমরাজের বেশ মিল। আসলে নায়ক শো অফে বিশ্বাসী নন। একটি চাপা স্বভাবের মানুষ। আর 'অনুভব'ও অনেকটা তাই। ফলে তাই নাকি নায়কের সঙ্গে চরিত্রটা আরও মানানসই হয়েছে। আয়ুশী ও সোমরাজের সম্পর্কের বয়স প্রায় ১০ বছরের।

সোশ্যাল মিডিয়ায় হামেশাই তাঁদের ছবি দেখতে পাওয়া যায়। রাজা চন্দের আম্রপালি ছবিতে প্রথমবার জুটি বাঁধতে দেখা গিয়েছিল এই অফস্ক্রিন জুটিকে। টলিপাড়ার বেশ জনপ্রিয় জুটি সোমরাজ আয়ুষী। এক পুরনো সাক্ষাৎকারে সোমরাজ জানিয়েছিলেন ২০২৯-এর আগে বিয়ে করবেন না তিনি। আয়ুশীও এই মুহূর্তে অভিনয় ও তাঁদের নতুন জিমের ব্যবসা নিয়ে ব্যস্ত। আপাতত লাজু ও অনুভবের প্রেম কবে পর্দায় হয়, সেইদিকেই তাকিয়ে দর্শকেরা।