Yash-Nusrat Marriage Date: কবে বিয়ে করেছিলেন যশ-নুসরত? এই প্রথম জানা গেল বিয়ের তারিখ

Yash-Nusrat Marriage Date: টলিউড অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে বিতর্কের শেষ নেই। যবে থেকে তাঁর নাম যশ দাশগুপ্তের সঙ্গে যুক্ত হয়েছে, সেদিন থেকেই বিতর্ক কোনওভাবেই পিছু ছাড়ছে না অভিনেত্রীর। ইতিমধ্যেই নুসরত জন্ম দিয়েছেন যশের সন্তানকে। তবে মাঝে মধ্যেই নুসরতকে দেখা যায় সিঁথিতে সিঁদুর ও হাতে শাঁখা-পলা পরতে।

Advertisement
কবে বিয়ে করেছিলেন যশ-নুসরত? এই প্রথম জানা গেল বিয়ের তারিখযশ-নুসরতের বিয়ের তারিখ সামনে
হাইলাইটস
  • টলিউড অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে বিতর্কের শেষ নেই।

টলিউড অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে বিতর্কের শেষ নেই। যবে থেকে তাঁর নাম যশ দাশগুপ্তের সঙ্গে যুক্ত হয়েছে, সেদিন থেকেই বিতর্ক কোনওভাবেই পিছু ছাড়ছে না অভিনেত্রীর। ইতিমধ্যেই নুসরত জন্ম দিয়েছেন যশের সন্তানকে। তবে মাঝে মধ্যেই নুসরতকে দেখা যায় সিঁথিতে সিঁদুর ও হাতে শাঁখা-পলা পরতে। কিন্তু কবে এই জুটি বিয়ে করলেন, তা নিয়ে কোনও তথ্যই সামনে আসেনি। যদিও অভিনেত্রী দাবি করেন তিনি যশের বিবাহিত স্ত্রী। তবে এবার সামনে এল যশ-নুসরতের বিয়ের তারিখ। সৌজন্যে যশ-নুসরতের ফ্যানক্লাব। 

নিখিল জৈন তাঁর জীবনের অতীত অধ্যায় এটা অনেক আগেই স্পষ্ট করে দিয়েছিলেন নুসরত। নিখিলের সঙ্গে তুরস্কে রাজকীয় বিয়ে সারলেও আইনি বিয়ে তাঁদের হয়নি। আর এরই মাঝে যশ-নুসরতের প্রেম কাহিনী মাথা চাড়া দিয়ে ওঠে। তখন থেকেই শোনা যাচ্ছিল যে যশ-নুসরত নাকি বিয়ে করে নিয়েছেন। সেই সময় নুসরতের ঘনিষ্ঠমহলের দাবি ছিল যে ২০২০ সালেই নাকি বিয়ে সেরে ফেলেন নুসরত-যশ। এসওএস কলকাতা ছবির সুবাদেই ঘনিষ্ঠ হন দুজনে। তবে বিয়ে করে নিলেও বিয়েটা কবে করেছেন সে বিষয়ে নুসরত বা যশ কেউই মুখ খোলেননি। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে যশের সঙ্গে নুসরত কবে বিয়ে করছেন এই প্রসঙ্গে অভিনেত্রী সরাসরি না হলেও পরোক্ষভাবে জানান যে তিনি বিবাহিত আর বিয়ে করার দরকার নেই। নুসরত বরাবরই তাঁর ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন। 

তবে নুসরত-যশ কবে বিয়ে করেছেন সেই খবর সামনে আনল তাঁদেরই ফ্যানক্লাবের পক্ষ থেকে। তারকা জুটির এক ফ্যানক্লাবের দাবি, ২০২০ সালের ৪ ডিসেম্বর বিয়ে সারেন যশ-নুসরত। ফ্যানক্লাবের পক্ষ থেকে যশ-নুসরতকে চার বছরের বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানানো হয়েছে। অনেক ফ্যানক্লাব আবার নুসরত-যশকে মিস্টার ও মিসেস দাশগুপ্ত বলেও সম্বোধন করেছে। যদিও যশ বা নুসরত এই বিষয়ে কিছুই জানাননি। তাঁরা নিজেদের জন্মদিন পালন করলেও বিবাহবার্ষিকী পালন করার কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। 

Advertisement

প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বরেই নাকি নিখিলের সঙ্গে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন নুসরতনি। সেইসময় থেকে নায়িকা নিজের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে থাকতে শুরু করেন। এরপর ওই বছরের ডিসেম্বরেই দক্ষিণেশ্বরে দেখা গিয়েছিল যশ-নুসরতকে। তখন তাঁর মাথায় সিঁদুর ও শাঁখা-পা জ্বলজ্বল করছিল। সেই সময় অবশ্য নিখিল-নুসরতের সম্পর্কের ভাঙানের খবর প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর, ওই বছরই বিয়ের পর্ব সারেন তাঁরা বাইপাসের একটি হোটেলে। বিয়ের পর্ব সেরেই হানিমুনে গোয়া ও রাজস্থানে গিয়েছিলেন যশ-নুসরত। এর মাঝেই অন্তঃসত্ত্বা হন নুসরত জাহান এবং ২০২১ সালের ২৬ অগাস্ট পুত্র সন্তানের মা হন নুসরত জাহান।   

POST A COMMENT
Advertisement