Roi Roi Binale Box Office: জুবিনের শেষ ছবি 'রই রই বিনালে'-র পঞ্চম দিনেও কোটি টাকার ব্যবসা, তবে...

জুবিন গর্গের মৃত্যু নিয়ে অসম জুড়ে চলছে চাপান-উতোর। তারই মাঝে ৩১ অক্টোবর মুক্তি পেয়েছে জুবিন অভিনীত শেষ ছবি 'রই রই বিনালে'। মুক্তির আগে থেকেই অসম জুড়ে এই ছবির টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। মুক্তির দিন ভোর চারটে থেকে অসমের বিভিন্ন প্রান্তের হল ছিল হাউসফুল।

Advertisement
জুবিনের শেষ ছবি 'রই রই বিনালে'-র পঞ্চম দিনেও কোটি টাকার ব্যবসা, তবে...রই রই বিনালে বক্স অফিস কালেকশন
হাইলাইটস
  • ৩১ অক্টোবর মুক্তি পেয়েছে জুবিন অভিনীত শেষ ছবি 'রই রই বিনালে'।

ছবির নাম-রই রই বিনালে
পরিচালক-রাজেশ ভুঁইঞা
প্রযোজক-জুবিন গর্গ ও গরিমা সাইকিয়া গর্গ
অভিনয়-জুবিন গর্গ. মৌসুমী আলিফা, জয় কাশ্যপ, ভিক্টর বন্দ্যোপাধ্যায়। 

জুবিন গর্গের মৃত্যু নিয়ে অসম জুড়ে চলছে চাপান-উতোর। তারই মাঝে ৩১ অক্টোবর মুক্তি পেয়েছে জুবিন অভিনীত শেষ ছবি 'রই রই বিনালে'। মুক্তির আগে থেকেই অসম জুড়ে এই ছবির টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। মুক্তির দিন ভোর চারটে থেকে অসমের বিভিন্ন প্রান্তের হল ছিল হাউসফুল। রাজেশ ভুঁইয়া পরিচালিত ও গরিমা গর্গ ও জুবিন প্রযোজিত এই ছবি অসমের ফিল্মি ইতিহাসে এটি ষষ্ঠ সর্বোচ্চ আয়কারী অসমীয়া ছবি হিসাবে বিবেচিত হচ্ছে। 

বক্স অফিস কালেকশন
স্যাকনিল্কের মতে, 'রই রই বিনালে' পঞ্চম দিনে আয় করেছে ১.৬৯ কোটি। যদিও প্রথম দিন এই ছবির আয় ছিল ১.৮৫ কোটি। অর্থাৎ পঞ্চম দিনে এই ছবির বক্স অফিস উপার্জন একটু কমেছে। তবে দর্শকদের কাছে এই ছবির গ্রহণযোগ্যতা খুবই ভাল এবং অসমের সব হল প্রায় হাউসফুল। সপ্তাহান্তে এই ছবি কতটা আয় করতে পারে এখন সেটাই দেখার। 

কতটা হিট হল
বিশ্বজুড়ে 'রই রই বিনালে' এখনও পর্যন্ত ১০.৭৬ কোটি আয় করেছে এবং ভারতে ৯.৪৪ কোটি আয় করেছে এখনও পর্যন্ত। প্রথম দিন রই রই বিনালে-এর আয় ছিল ১.৮৫ কোটি, দ্বিতীয় দিনে ২ কোটি, তৃতীয় দিনে ২.২৮ কোটি, চতুর্থ দিনে ১.৬২ কোটি এবং পঞ্চম দিনে তা দাঁড়ায় ১.৬৯ কোটি। দ্বিতীয় ও তৃতীয় দিনের তুলনায় বাকি দিনগুলোতে এই ছবির আয় কমেছে বলেই দেখা যাচ্ছে।   

প্রথম দিনেই ঝড় তোলে
পয়লা দিনেই অসমের বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল ‘রই রই বিনালে’। পাঁচ কোটি বাজেটের সিনেমা ওপেনিং ইনিংসেই বাজিমাত করেছিল। এক দিনেই দেড় কোটির ব্যবসা করে ফেলে জুবিনের অন্তিম সিনেমা। দর্শকদের বিপুল চাহিদার জেরে জুবিন গর্গের শেষ ছবির ধাক্কায় পিছু হটতে বাধ্য হয়েছে বলিউড-দক্ষিণের তাবড় বাজেটের দুই সিনেমাও। ‘রই রই বিনালে’র অর্থ ‘অশ্রু এখনও ঝরে’। আর সিনেমা দেখতে গিয়েই প্রয়াত জুবিন গর্গের জন্য দর্শকদের অশ্রুধারা বইছে। 

Advertisement

ছবির সারাংশ
ছবিতে জুবিন অভিনয় করেছেন এক অন্ধ সংগীতশিল্পীর ভূমিকায়। রয়েছে তাঁর নিজস্ব সুরে ১১টি গাও। এক শিল্পীর জীবনের সংগ্রাম ও অন্তঃজ্বালাই এই ছবির মূল কাহিনি। কলকাতার হলগুলিতেও জুবিনের শেষ ছবি দেখার ভিড় দেখা গিয়েছিল। ছবির শেষে সকলের চোখেই ছিল জল। জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসম সরকার সিদ্ধান্ত নিয়েছে, ছবিটি থেকে রাজ্যের যে জিএসটি রাজস্ব আসবে, তা পুরোপুরি তুলে দেওয়া হবে শিল্পীর প্রতিষ্ঠিত ‘কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’-এর তহবিলে। যা সমাজের অবহেলিত শিল্পীদের কল্যাণে কাজ করে।

POST A COMMENT
Advertisement