Ranveer Allahbadia: মা-বাবার যৌনজীবন নিয়ে অশ্লীল জোক, মাসে কত উপার্জন করেন রণবীর?

Ranveer Allahbadia: রণবীর আলাহাবাদিয়া ও সময় রায়না ভার্চুয়াল ওয়ার্ল্ডে এখন রীতিমতো ট্রেন্ড। অশ্লীলতা ও ডার্ক হিউমর নিয়ে এঁরা এমনভাবে কথা বলেন যেন এটা খুবই স্বাভাবিক। ডার্ক হিউমর বলতে বোঝানো হচ্ছে এমন সব মজা-মস্করা, যেটা অনেক সময়ই সকলের সামনে করা যায় না। সমাজের এই ধরনের গোপন বিষয়গুলিকে নিয়ে এমনভাবে কথা বলা হবে, যা শুনলে হাসিও যেমন পাবে আবার মানুষ রেগেও যেতে পারেন।

Advertisement
মা-বাবার যৌনজীবন নিয়ে অশ্লীল জোক, মাসে কত উপার্জন করেন রণবীর?কত আয় করেন রণবীর আলাহাবাদিয়া?
হাইলাইটস
  • রণবীর আলাহাবাদিয়া ও সময় রায়না ভার্চুয়াল ওয়ার্ল্ডে এখন রীতিমতো ট্রেন্ড।

রণবীর আলাহাবাদিয়া ও সময় রায়না ভার্চুয়াল ওয়ার্ল্ডে এখন রীতিমতো ট্রেন্ড। অশ্লীলতা ও ডার্ক হিউমর নিয়ে এঁরা এমনভাবে কথা বলেন যেন এটা খুবই স্বাভাবিক। ডার্ক হিউমর বলতে বোঝানো হচ্ছে এমন সব মজা-মস্করা, যেটা অনেক সময়ই সকলের সামনে করা যায় না। সমাজের এই ধরনের গোপন বিষয়গুলিকে নিয়ে এমনভাবে কথা বলা হবে, যা শুনলে হাসিও যেমন পাবে আবার মানুষ রেগেও যেতে পারেন। সস্তার এই কনটেন্টের বদলে GEN Z ক্রিয়েটার্সদের কপালে জোটে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় শোরগোল, গসিপ ও প্রচুর টাকা। সোশ্যাল মিডিয়ায় টাকা উপার্জনের প্যারামিটার বলছে, আপনার কনটেন্টে যত বেশি ভিউ, লাইক, কমেন্ট ও শেয়ার পাবেন, তত বেশি আপনার উপার্জন হবে। কনটেন্টের গুণগত মান নিয়ে খুব কমই আলোচনা হয়। সম্প্রতি সময় রায়নার ইন্ডিয়াস গট ল্যাটেন্ট-এ এসে মা-বাবাকে নিয়ে অশালীন মন্তব্য করে শিরোনামে এসেছেন জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া,যাঁর জনপ্রিয় বিয়ারবাইসেপস নামে একটি সাইড রয়েছে। সেই রণবীর কত টাকা উপার্জন করেন জানেন?

কীভাবে ইউটিউব খুললেন
রণবীর আলাহাবাদিয়া ডাক্তার পরিবারের ছেলে। কিন্তু রণবীর জানান যে তিনি জানতেন তিনি কখনও চিকিৎসক হতে পারবেন না। তাই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। এই সময়ই তাঁর ব্রেকআপ হয় আর রণবীর রোজ পার্টি করতে যেতেন। পরীক্ষায় তিনি একটা বিষয়ে ফেল হয়ে যান। পরিবারকে জানানোর পর তাঁরা সেভাবে রেগে না গেলও রণবীরের কাছে ছিল এটা ওয়েক আপ কল। এরপরই ২০১৯ সালে রণবীর বিয়ারবাইসেপ নামে একটি ইউটিউব চ্যানেল খোলেন। কিছু মাস বাদেই করোনা ভাইরাস ও লকডাউন হয়ে যাওয়ার পর মানুষ বাড়িতে বন্দি হয়ে পড়েন আর হাতে মোবাইল এবং প্রচুর সময়। ঠিক এই সময়েই ভাগ্য বদলে যায় রণবীরের। 

কারা হন রণবীরের অতিথি
তিনি তাঁর ইউটিউব চ্যানেলে প্রিয়াঙ্কা চোপড়া, সইফ আলি খান, আয়ুষ্মান খুরানার মতো তারকাদের সাক্ষাৎখার নিতে শুরু করে দেন। তাঁর এই সাক্ষাৎকারগুলো বেশ সফল হতে শুরু করে, যার ফলে লক্ষাধিক ভিউ আসে এবং ডলারে আয় করতে শুরু করেন রণবীর। ইউটিউবার শুধু বলিউড তারকাদেরই নয়, ইতিহাসবিদ, জ্যোতিষ, অ্যাধ্যত্মিক বিষয়ের ওপর সাক্ষাৎকার নিতে শুরু করে দেয়। রণবীরের অতিথি তালিকায় জয় শেট্টি, গৌর গোপাল দাস, সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শেট্টির মতো তারকারাও রয়েছেন। রণবীরের এই ইউটিউব চ্যানেলে ১২ মিলিয়ন ফলোয়ার্স। 

Advertisement

রণবীরের উপার্জন
২০২২ সালে ফোর্বস ম্যাগাজিনে ৩০ জন প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে রণবীরকে রাখা হয়েছিল। যদিও তাঁর আয় নিয়ে আলাদা আলাদা দাবি রয়েছে। রণবীরের কাছে ৭টি ইউটিউব চ্যানেল রয়েছে, যার BeerBiceps ও The Ranveer Show সবচেয়ে জনপ্রিয়। এই চ্যানেলে তাঁর ১২ মিলিয়ন ফলোয়ার্স ও ৬ বিলিয়নের বেশি ভিউ আসে। একটি রিপোর্ট অনুযায়ী, রণবীর মাসে প্রায় ৩৫ লক্ষ টাকা উপার্জন করে। অপরদিকে অন্য এক ওয়েবসাইট জানিয়েছেন যে রণবীর আলাহাবাদিয়ার সম্পত্তির পরিমাণ ৬০ কোটি টাকা।  

POST A COMMENT
Advertisement