Soumitrisha Kundu: ৩ মাস ধরে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সৌমিতৃষা, কী হল 'মিঠাই রানি'র?

Soumitrisha Kundu: ছোটপর্দার পরিচিত মুখ মিঠাই খ্যাত সৌমিতৃষা কুণ্ডু। ইতিমধ্যেই বড়পর্দায় অভিষেক হয়েছে তাঁর। প্রধান ছবিতে দেবের বিপরীতে কাজ করে নজর কেড়েছিলেন। ছোটপর্দায় মিঠাই সিরিয়ালের পর আর সেভাবে সৌমিতৃষাকে দেখা যায়নি।

Advertisement
৩ মাস ধরে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সৌমিতৃষা, কী হল 'মিঠাই রানি'র?সৌমিতৃষা কুণ্ডু
হাইলাইটস
  • ছোটপর্দার পরিচিত মুখ মিঠাই খ্যাত সৌমিতৃষা কুণ্ডু।

ছোটপর্দার পরিচিত মুখ মিঠাই খ্যাত সৌমিতৃষা কুণ্ডু। ইতিমধ্যেই বড়পর্দায় অভিষেক হয়েছে তাঁর। প্রধান ছবিতে দেবের বিপরীতে কাজ করে নজর কেড়েছিলেন। ছোটপর্দায় মিঠাই সিরিয়ালের পর আর সেভাবে সৌমিতৃষাকে দেখা যায়নি। এরপর ওয়েব সিরিজে অভিনয় করেন সৌমিতৃষা। কিন্তু বেশ কয়েক মাস ধরেই একেবারে বেপাত্তা দেবের নায়িকা। এমনকী সোশ্যাল মিডিয়াতেও তাঁর কোনও খোঁজ নেই। কোথায় গেলেন সৌমিতৃষা? 

সোশ্যাল মিডিয়াতে সৌমিতৃষাকে সক্রিয় থাকতে দেখা যায়নি। চলতি বছরের ৫ এপ্রিল সৌমিতৃষাকে তাঁর ইনস্টাগ্রামে শেষ ছবি পোস্ট করতে দেখা যায়। এরপর আর কোনও কার্যকলাপ দেখা যায়নি। এমনকী তাঁর সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি বলে দাবি করেছেন এক সংবাদমাধ্যম। কোনও ফিল্মি পার্টি বা পেজ থ্রি পার্টিতেও নজরে আসছেন না সৌমিতৃষা। মাঝে শোনা গিয়েছিল যে সৌমিতৃষার কিডনিতে পাথর হয়েছে। সেই চিকিৎসার জন্যই কি শহরের বাইরে গিয়েছেন?

বেশ অনেকদিনই হল লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরেই রয়েছেন সৌমিতৃষা। সোশ্যাল মিডিয়াতেও তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেকেই সৌমিতৃষার পুরনো ছবিতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে অভিনেত্রীর কী হয়েছে, তিনি কোনও পোস্ট বা ছবি দিচ্ছেন না কেন। নেটিজেনরাও বুঝতে পারছেন না সৌমিতৃষা কেন আচমকা হাওয়া হয়ে গেলেন বা কী তাঁর হয়েছে। যদিও বেশ কিছু দিন আগে ‘কালরাত্রি’-র পরের পর্বের ঘোষণা হয়েছিল। কিন্তু সেই নতুন পর্বের শুটিং শুরু হয়েছে কি না এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, মিঠাই সিরিয়ালের মাধ্যমেই রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন সৌমিতৃষা কুণ্ডু। তাঁর ও আদৃতের জুটি দর্শকদের ভীষণভাবে পছন্দ ছিল। এই সিরিয়াল শেষ হওয়ার পরও মিঠাই তথা সৌমিতৃষার জনপ্রিয়তা একটুও কম হয় না। শুধু তাই নয়, এই সিরিয়াল শেষ হতে না হতেই অভিনেত্রী সুযোগ পেয়ে যান দেবের প্রধান ছবিতে। এরপর সৌমিতৃষাকে দেখা যায় কালরাত্রি সিরিজ ও ১০ জুন ছবিতে। এরপর আর কোনও সিরিজ বা ছবিতে দেখা যায়নি অভিনেত্রীকে। আচমকা কোথায় হাওয়া হয়ে গেলেন সৌমিতৃষা এখন সেই চিন্তাতেই রয়েছেন তাঁর ভক্ত-অনুরাগীরা।  

Advertisement

 

POST A COMMENT
Advertisement