
টলিপাড়ার চর্চিত কাপলদের মধ্যে অন্যতম হলেন যশ-নুসরত। তাঁদের নিয়ে নিত্যদিনই আলোচনা হয়ে থাকে। কয়েক মাস আগেই এই তারকা দম্পতির মধ্যে দুরত্বের সৃষ্টি হয়েছে বলে সরগরম ছিল টলিপাড়া। তবে দশমীর দিনই সেই চর্চাকে ঠান্ডা করে দেন তাঁরা। সিঁদুর খেলার ছবি দেন নুসরত যশের সঙ্গে। এবার ফের নুসরতের ভিডিওতে দুষ্টি মন্তব্য করে, যশ বুঝিয়ে দিলেন তাঁদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে।
সম্প্রতি নুসরত তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করেন। আর সেখানে তাঁকে দেখা যাচ্ছে এক কাপ গরম চকোলেটের কাপে চুমুক দিতে। যা দেখে সকলের চক্ষু চড়কগাছ। ফিটনেস ফ্রিক নুসরত সকাল সকাল চকোলেটে চুমুক দিলেন। ক্যাপশনে নুসরত যা লিখেছেন তার অর্থ খানিকটা এরকম হয়, ‘জীবনে অনেক কিছুই ঘটবে। কিন্তু চকোলেট সবকিছু ঠিক করে দেবে। আর এই ভিডিওতে যশের কমেন্ট আরও সুন্দর। বেশ দুষ্টুমিতে ভরা। নুসরতের এই ভিডিওতে যশ লেখেন, আরও কিছু চাই নাকি? প্রত্যুত্তরে লজ্জায় মুখ ঢাকা এক ইমোজি দিয়েছেন নায়িকা।
নুসরত যে খেতে ভীষণ ভালোবাসেন এ কথা অজানা কারোর নয়। মিষ্টি থেকে বিরিয়ানি, ফুচকা, নিজের পছন্দের খাবার খেতে মন চাইলেই তিনি খেয়ে ফেলেন। শুধু তাই নয়, রান্না করতেও ভীষণ ভালোবাসেন নায়িকা। বিরিয়ানি, মাটন অথবা কেক-পেস্ট্রি বেক করা, নুসরত সবেতেই পারদর্শী। কিছুদিন আগেই যশের জন্মদিন গেছে। আর সোশ্যাল মিডিয়ায় যশের সঙ্গে অদেখা কিছু ছবি দিয়ে নুসরত তাঁর জীবনের হিরোকে আদুরে শুভেচ্ছাও জানিয়েছেন।
নিখিল জৈনের থেকে আলাদা হয়ে নুসরত বহু বছর ধরেই যশের সঙ্গে ঘর করছেন। তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে। যশ-নুসরতের সম্পর্কের সমীকরণ বেশ রোম্যান্টিক হলেও মাঝে তাঁদের সম্পর্কে চিড় ধরার গল্প শোনা গিয়েছিল। ইন্ডাস্ট্রির অন্দরের খবর ছিল যে যশ-নুসরত নাকি একসঙ্গে থাকছেন না। কিছুমাস আগে তাঁরা আলাদা আলাদা ঘুরতেও গিয়েছিলেন। কিন্তু সব আলোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে যশ-নুসরত দেখিয়ে দিলেন তাঁদের সম্পর্কের ভিত কতটা মজবুত।