India Conclave 2024: ওরি কে? কীভাবে হলেন ইন্টারনেট স্টার, জানালেন নিজেই

India Conclave 2024: পোশাকি নাম ওরহান আওয়াত্রামানি। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি পরিচিত ওরি নামেই। বেশ কয়েক মাস ধরেই নেট দুনিয়ায় ঝড় তুলছেন এই ওরি। বি-টাউনের স্টার কিডসের সঙ্গে ওরির মাখো মাখো বন্ধুত্ব সকলেরই নজর কেড়েছে।

Advertisement
ওরি কে? কীভাবে হলেন ইন্টারনেট স্টার, জানালেন নিজেই কনক্লেভের স্টেজে বলিউডের ফ্রেন্ড ওরি
হাইলাইটস
  • পোশাকি নাম ওরহান আওয়াত্রামানি। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি পরিচিত ওরি নামেই।

পোশাকি নাম ওরহান আওয়াত্রামানি। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি পরিচিত ওরি নামেই। বেশ কয়েক মাস ধরেই নেট দুনিয়ায় ঝড় তুলছেন এই ওরি। বি-টাউনের স্টার কিডসের সঙ্গে ওরির মাখো মাখো বন্ধুত্ব সকলেরই নজর কেড়েছে। জাহ্নবী কাপুর থেকে সারা আলি খান, সুহানা থেকে খুশি কাপুর অথবা অজয় দেবগণের মেয়ে নায়াসা, সকলের সঙ্গেই ওরিকে পার্টি করতে, সেলফি পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি জামনগরে আম্বানির ছোটবউ রাধিকা মার্চেন্টের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়েও চর্চা কম হয়নি। ইন্ডিয়া টুডে কনক্লেভের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরি। আর এখানেই তিনি জানান কেন এত জনপ্রিয় ওরি। 

ওরিকে প্রশ্ন করা হয় যে গুগল সার্চ করলেই তাঁকে নিয়ে একটাই প্রশ্ন আসে যে ওরি কেন এত জনপ্রিয়? ওরি এ বিষয়ে একেবারে নিজের মতো করেই বলেন, 'আমার পোজ, হাঁটাচলা ও কথা বলার ভঙ্গীমাতেই আমি পপুলার। এছাড়া আমি তারকা সন্তানদের অ্যান্ড ফ্রেন্ডস। আসলে আমি এই অ্যান্ড ফ্রেন্ডসটাকে পেশাগতভাবে নিয়ে নিয়েছি। বলা চলে প্রফেশনাল অ্যান্ড ফ্রেন্ডস। আর এভাবেই আমি জনপ্রিয় হয়েছি। অবশ্যই আমার জনপ্রিয়তার পিছনে স্টার কিডসের অবদান তো রয়েছে।' তবে চমক এখানেই শেষ নয়, ওরিকে জিজ্ঞাসা করা হয় তাঁর রাইট হ্যান্ড কে? এই প্রশ্নের উত্তর ওরি যেটা দিলেন তা শুনে তারকারাও লজ্জা পাবেন। ওরি বলেন, 'আমার টিমই আমার ডানহাত। আমার টিমের ৮৯ জন ম্যানেজার আমার জন্য সবকিছু করে। তাই তাঁরাই আমার রাইট হ্যান্ড বলা যায়।' 

প্রসঙ্গত, ওরি রীতিমতো বি-টাউনের চোখের মণি। স্টার কিডসের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করেছেন ওরি। তবে কারোরই সরাসরি বন্ধু নন, তাই তো তিনি অ্যান্ড ফ্রেন্ডস বলে নিজেকে অ্যাখা দেন। কনক্লেভে এসেও ওরি জানান যে তাঁর ভাঙাচোরা হিন্দি বলা নিয়ে তিনি ট্রোল হন না বরং সকলে এই হিন্দি শুনতেই ভালোবাসেন। জামনগরে আম্বানি পরিবারের প্রি-ওয়েডিং-এও নজর কেড়েছিল ওরির আজব গরবা। এই অনুষ্ঠানেই ওরির থেকে তাঁর কানের দুল নেন পপ তারকা রিহানা। ওরি কনক্লেভের মঞ্চে জানান যে তাঁর জামনগরের অভিজ্ঞতা খুব সুন্দর। রিহানাকে খুবই ভাল লেগেছে তাঁর। 

Advertisement

বলিউড তারকাদের বেস্ট ফ্রেন্ড এই ওরিকে নিয়ে চর্চার শেষ নেই। তবে নিজের শর্তেই বাঁচতে ভালোবাসেন তিনি এবং তাঁর জীবনে নেই কোনও রুলস। একেবারে নিজের মতো করেই চলেন স্টার কিডসদের চোখের মণি ওরি।   

POST A COMMENT
Advertisement