Zubeen Garg Death: স্কুবা ডাইভিংয়ে জুবিনের মৃত্যু হয়নি, তা হলে? সামনে এল বড় আপডেট

Zubeen Garg Death: সিঙ্গাপুরের এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সিঙ্গাপুর পুলিশ ফোর্স (SPF) জানিয়েছে যে ভারতের হাই কমিশনের অনুরোধে তারা জুবিন গর্গের ময়নাতদন্ত সহ প্রাথমিক তদন্তের রিপোর্টের অনুলিপি পাঠিয়ে দিয়েছে। হাই কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারা সেই রিপোর্ট পেয়েছে।

Advertisement
স্কুবা ডাইভিংয়ে জুবিনের মৃত্যু হয়নি, তা হলে? সামনে এল বড় আপডেটজবিন গর্গ মৃত্যুকাণ্ড
হাইলাইটস
  • অসমের কিংবদন্তী গায়ক জুবিন গর্গের মৃত্যু রহস্য ঘিরে বড়সড় তথ্য সামনে এল।

অসমের কিংবদন্তী গায়ক জুবিন গর্গের মৃত্যু রহস্য ঘিরে বড়সড় তথ্য সামনে এল। রিপোর্ট বলছে, ৫২ বছরের গায়ক স্কুবা ডাইভিং করতে গিয়ে নয় বরং সাঁতার কাটার সময় মারা গিয়েছেন। বৃহস্পতিবার এক রিপোর্টে দাবি করা হয়েছে যে সাঁতার কাটতে গিয়ে জুবিন গর্গের জলে ডুবে মৃত্যু হয়। যদিও আগের রিপোর্ট অনুযায়ী বলা হয়েছিল স্কুবা ডাইভিং করতে গিয়েই মারা যান জনপ্রিয় এই গায়ক। প্রসঙ্গত, ভারত-সিঙ্গাপুরের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি ও নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে জুবিন গর্গ সিঙ্গাপুরে গিয়েছিলেন। কিন্তু গত ১৯ সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর। 

সিঙ্গাপুরের এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সিঙ্গাপুর পুলিশ ফোর্স (SPF) জানিয়েছে যে ভারতের হাই কমিশনের অনুরোধে তারা জুবিন গর্গের ময়নাতদন্ত সহ প্রাথমিক তদন্তের রিপোর্টের অনুলিপি পাঠিয়ে দিয়েছে। হাই কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারা সেই রিপোর্ট পেয়েছে। সূত্রের খবর, সেই রিপোর্টে বলা হয়েছে, জলে ডুবে মৃত্যু হয়েছে জুবিন গর্গের। এর আগেই সিঙ্গাপুর পুলিশ ফোর্স গায়কের মৃত্যুর পেছনে কোনও অস্বাভাবিকতা রয়েছে, সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছে। এলআইএমএন ল কর্পোরেশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর এনজি কাই লিং সিঙ্গাপুর ব্রডশিটকে জানিয়েছেন যে তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী জুবিন গর্গের মৃত্যু জলে ডুবেই হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি এও জানিয়েছেন যে জুবিন গর্গের মৃত্যুর পিছনে কোনও রহস্য নেই। এর আগে সিঙ্গাপুর পুলিশ ফোর্স তাদের প্রাথমিক বিবৃতিতে বলেছিল যে গর্গকে কেউ খুন করেছে বা কোনও অপরাধ লুকিয়ে রয়েছে মৃত্যুর পিছনে, তা তারা আশঙ্কা করছে না।  

গত ১৯ সেপ্টেম্বর জুবিন গর্গ সিঙ্গাপুরের সেন্ট জন আইল্যান্ডে যায় স্কুবা ডাইভিংয়ের জন্য। যেখানে তাঁকে জল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রথমদিকের রিপোর্ট অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর জুবিনকে একাধিক লোকের সঙ্গে অচেনা নৌকায় দেখা গিয়েছিল। এরপর ২০ সেপ্টেম্বর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট হয়, যেখানে দেখা যায় লাইফ জ্যাকেট পরে গায়ক জলে ঝাঁপ দিচ্ছেন। রিপোর্টে এও বলা হয় যে ব্যক্তি এই ভিডিও পোস্ট করেন তিনি জানিয়েছেন যে জুবিন ফের নৌকায় উঠে লাইফ জ্যাকেট খুলে জলে ঝাঁপ দেন আবার। এরপরই গর্গের মৃত্যু নিয়ে কোনও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার নির্দেশ দেয় সিঙ্গাপুর পুলিশ।  

Advertisement

একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সিঙ্গাপুর হাসপাতাল থেকে দেওয়া গর্গের মৃত্যুর শংসাপত্রে জলে ডুবে মৃত্যু হয়েছে বলে উল্লেখ রয়েছে। ইতিমধ্যেই গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং সিঙ্গাপুর ইভেন্টের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাদের। এই দুজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া ১৩ দিনের শ্রাদ্ধের কাজ করেছেন। জুবিন গর্গের স্ত্রী গরিমা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কোনওভাবেই দুর্ঘটনাজনিত মৃত্যু মেনে নিচ্ছেন না। তাঁর অভিযোগ, 'যে-যে সেদিন সেখানে ছিল, সবাই সন্দেহের আওতায়। আমরা এফআইআর করেছি। আয়োজক, ম্যানেজার, পুরো টিম— আমরা প্রত্যেককে সন্দেহ করছি।'ঘটনার তদন্তে অসম সরকার ১০ সদস্যের একটি বিশেষ তদন্তদল (SIT) গঠন করে, যার নেতৃত্বে আছেন স্পেশাল ডি-জিপি এম পি গুপ্তা।      

POST A COMMENT
Advertisement