
হিন্দি ধারাবাহিকে অত্যন্ত পরিচিত মুখ, তবে বাঙালি। ইনি টিনা দত্ত।

স্ক্রিনে স্ক্রিপ্টের নিয়ম মেনে যেমন চরিত্রে দেখা যায় টিনাকে, বাস্তবে তার চেয়ে তিনি অনেক বেশি বোল্ড অ্যান্ড বিউটিফুল।

সোশাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। মাঝে মধ্যে ছবি ভিডিও পোস্ট করেন ফ্যানদের জন্য।

তাঁর সোশাল পেজে ২৬ লক্ষেরও বেশি ফলোরা রয়েছে। ফলে মাঝে মধ্যেই তাঁর পোস্ট করা ছবি ভিডিও ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি কালো বিকিনিতে বেশ কিছু ছবি পোস্ট করেন টিনা, যা নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে।

তারকাদের ফেভারিট হলি ডে ডেস্টিনেশন মালদ্বীপে এ মুহূর্তে ছুটি কাটাচ্ছেন টিনা।

সমুদ্রের তারে টিনার এই ছবি রীতি মতো উষ্ণতার পারদ কয়েক কাঠি উপরে তুলে দিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

ছবি দেখে আপ্লুত ফ্যানরাও। নানা কমেন্ট এবং ইমোজি পোস্ট করে টিনাকে প্রশংসায় ভরিয়েছেন তাঁরা।

এখনও সিঙ্গল টিনা। কেন তিনি সিঙ্গল তা নিয়েও একটি ভিডিও পোস্ট করেন টিনা। তাঁর বক্তব্য, তিনি সেই মানুষটির জন্য অপেক্ষা করছেন যে সবচেয়ে খারাপ সময়েও তাঁকে ভালোবাসবে।

ছবি সৌজন্য: টিনা দত্তর ইনস্টাগ্রাম হ্যান্ডেল।