Armaan Malik: সন্তান সহ প্রাণে মারার হুমকি আরমানকে, পুলিশের দ্বারস্থ জনপ্রিয় ইউটিউবার

জনপ্রিয় ইউটিউবার আরমান (Armaan Malik)-কে চেনেন না কম মানুষই রয়েছে। তিনি এবং তাঁর দুই স্ত্রী কৃতিকা (Kritika Malik) ও পায়েল (Payal Malik) তিনজনেই সারাদিন ধরে ভ্লগিং বানিয়ে থাকেন। দুই স্ত্রীর চার সন্তান। স্ত্রী-সন্তানদের নিয়ে ভরপুর সংসার আরমানের।

Advertisement
সন্তান সহ প্রাণে মারার হুমকি আরমানকে, পুলিশের দ্বারস্থ জনপ্রিয় ইউটিউবারসপরিবারে আরমান মালিক
হাইলাইটস
  • ইউটিউবার জানিয়েছেন যে শুধু তাঁকেই নয়, তাঁর সন্তানদেরও প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে।

জনপ্রিয় ইউটিউবার আরমান (Armaan Malik)-কে চেনেন না কম মানুষই রয়েছে। তিনি এবং তাঁর দুই স্ত্রী কৃতিকা (Kritika Malik) ও পায়েল (Payal Malik) তিনজনেই সারাদিন ধরে ভ্লগিং বানিয়ে থাকেন। দুই স্ত্রীর চার সন্তান। স্ত্রী-সন্তানদের নিয়ে ভরপুর সংসার আরমানের। মাঝে মধ্যেই তাঁকে নিয়ে চর্চা হয় জোরদার। আরও একবার খবরের শিরোনামে আরমান। বিগ বস ওটিটি খ্যাত আরমান মালিক পেলেন প্রাণনাশের হুমকি। জনপ্রিয় ইউটিউবার ইতিমধ্যেই পঞ্জাব পুলিশের দ্বারস্থ হয়েছেন। 

জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে এসে জানিয়েছেন যে তাঁকে ও তাঁর সন্তানদের গত একমাস ধরে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন আর সেখানে একটি অডিও ক্লিপ শুনিয়েছেন, যা পুলিশকে প্রমাণ স্বরূপ দেওয়া হয়েছে। আরমান তাঁর ভিডিওতে বলেন, এখনই আমার কাছে যে হুমকি এসেছে, যা শুনে আপনার লোম খাঁড়া হয়ে যাবে। আরমান এও জানিয়েছেন যে গত একমাস ধরে এই সমস্যার মুখে পড়েছেন তিনি। 

ইউটিউবার জানিয়েছেন যে শুধু তাঁকেই নয়, তাঁর সন্তানদেরও প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। তিনি পঞ্জাব সরকারের কাছে সহয়তা চেয়েছেন। তিনি ভিডিওতে ওই ব্যক্তির অডিও ক্লিপিংসও শুনিয়েছেন। যেখানে ওই ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে যে নিজের সন্তানদের বাঁচিয়ে রাখ, তোর ওপর গুলি পরে চলবে, সন্তানদের ওপর আগে চলবে। প্রথমে তোর সন্তানদের আগে মারব। এরর ইউটিউবার জানিয়েছেন যে তাঁর কাছে ৫ কোটি টাকাও চাওয়া হয়েছিল, এরপর ৩০ লক্ষ টাকা চাওয়া হয়। আর এখন ১ কোটি টাকা চাইছে তারা। 

আরমান মালিকের এই পোস্ট দেখে তাঁর ফ্যানেরা উদ্বিগ্ন হয়ে পড়ে। সকলেই তাঁদের সুরক্ষিত থাকার জন্য বলেছেন। প্রসঙ্গ, দুটি বিয়ে ও দুই বউকে একসঙ্গে নিয়ে থাকেন আরমান। আর এই নিয়ে চর্চা কম নেই। আরমান ও তাঁর প্রথম স্ত্রী পায়েলের একটি ছেলে রয়েছে। এরপর কৃতিকা ও পায়েল একসঙ্গে প্রেগন্যান্ট হন। যা নিয়ে কম আলোচনা হয়নি। এরপর পায়েলের যমজ সন্তান ও কৃতিকার একটি সন্তান হয়। এবার শোনা যাচ্ছে, আরও একবার প্রেগন্যান্ট পায়েল। তিনি খুব শীঘ্রই চতুর্থ সন্তানের মা হতে চলেছেন। আরমান তঁর দুই স্ত্রীকে নিয়ে বিগ বস ওটিটি সিজন ৩-এর এসেছিলেন।   

Advertisement

POST A COMMENT
Advertisement